Saturday, September 23, 2023
HomeTechnologyভিভো y20 বাংলাদেশ প্রাইস | Vivo Y20 prize in Bangladesh

ভিভো y20 বাংলাদেশ প্রাইস | Vivo Y20 prize in Bangladesh

বর্তমানের একটি জনপ্রিয় ফোন হচ্ছে ভিভো। অসাধারণ ক্যামেরার জন্য Vivo ফোনগুলো বেশ পরিচিত। একারণে ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইজ নিয়ে সবার মাঝে আগ্রহ তৈরি হচ্ছে। যেখানে দামি দামি কোম্পানিগুলো স্পেসিফিকেশনে কার চেয়ে কে সেরা হবে, সেটা নিয়ে যুদ্ধ করছে, এক্ষেত্রে ভিভো একটি ভিন্ন কৌশল নিয়েছে বলে মনে হচ্ছে। অফিশিয়ালি বাংলাদেশে ভিভোর অনেকগুলো ফোন পাওয়া যাচ্ছে। তেমনি একটি জনপ্রিয় ফোন হচ্ছে ভিভো y20। আজকের আর্টিকেলে আমরা ভিভো y20 বাংলাদেশ প্রাইস | Vivo Y20 prize in Bangladesh সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব।

ভিভো y20 বাংলাদেশ প্রাইস | Vivo Y20 prize in Bangladesh
ভিভো y20 বাংলাদেশ প্রাইস | Vivo Y20 prize in Bangladesh

বর্তমানে বাজারে যেসব ফোন রয়েছে, সেসব ফোনের সাথেও vivo পাল্লা দিচ্ছে। আবার ক্রেতাদের জন্য কমদামি স্মার্টফোনও তৈরি করে। আপনার বাজেট যেমনি হোক, সেই বাজেট দিয়ে আপনি ভিভোর যেকোনো ফোন কিনতে পারবেন। মূলত vivo ব্যবহারের উপযোগিতা ও আকর্ষণীয়তার দিকে বেশি গুরুত্ব দেয়। তাহলে আর দেরি না করে চলুন ভিভো y20 বাংলাদেশ প্রাইস কত সম্পর্কে শুরু করা যাক।

ভিভো y20 মোবাইলের বাংলাদেশ প্রাইস / দাম কত? | Vivo Y20 prize in Bangladesh

ভিভোর একটি জনপ্রিয় ফোন হচ্ছে Vivo y20. এটি January 13, 2021 সালে প্রথম রিলিজ হয়। মাঝারি বাজেটের মাঝে একটি একটি অসাধারণ ফোন। দেখতেও সুন্দর এবং ব্যবহার উপযোগী। এর দুটি কালার রয়েছে। এগুলো হলে Dawn White, Nebula Blue. নিচে ভিভো ওয়াই ২০ এর অফিশিয়াল দাম ও ফিচার দেওয়া হলো।

ভিভো Y20 বাংলাদেশ প্রাইজ

Official Prize ৳13,990 4/64 GB

ভিভো y20 এর সংক্ষিপ্ত ফিচার

Camera 13MP+2MP+2MP Main, 8MP Front
Display6.51 inches IPS LCD Display
SimDual SIM (Nano-SIM, dual stand-by)
OSAndroid 10, Funtouch 10.5
ChipsetQualcomm SM4250 Snapdragon 460 (11 nm)
RAM4GB RAM
Memory64GB eMMC 5.1 ROM
Battery5000 mAh Non-removable Li-Ion Battery

ভিভো (Vivo) Y20 ফোনের ফুল স্পেসিফিকেশন ও ফিচার

Body, Display & Colour

ColorsDawn White, Nebula Blue
StyleMinimal Notch
MaterialGlass front, plastic body
Water Resistance
Dimensions164.4 x 76.3 x 8.4 millimeters
Weight192 grams
Size6.51 inches
ResolutionHD+ 720 x 1600 pixels (270 ppi)
TechnologyIPS LCD Touchscreen
Protection
FeaturesMultitouch

Camera

  Back Camera
ResolutionTriple 13+2+2 Megapixel
FeaturesPDAF, LED flash, HDR, macro, depth & more
Video RecordingFull HD (1080p)
  Front Camera
Resolution8 Megapixel
FeaturesF/1.8 aperture
Video RecordingFull HD (1080p)

Performance & Storage

Operating SystemAndroid 10 (Funtouch 11)
ChipsetMediatek Helio P35 (12nm)
RAM4 GB
ProcessorOcta core, up to 2.35 GHz
GPUPowerVR GE8320
ROM64 GB (eMMC 5.1)
MicroSD Slot✅ Uses SIM2 slot

Battery

Type and CapacityLithium-polymer 5000 mAh (non-removable)
Fast Charging✅ 10W Fast Charging

