বাংলা বর্ণমালার দশম ব্যঞ্জনবর্ণ হলো ঞ এবং চ বর্গের নাসিক্য ধ্বনির দ্যােতক। মূলত বাংলা বর্ণমালার ২১তম বর্ণ হলো ঞ। স্বতন্ত্র বর্ণরূপে ঞ-র ধ্বনি অঁ-র এর মতো। চলুন তাহলে ঞ এর ব্যবহার, যুক্তবর্ণ এবং ঞ দিয়ে শব্দ গঠন কর এ নিয়ে বিস্তারিত জেনে নেই।
ঞ এর ব্যবহার
১. ঞ এর সাথে চ,ছ,জ অথবা ঝ যুক্ত হলো ঞ এর ধ্বনি ন-র এর মতো হয়। যেমন – অঞ্চল (অন্ চল্), বাঞ্ছা (বান্ ছা), অঞ্জন (অন্ জন্), ঝঞ্ঝা (ঝন্ ঝা)।
২. চ এর পর ঞ যুক্ত করলেও ঐ-র ধ্বনি ন-র এর মতো থাকে। যেমন – যাচ্ঞা (জাচ্ না)।
৩. জ এর পর ঞ যুক্ত হলে যুক্তবর্ণটির ধ্বনি গগঁ-র এর মতো হয়। যেমন – জ্ঞান (গ্যাঁন্), বিজ্ঞান (বিগ্ গ্যাঁন্)
৪. ঞ স্বরবর্ণের সাথে যুক্ত হলে নিচের মতো উচ্চারণ হয়।
স্বরবর্ণ | ঞ’র সাথে যুক্ত হলে |
---|---|
অ | ঞ |
আ | ঞা |
ই | ঞি |
ঈ | ঞী |
উ | ঞু |
ঊ | ঞূ |
ঋ | ঞৃ |
এ | ঞে |
ঐ | ঞৈ |
ও | ঞো |
ঔ | ঞৌ |
ঞ যোগে যুক্তবর্ণ গঠন
- ঞ + চ = ঞ্চ = অঞ্চল
- ঞ + ছ = ঞ্ছ = বাঞ্ছা
- ঞ + জ = ঞ্জ = আঞ্জা
- ঞ + ঝ = ঞ্ঝ = ঝঞ্ঝা
ঞ দিয়ে শব্দ ও বাক্য গঠন
ঞ দিয়ে শব্দ গঠন | বাক্য গঠন |
বিজ্ঞান | বিজ্ঞান গবেষণার উপর নির্ভর করে। |
জ্ঞান | লেখাপড়া করে জ্ঞান অর্জন কর। |
অঞ্চল | টাঙ্গাইল অঞ্চলের চমচম বিখ্যাত। |
মিঞা | মিঞা বাড়িতে চুরের আনাগোনা বেশি দেখা যায়। |
মঞ্চ | সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। |
লঞ্চ | লঞ্চ পানিতে চলে। |
কুঞ্জ | কুঞ্জ হচ্ছে লতাদি দ্বারা আচ্ছাদিত গৃহাকার স্থান। |
গঞ্জ | গতকাল আমি বাবার সাথে গঞ্জে গিয়েছিলাম। |
পঞ্চম | তওহীদ পঞ্চম শ্রেণীতে পড়ে। |
চঞ্চল | অতিরিক্ত চঞ্চল লোক ভালো নয়। |
বিজ্ঞাপন | বিজ্ঞাপনের তাড়নায় আমরা অতিষ্ঠ। |
বিজ্ঞপ্তি | গতমাসে চাকরির অনেকগুলো বিজ্ঞপ্তি পড়েছিল। |
অজ্ঞান | রহিম হঠাৎ করে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ল। |
পঞ্চাশ | পাঁচ এর সাথে দশ গুণ করলে পঞ্চাশ হয়। |
অঞ্জলি | হিন্দুরা তাদের পূজাতে অঞ্জলি দিয়ে থাকে। |
বঞ্চিত | বাবা তার ছেলেকে জমি দেওয়া থেকে বঞ্চিত করল। |
ব্যঞ্জনবর্ণ | বাংলা বর্ণমালায় ৩৯ টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। |
এগুলো ছাড়াও ঞ দিয়ে আরও অনেক অনেক শব্দ রয়েছে। আরও পড়ুন – ঙ দিয়ে শব্দ গঠন