No Problem
  • Home
  • Grammer
  • Technology

    ভিভো y20 বাংলাদেশ প্রাইস | Vivo Y20 prize in Bangladesh

    সিঙ্গার ফ্রিজ | সিঙ্গার ফ্রিজের মূল্য তালিকা ও ছবি

No Result
View All Result
No Problem
No Result
View All Result
  • Browse:
  • ➡
  • Technology
  • Grammer
Home বিজ্ঞান

বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? সবচেয়ে বড় বিভাগ কোনটি?

by Israt Jahan
in বিজ্ঞান
0
1
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশকে ৮ টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে। যাদেরকে বাংলায় বিভাগ বলা হয়। প্রতিটি প্রশাসনিক অঞ্চল বা বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে। চলুন তাহলে বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? সবচেয়ে বড় বিভাগ কোনটি? এবং কার আয়তন কত? ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? সবচেয়ে বড় বিভাগ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? সবচেয়ে ছোট জেলা কোনটি?  সবচেয়ে বড় জিলা কোনটি?
বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? সবচেয়ে বড় বিভাগ কোনটি?

বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি?

বাংলাদেশের বিভাগ ৮ টি। নিম্নে ৮ টি বিভাগের নাম দেওয়া হলো –

  1. ঢাকা
  2. চট্রগ্রাম
  3. রাজশাহী
  4. খুলনা
  5. বরিশাল
  6. সিলেট
  7. রংপুর
  8. ময়মনসিংহ

বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ কয়টি ও কি কি?

বাংলাদেশের দুটি প্রস্তাবিত বিভাগ রয়েছে, সেসব বিভাগ এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নি। এ দুটি যখন বাস্তবায়িত হবে, তখন বাংলাদেশের মোট বিভাগ হবে ১০ টি। এ দুটি বিভাগের নাম হলো –

RelatedPosts

পর্যায় সারণি কাকে বলে ? পর্যায় সারণি মনে রাখার কৌশল?

4 months ago
73
  • কুমিল্লা বিভাগ এবং
  • পদ্মা বিভাগ।

পদ্মা বিভাগের সদর দপ্তর হবে ফরিদপুর। ৫ টি জেলা নিয়ে পদ্মা বিভাগ গঠিত হবে। এগুলো হলো –

  • ফরিদপুর
  • গোপালগঞ্জ
  • মাদারীপুর
  • শরিয়তপুর
  • রাজবাড়ী

বাংলাদেশের বিভাগের নাম, প্রতিষ্ঠার সাল ও আয়তন

উপরে বাংলাদেশের বিভাগগুলোর নাম দেওয়া হয়েছে। নিম্নে বাংলাদেশের বিভাগগুলোর প্রতিষ্ঠা সাল এবং আয়তন দেওয়া হলো –

বিভাগের নামপ্রতিষ্ঠা সাল আয়তন
ঢাকা বিভাগ১৮২৯৩১,১৭৭.৭৪ বর্গ কি.মি
চট্টগ্রাম বিভাগ১৮২৯৩৩,৯০৮.৫৫ বর্গ কি.মি
রাজশাহী বিভাগ১৮২৯ ১৮,১৫৩.০৮ বর্গ কি.মি
সিলেট বিভাগ১৯৫৪ ১২,৬৩৫.২২ বর্গ কি.মি
খুলনা বিভাগ১৯৬০ ২২,২৮৪.২২ বর্গ কি.মি
বরিশাল বিভাগ১৯৯৩ ১৩,২২৫.২০ বর্গ কি.মি
রংপুর বিভাগ২০১০  ১৬,১৮৪.৯৯ বর্গ কি.মি
ময়মনসিং বিভাগ২০১৫ ১০,৫৫২ বর্গ কি.মি

বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি?

বাংলাদেশের সর্বশেষ বিভাগ হলো ময়মনসিংহ। ময়মনসিংহের পর আর কোন বিভাগ হয় নি, তবে দুটি প্রস্তাবিত বিভাগ রয়েছে, যা এখনো কার্যকর হয় নি। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগ প্রস্তুতিত হয়। মোট ৪ টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এগুলো হলো – শেরপুর, নেত্রকোনা, জামালপুর এবং ময়মনসিংহ।

বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?

বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ দুটি দিক থেকে বিবেচনা করা হয়। এক আয়তনের দিক থেকে, আর অন্যটি হচ্ছে জনসংখ্যার দিক থেকে।

জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হলো ঢাকা। আয়তন এবং বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হলো চট্টগ্রাম।

বাংলাদেশের কোন বিভাগে কয়টি জেলা ও কী কী?

