spot_img
Thursday, March 30, 2023
spot_img
Homeবাংলা ব্যাকরণঅসুস্থতার জন্য ছুটির আবেদন | বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন

অসুস্থতার জন্য ছুটির আবেদন | বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন

যে পত্র চাকরির জন্য লিখতে হয় তার নামই আবেদনপত্র। অর্থাৎ, সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নামই আবেদনপত্র বা দরখাস্ত। আজকের আর্টিকেলে আমরা অসুস্থতার জন্য ছুটির আবেদন, বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন, অনুপস্থিতির জন্য ছুটির আবেদন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক –

জ্বরে অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র / দরখাস্ত
জ্বরে অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র / দরখাস্ত

ব্যক্তিজীবনে বিভিন্ন কারণে আমাদের ছুটির জন্য দরখাস্ত লিখার প্রয়োজন হয়। এটা আবার দু ধরণের হতে পারে। কখনো কখনো দেখা যায় ছুটি কাটিয়ে তারপর দরখাস্ত জমা দেই আবার কখনো কখনো দেখা যায় যে, আবেদনপত্র জমা দিয়ে ছুটি নিয়ে তারপর ছুটি কাটাই। এগুলো মূলত নির্ভর করে প্রয়োজনের উপর। মোটকথা ছুটির জন্য আবেদন এটা আমাদের প্রায় সবারই লাগে। চলুন তাহলে ছুটির জন্য বিভিন্ন দরখাস্ত সম্পর্কে জেনে নেই।

জ্বরে অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র / দরখাস্ত

২২ নভেম্বর, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ।

বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমি গত কয়েকদিন যাবত প্রচুর জ্বরে ভুগছি। তাই গতকাল বাবা আমাকে একজন মেডিসিন ডাক্তারের নিকট নিয়ে যায়। শরীর পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার সিদ্ধান্ত দিয়েছেন যে, আমাকে ৭ দিন রেস্টে থাকতে হবে। তাই আমিও সে সময়টুকু চাচ্ছি। এতে করে আমার রেস্ট নিতে কিছুটা সুবিধা হবে।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, আমার অসুস্থতার কথা বিবেচনা করে, আমাকে উক্ত ৭ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
স্মরণ সরকার
শ্রেণীঃ দশম
রোলঃ ০১
শাখাঃ ক

বড় বোনের বিয়ে উপলক্ষে স্কুল / কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন

বোনের বিয়ে উপলক্ষে স্কুল / কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন
বোনের বিয়ে উপলক্ষে স্কুল / কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন

২২ নভেম্বর, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ।

বিষয়ঃ বোনের বিয়ের জন্য অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আগামী ২৫ নভেম্বর, ২০২২ আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠিত হবে। এমতাবস্থায় আমাকে বিয়ের বিভিন্ন কাজে নিয়োজিত থাকতে হবে। তাই আমার পক্ষে আগামী ২৩ নভেম্বর, ২০২২ থেকে ২৯ নভেম্বর, ২০২২ পর্যন্ত মোট ৭ দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়া সম্ভব হবে না।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, আমাকে উক্ত ৭ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মেশকাত আহম্মেদ তৌহিদ
শ্রেণীঃ অষ্টম
রোলঃ ০১
শাখাঃ ক

স্কুল, কলেজ বা অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

স্কুল বা কলেজ বা অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
স্কুল বা কলেজ বা অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

২২ নভেম্বর, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ।

জনাব,

যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। শারীরিক অসুস্থতার কারণে আমি গত ২০ নভেম্বর, ২০২২ থেকে ২২ নভেম্বর, ২০২২ পর্যন্ত মোট ৩ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারি নি।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, আমার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
আশফাক রাজিন
শ্রেণীঃ দশম
রোলঃ ০১
শাখাঃ ক


এগুলো ছাড়াও ছুটির জন্য আরও বিভিন্ন দরখাস্ত রয়েছে। আজ এ পর্যন্তই থাকলো। পরবর্তীতে আরও লিখার চেষ্টা করব। ধন্যবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read