No Problem
  • Home
  • Grammer
  • Technology

    সিঙ্গার ফ্রিজ | সিঙ্গার ফ্রিজের মূল্য তালিকা ও ছবি

No Result
View All Result
No Problem
No Result
View All Result
  • Browse:
  • ➡
  • Technology
  • Grammer
Home আন্তর্জাতিক

জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?

by Israt Jahan
in আন্তর্জাতিক
0
1
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতিসংঘ হলো বিশ্বের জাতিসমূহের এমন একটি সংগঠন, যার মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। জাতিসংঘের সর্বোচ্চ পদ হলো মহাসচিব। কিন্তু অনেকেই জানে না বর্তমান মহাসচিব কে? চলুন তাহলে জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? এবং তার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ।জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস। ২০২২ সালের ১ জানুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন শুরু করেন।

জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস

জাতিসংঘের সংক্ষিপ্ত পরিচিতি?

১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কার্যক্রম শুরু হয়। এর নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং উদ্যোক্তা রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন । প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫১টি । বর্তমান সদস্য দেশ ১৯৩টি (সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান)। জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ৬টি। এগুলো হলো- সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ ও আন্তর্জাতিক আদালত।

জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?

২০১১ সালের ৩১ ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রথম দফার মেয়াদকাল শেষ হয়। পরবর্তীতে কোনরূপ বিরোধিতা না আসায় ২১ জুন, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবরূপে তিনি দায়িত্ব পালন করছেন। এরপর ২০১৭ সালে গুতেরেস ক্ষমতায় আসেন।

RelatedPosts

No Content Available

জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক। ২০১৭ সালেের ১ জানুয়ারি তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ২০২১ সালে তার দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয়বারের মতো তিনিই (অ্যান্তোনিও গুতেরেস) দায়িত্ব পেলেন। গুতেরেস ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব পালন করবেন। তার বয়স ৭২ বছর। তিনি পর্তুগীজ রাজনীতিবিদ। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে গুতেরেসের দ্বিতীয় মেয়াদের কার্যক্রম শুরু হয়। জাতিসংঘের মহাসচিব পদটির মেয়াদকাল পাঁচ বছর।

আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেসের সংক্ষিপ্ত পরিচয় ও রাজনৈতিক জীবন

আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস ১৯৪৯ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি পর্তুগালের রাজধানী লিসবনে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি সেখানেই কাটান। তার বাবার নাম ছিল ভার্জিলিও ডায়াস গুতেরেস এবং মাতার নাম ছিল ‘ইল্দা কান্ডিডা দে অলিভেইরা’।

তিনি স্বনামধন্য লিসিও দে ক্যামোসে (বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়) পড়াশোনা করেন। সেখান থেকেই ১৯৬৫ সালে স্নাতক পাস করেন। দেশের সেরা ছাত্র হিসেবে তিনি প্রিমিও ন্যাশিওনাল দোস লিসেয়াস পদক জয় করেন। এরপর পদার্থবিজ্ঞান ও তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিষয়ে পড়াশোনার জন্য ইনস্টিটুটো সুপেরিয়র টেকনিকোতে অধ্যয়ন করেন। ১৯৭১ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর সিস্টেম তত্ত্ব এবং টেলিযোগাযোগ সংকেত বিষয়ে সহকারী অধ্যাপকরূপে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মময় জীবন শুরু করেন। তবে রাজনৈতিক জীবন শুরুর আগে তিনি শিক্ষকতা পেশা ত্যাগ করেন।[

আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস, ছিলেন প্রখ্যাত পর্তুগীজ রাজনীতিবিদ এবং পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ। এর আগে ২০০৫ সালের জুন থেকে ১০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাইকমিশনার ছিলেন। ২০১৬ সালের অক্টোবর মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ঘোষণা করেন। অর্থাৎ বান কি মুনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীও ছিলেন আন্তোনিও গুতেরেস। তাছাড়াও সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জাতিসংঘের মহাসচিবদের তালিকা ও মেয়াদকাল

জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ জন মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। নিম্নে তাদের তালিকা, দেশ ও মেয়াদকাল দেওয়া হলো –

