Word কাকে বলে?

ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। অর্থাৎ, ছোট ছোট বালুকণা নিয়ে গড়ে ওঠে মহাদেশ আবার বিন্দু বিন্দু জল নিয়ে গড়ে উঠে মহাসাগর। তেমনি এক বা একাধিক Letter মিলে গড়ে উঠে Word. চলুন তাহলে Word কি ও তার প্রকারভেদ সম্পর্কে জেনে নেই।

Word: Word অর্থ হলো শব্দ। এক বা একাধিক Letter মিলিত হয়ে যদি কোন অর্থ প্রকাশ করে তাকে Word বলে। যেমন – Boy (বালক), Mother (মা), Uncle (চাচা), Tree (গাছ), Quarrel (ঝগড়া করা) ইত্যাদি।

যা মনে রাখা প্রয়োজন

  1. Vowel ব্যতীত কোন Word গঠন করা যায় না।
  2. A, E, I, O, U এই ৫ টি Vowel ছাড়াও W ও Y কে Semi-Vowel বলা হয়। যেমন – Cry.
  3. Q দিয়ে গঠিত শব্দের ক্ষেত্রে Q এর পর সবসময় U বসবেই। যেমন – Quarter, Quarrel, Quick ইত্যাদি।
  4. কতগুলো Letter কে পাশাপাশি বসিয়ে দিলেই Word হবে না। Word তখনই হবে যখন Letter গুলো একসাথে বসে কোন স্পষ্ট অর্থ প্রকাশ করবে। যেমন – Food , Month, Cap ইত্যাদি।
  5. Letter গুলো একসাথে বসে কোন পরিষ্কার অর্থ প্রকাশ না করলে Word হবে না। যেমন – Pca, oofd, ntohm ইত্যাদি।
  6. ইংলিশে সবচেয়ে ছোট Word হলো I (আমি), A (একটি) ।
  7. ইংরেজিতে সবচেয়ে বড় Word হলো Pneumonoultramicroscopicsilicovolcanokoniosis. এর উচ্চারন হলোঃ ন্যু-মোনো-আল্ট্রা-মাইক্রোস্কোপিক-সিলিকো-ভলকানো-কোনিওসিস। এটি একটি হার্টের রোগের নাম/ কার্ডিয়াক অ্যারেস্ট।

আরও পড়ুন – Letter কাকে বলে? Letter কত প্রকার ও কি কি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments