Home বাংলা ব্যাকরণ ঞ দিয়ে শব্দ গঠন কর

ঞ দিয়ে শব্দ গঠন কর

0
ঞ দিয়ে শব্দ গঠন কর

বাংলা বর্ণমালার দশম ব্যঞ্জনবর্ণ হলো এবং চ বর্গের নাসিক্য ধ্বনির দ্যােতক। মূলত বাংলা বর্ণমালার ২১তম বর্ণ হলো ঞ। স্বতন্ত্র বর্ণরূপে ঞ-র ধ্বনি অঁ-র এর মতো। চলুন তাহলে ঞ এর ব্যবহার, যুক্তবর্ণ এবং ঞ দিয়ে শব্দ গঠন কর এ নিয়ে বিস্তারিত জেনে নেই।

ঞ দিয়ে শব্দ গঠন কর
ঞ দিয়ে শব্দ গঠন কর

ঞ এর ব্যবহার

১. ঞ এর সাথে চ,ছ,জ অথবা ঝ যুক্ত হলো ঞ এর ধ্বনি ন-র এর মতো হয়। যেমন – অঞ্চল (অন্ চল্), বাঞ্ছা (বান্ ছা), অঞ্জন (অন্ জন্), ঝঞ্ঝা (ঝন্ ঝা)।

২. চ এর পর ঞ যুক্ত করলেও ঐ-র ধ্বনি ন-র এর মতো থাকে। যেমন – যাচ্ঞা (জাচ্ না)।

৩. জ এর পর ঞ যুক্ত হলে যুক্তবর্ণটির ধ্বনি গগঁ-র এর মতো হয়। যেমন – জ্ঞান (গ্যাঁন্), বিজ্ঞান (বিগ্ গ্যাঁন্)

৪. ঞ স্বরবর্ণের সাথে যুক্ত হলে নিচের মতো উচ্চারণ হয়।

স্বরবর্ণঞ’র সাথে যুক্ত হলে
ঞা
ঞি
ঞী
ঞু
ঞূ
ঞৃ
ঞে
ঞৈ
ঞো
ঞৌ

ঞ যোগে যুক্তবর্ণ গঠন

  • ঞ + চ = ঞ্চ = অঞ্চল
  • ঞ + ছ = ঞ্ছ = বাঞ্ছা
  • ঞ + জ = ঞ্জ = আঞ্জা
  • ঞ + ঝ = ঞ্ঝ = ঝঞ্ঝা

ঞ দিয়ে শব্দ ও বাক্য গঠন

ঞ দিয়ে শব্দ গঠন বাক্য গঠন
বিজ্ঞানবিজ্ঞান গবেষণার উপর নির্ভর করে।
জ্ঞানলেখাপড়া করে জ্ঞান অর্জন কর।
অঞ্চলটাঙ্গাইল অঞ্চলের চমচম বিখ্যাত।
মিঞামিঞা বাড়িতে চুরের আনাগোনা বেশি দেখা যায়।
মঞ্চসাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে।
লঞ্চলঞ্চ পানিতে চলে।
কুঞ্জকুঞ্জ হচ্ছে লতাদি দ্বারা আচ্ছাদিত গৃহাকার স্থান।
গঞ্জগতকাল আমি বাবার সাথে গঞ্জে গিয়েছিলাম।
পঞ্চমতওহীদ পঞ্চম শ্রেণীতে পড়ে।
চঞ্চলঅতিরিক্ত চঞ্চল লোক ভালো নয়।
বিজ্ঞাপনবিজ্ঞাপনের তাড়নায় আমরা অতিষ্ঠ।
বিজ্ঞপ্তিগতমাসে চাকরির অনেকগুলো বিজ্ঞপ্তি পড়েছিল।
অজ্ঞানরহিম হঠাৎ করে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ল।
পঞ্চাশপাঁচ এর সাথে দশ গুণ করলে পঞ্চাশ হয়।
অঞ্জলিহিন্দুরা তাদের পূজাতে অঞ্জলি দিয়ে থাকে।
বঞ্চিতবাবা তার ছেলেকে জমি দেওয়া থেকে বঞ্চিত করল।
ব্যঞ্জনবর্ণবাংলা বর্ণমালায় ৩৯ টি ব্যঞ্জনবর্ণ রয়েছে।

এগুলো ছাড়াও ঞ দিয়ে আরও অনেক অনেক শব্দ রয়েছে। আরও পড়ুন – ঙ দিয়ে শব্দ গঠন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here