নামমেয়াদকালদেশ
গ্লাডউইন জেব২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারী ১৯৪৬ যুক্তরাজ্য
টৃগভে হাভডেন লি২ ফেব্রুয়ারি , ১৯৪৬ থেকে ১০ নভেম্বর ১৯৫২নরওয়ে
দ্যাগ হ্যামারশোল্ড১০ এপ্রিল , ১৯৫৩ থেকে ১৮ সেপ্টেম্বর ১৯৬১সুইডেন
ইউ থান্টনভেম্বর ৩০, ১৯৬১ থেকে ৩১ ডিসেম্বর ১০৭১মায়ানমার
কার্ট ওয়াল্ডহেইম১ জানুয়ারি, ১৯৭২ থেকে ৩১ ডিসেম্বর ১৯৮১অস্ট্রিয়া
হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার১ জানুয়ারি, ১৯৮২ থেকে ৩১ ডিসেম্বর ১৯৯১পেরু
বুত্রোস বুত্রোস গালি১ জানুয়ারি ১৯৯২ থেকে ৩১ ডিসেম্বর ১৯৯৬ মিশর
কফি আনান১ জানুয়ারি ১৯৯৭ থেকে ৩১ ডিসেম্বর ২০০৬ঘানা
বান কি মুনজানুয়ারি ১, ২০০৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬দক্ষিণ কোরিয়া
আন্তোনিও গুতেরেসজানুয়ারি ১, ২০১৭ থেকে বর্তমান  পর্তুগাল

জাতিসংঘের মহাসচিবের কাজ  কি?

জাতিসংঘের সর্বোচ্চ পদ হলো মহাসচিব। মূলত মহাসচিব নির্বাচন করা হয় জাতিসংঘকে পরিচালনা করার জন্য। জাতিসংঘের সচিবালয়ের প্রধান হিসেবে তিনি কাজ করেন। এক কথায় বলা যায় যে, পুরো জাতিসংঘের নিয়ন্ত্রণের কাজই হলো মহাসচিবের।

জাতিসংঘের উপমহাসচিবদের তালিকা

নামদেশমেয়াদকাল
লুইসি ফ্রেশেট কানাডা২ মার্চ ১৯৯৮ – ৩১ মার্চ ২০০৬
মার্ক ম্যালোচ ব্রাউন যুক্তরাজ্য১ এপ্রিল ৩১ ডিসেম্বর ২০০৬
মিস আশা রেজি মিগিরোতানজানিয়া৫ জানুয়ারি ২০০৭ – ৩০ ২০১২
জন এলিয়াসনসুইডেন১ জুলাই ২০১২ – ৩১ ২০১৬
আমিনা মোহাম্মদনাইজেরিয়া১ জানুয়ারি ২০১৭ – বর্তমান

জাতিসংঘ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • ১৯২০ সালে ১০ জানুয়ারি জাতিপুঞ্জ বা ‘লীগ অফ নেশনস’ প্রতিষ্ঠিত হয়।
    • জাতিপুঞ্জের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
      • জাতিসংঘ নামের প্রস্তাবক ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
      • জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ হলো ৫১টি ।
      • বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য দেশ।
      • প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়।
      • ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘের কার্যক্রম শুরু হয়।
      • জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ২ টি।
      • জাতিসংঘের দাপ্তরিক ভাষা বা অফিশিয়াল ভাষা ৬ টি। এগুলো হলো ইংলিশ, ফ্র্যান্স, স্প্যানিশ, রাশিয়ান, চায়না,আরবি।
      • কার্যকরী ভাষা ২ টি। ইংলিশ ও ফ্র্যান্স।
      • জাতিসংঘের মূল অঙ্গসংস্থান ৬ টি।
      • ১৯৭৩ সালে টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
      • ১৯৮০ সালে কোস্টারিকাতে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
      • জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ১১১ টি এবং ভাগ বা অধ্যায় ১৯ টি।
      • ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
        • জাতিসংঘের বর্তমান সদস্য দেশ ১৯৩টি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Trending Now!

ঔ এবং ঔ (ৌ) কার দিয়ে শব্দ ও বাক্য গঠন কর

ঞ দিয়ে শব্দ গঠন কর

সিঙ্গার ফ্রিজ | সিঙ্গার ফ্রিজের মূল্য তালিকা ও ছবি

রেডমি মোবাইল দাম | শাওমি ফোনের দাম ও ছবি

মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি কেন ঘটে ও নিয়ন্ত্রণের উপায়?

গণিতের জনক কে? গনিতের বিভিন্ন শাখার জনক

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2022 No Problem

No Result
View All Result
  • Home
  • Review
  • Gear

© 2022 No Problem