বাংলাদেশের ৬৪ টি জেলা রয়েছে। ৮ টি বিভাগের আওতায় ৬৪ টি জেলা। কোন বিভাগের কয়টি জেলা নিম্নে সে সম্পর্কে আলোচনা করা হলো –

ঢাকা বিভাগের জেলাসমূহ হলো –

  • কিশোরগঞ্জ।
  • গাজিপুর।
  • গোপালগঞ্জ।
  • টাঙ্গাইল।
  • ঢাকা।
  • নরসিংদী।
  • নারায়ণগঞ্জ।
  • ফরিদপুর।
  • মাদারীপুর।
  • মানিকগঞ্জ।
  • মুন্সিগঞ্জ।
  • রাজবাড়ী।
  • শরীয়তপুর।

চট্রগ্রাম বিভাগের জেলাসমূহ হলো –

  • কক্সবাজার।
  • কুমিল্লা।
  • খাগড়াছড়ি।
  • চট্টগ্রাম।
  • চাঁদপুর।
  • নোয়াখালী।
  • ফেনী।
  • বান্দরবান।
  • ব্রাহ্মণবাড়িয়া।
  • রাঙ্গামাটি।
  • লক্ষ্মীপুর।

রাজশাহী বিভাগের জেলাগুলো হলো –

  • চাঁপাইনবাবগঞ্জ।
  • জয়পুরহাট।
  • নওগাঁ।
  • নাটোর।
  • পাবনা।
  • বগুড়া।
  • রাজশাহী।
  • সিরাজগঞ্জ।

খুলনা বিভাগের বিভাগগুলে হলো –

  • কুষ্টিয়া।
  • খুলনা।
  • চুয়াডাঙ্গা।
  • ঝিনাইদহ।
  • নড়াইল।
  • বাগেরহাট।
  • মাগুরা।
  • মেহেরপুর।
  • যশোর।
  • সাতক্ষীরা।

বরিশাল বিভাগের বিভাগসমূহ হলো –

  • ঝালকাঠি।
  • পটুয়াখালী।
  • পিরোজপুর।
  • বরগুনা।
  • বরিশাল।
  • ভোলা।

সিলেট বিভাগের বিভাগসমূহ হলো –

  • মৌলভীবাজার।
  • সিলেট।
  • সুনামগঞ্জ।
  • হবিগঞ্জ।

রংপুর বিভাগের বিভাগগুলো হলো –

  • কুড়িগ্রাম।
  • গাইবান্ধা।
  • ঠাকুরগাঁও।
  • দিনাজপুর।
  • নীলফামারী।
  • পঞ্চগড়।
  • রংপুর।
  • লালমনিরহাট।

ময়মনসিংহ বিভাগের বিভাগসমূহ হলো –

  • জামালপুর।
  • নেত্রকোনা।
  • ময়মনসিংহ।
  • শেরপুর।

বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি ও কি কি?

বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে ৮টি। কারণ প্রতিটি বিভাগের নাম ওই বিভাগের প্রধান শহরের নামের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে। একারণে বাংলাদেশের যে ৮টি বিভাগ রয়েছে সে বিভাগগুলোর প্রধান শহরের প্রশাসনিক কার্যালয় রয়েছে। তবে এই সকল বিভাগ গুলোর প্রশাসনিক কার্যালয় সর্বোচ্চ পৌঁছানোর জন্য অবশ্যই ঢাকা বিভাগের প্রশাসনিক কার্যালয় আসার প্রয়োজন হয়। তাই বাংলাদেশের প্রশাসনিক বিভাগ গুলো হচ্ছে-

  • ঢাকা বিভাগ
  • চট্টগ্রাম বিভাগ
  • বরিশাল বিভাগ
  • খুলনা বিভাগ
  • রাজশাহী বিভাগ
  • সিলেট বিভাগ
  • রংপুর বিভাগ
  • ময়মনসিং বিভাগ।

বাংলাদেশের জেলা কয়টি? সবচেয়ে বড় ও ছোট জেলা কোনটি?

বর্তমানে বাংলাদেশে ৮ টি বিভাগের আওতায় ৬৪ টি জেলা রয়েছে। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি। এর আয়তন-৬১১৬ বর্গকিলোমিটার। আর আয়তনের দিক থেকে  বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা– মেহেরপুর।


আজ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আপনাদের সামনে আরেকটি আর্টিকেল নিয়ে হাজির হব। আর আর্টিকেলটি পড়ে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।

Tags: ছোট জেলাপ্রশাসনিক বিভাগবড় জেলাবাংলাদেশের বিভাগসবচেয়ে ছোট বিভাগসবচেয়ে বড় বিভাগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Trending Now!

ঋণ থেকে মুক্তির দোয়া (আরবি, উচ্চারণ ও বাংলা অর্থসহ)

ইফতারের দোয়া ও নিয়ত আরবি ও বাংলা উচ্চারণ

জামা-কাপড় পরিধানের দোয়া ও নতুন কাপড় পরার দোআ

পায়খানায় প্রবেশের দোয়া ও টয়লেট থেকে বের হওয়ার দো’আ

ঘুমানোর আগের ও পরের দোয়া আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ

সূরা হাশরের শেষ তিন আয়াত ও এর আরবি, বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2022 No Problem

No Result
View All Result
  • Home
  • Review
  • Gear

© 2022 No Problem