Connectivity

Network2G, 3G, 4G
SIMDual Nano SIM
WLAN✅ dual-beand, Wi-Fi direct, Wi-Fi hotspot
Bluetooth✅ v5.0, A2DP, LE
GPS✅ A-GPS, GLONASS, GALILEO, BDS
Radio✅ FM
USBv2.0
OTG
USB Type-C

Sound System

3.5mm Jack
FeaturesLoudspeaker

Security

Fingerprint✅ Side-mounted
Face Unlock

Others Specifications

SensorsFingerprint, Accelerometer, Gyro, Proximity, E-compass
Manufactured byVivo
Made inBangladesh

হাইলাইট

Vivo Y20 ফোনটি 6.51 ইঞ্চি এবং এটি HD+ IPS LCD স্ক্রিন সহ আসে। এ ফোনটিতে একটি সম্পূর্ণ -ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন আছে। পিছনের ক্যামেরাটি অনেক সুন্দর যা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল 13+2+2 MP। সামনের ক্যামেরাটি ৮ এমপির। Vivo Y20 ফোনটিতে 10W Fast charging সহ 5000 mAh ব্যাটারি রয়েছে। তাছাড়া এর RAM 4 GB এবং ROM 64 GB. এতে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লটও রয়েছে। এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ভিভোর এই ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, ডুয়াল সিম, ফেস আনলক ইত্যাদি।

ভিভো y২০ ফোনের সুবিধা ও অসুবিধা

সুবিধাঅসুবিধা
এর রয়েছে চমৎকার ডিজাইন।এ ফোনটির খারাপ দিকের কথা শোনা যায় নি।
শক্তিশালী 5000 mAh ব্যাটারি।
4/64 GB RAM এবং ROM
স্টাইলিশ সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
দাম তুলনামূলকভাবে সবার সাধ্যের মধ্যে।

বাংলাদেশে Vivo Y20 মোবাইল ফোনের রিভিউ

বাংলাদেশে ভিভো Y20 ফোনের দাম 13,990 টাকা মাত্র। দামের দিক থেকে বিবেচনা করে এটিকে খারাপ বলা যাবে না। গুণাবলির দিক থেকে এটি একটি আকর্ষণীয় ফোন।

Vivo y20 ফোনের ডিসপ্লেটি সাধারণ, এতে কোন আকর্ষণ নেই। মাঝারি দামের একই ডিজাইনের ফোনের মাঝে ফুল HD+ ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট দেখা গেছে। সেক্ষেত্রে ভিভো ২০ ফোনটির ডিসপ্লে কিছুটা উন্নত মানের হওয়া প্রয়োজন ছিল।

দামের তুলনায় Vivo y20 মোবাইল ফোনের সামনের ও পিছনের ক্যামেরাটি যথেষ্ট ভালো। এর রয়েছে ট্রিপল ক্যামেরা। বেক ক্যামেরাটি হলো Triple 13+2+2 Megapixel. আর সামনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের।

তবে ভিভোর এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট অনেক প্রশংসনীয়। এ ফোনটিতে আপনি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সহ ৫০০০ mAh এর ব্যাটারি পাবেন। বড় ব্যাটারি হওয়ার কারণে চার্জ করার গতি কিছুটা স্লো। তবে ব্যাটারি ব্যাকআপ ভালো।

অনেকের মনে প্রশ্ন হতে পারে যে, vivo y20 ফোনটি কিনা উচিত কিনা? হ্যাঁ, আপনি কিনতে পারেন। আপনি যদি ভারী কোন কাজ না করেন, অর্থাৎ হালকা ব্যবহারকারী হন তাহলে আপনি চোখ বন্ধ করে এ ফোনটি কিনতে পারেন। কারণ এ ফোনটির ডিজাইন অনেক ভালো এবং দুর্দান্ত ব্যাকাপ দেয়। তবে আপনি যদি গেইম খেলার জন্য বা অন্যান্য পাওয়ার ইনসেটিভ কাজগুলো করেন, তাহলে আপনার জন্য এই ফোনটি পারফেক্ট নয়। সেক্ষেত্রে আপনি vivo y20 ফোনটি কিনবেন না।

Vivo Y20 ফোন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন

Vivo Y20-এ কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে?

হ্যাঁ, ভিভো Y20 মোবাইল ফোনে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। 

Vivo Y20 কি দ্রুত চার্জিং সমর্থন করে? 

জ্বি, ভিভো Y20 মোবাইলটি 18W পর্যন্ত দ্রুত চার্জিং সমর্থন করে।

ভিভো y20 দাম কত?

ভিভো y20 ফোনটির অফিশিয়াল দাম হলো ১৩৯৯০ টাকা মাত্র।

ভিভো Y20 বাংলাদেশে দাম কত ২০২৩?

২০২৩ সালে বাংলাদেশে ভিভো y20 মোবাইল ফোনটির মূল্য ১৩৯৯০ টাকা।

Vivo y20 4/64 prize in Bangladesh কত?

বাংলাদেশে ভিভো y20 4/64 মোবাইল ফোনটির মূল্য ১৩৯৯০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read