মহান আল্লাহ তা’আলা তার বান্দার প্রত্যেকটি কাজে কল্যাণ রেখেছেন। যাতে করে বান্দারা পরকালে জান্নাত লাভ করতে পারে। এজন্যই আল-কুরআন ও হাদিসে প্রতিটা কাজের জন্য রয়েছে দোয়া ও ইবাদত। তেমনি জামা-কাপড় পরিধানের দোয়া ও নতুন কাপড় পরার দোআ রয়েছে। চলুন তাহলে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই –
আল- কুরআনে আল্লাহ তা’আলা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেছেন,
یٰبَنِیۡۤ اٰدَمَ قَدۡ اَنۡزَلۡنَا عَلَیۡکُمۡ لِبَاسًا یُّوَارِیۡ سَوۡاٰتِکُمۡ وَ رِیۡشًا ؕ وَ لِبَاسُ التَّقۡوٰی ۙ ذٰلِکَ خَیۡرٌ ؕ ذٰلِکَ مِنۡ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمۡ یَذَّکَّرُوۡنَ
আরবি উচ্চারণ – ইয়া-বানী য় আ-দামা ক্বাদ্ আন্যাল্না- ‘আলাইকুম্ লিবা-সাইঁ ইয়ুওয়া-রী সাও আ-তিকুম্ অরীশা-; অ লিবা-সুত্তাক্বাওয়া- যা-লিকা খার্ই; যা-লিকা মিন্ আ-ইয়া-তিল্লা-হি লা‘আল্লাহুম্ ইয়ায্যাক্কারূন্।
অর্থ: “হে মানবজাতি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক— সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে।” (সুরা আরাফ, আয়াত: ২৬)
জামা–কাপড় পরিধানের দোয়া
সাহাল ইবনে মুআজ ইবনে আনাস (রাঃ) তার বাবা থেকে বর্ণনা করেন যে, নবী (সাঃ) বলেছেন— “যে ব্যক্তি কোনো কাপড় পরে এই দোয়া পড়বে, আল্লাহ তা’আলা তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেবেন।”(বুখারি, হাদিস নং – ৩৬০-৩৬১)
কাপড় পরিধানের দোয়া টির আরবি হলো –
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
আরবি উচ্চারণ : “আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি হাজা; ওয়া রাজাকানি-হি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ।”
বাংলা অর্থ : “সব প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমাকে এটি আমার কোনো প্রচেষ্টা ও শক্তি ছাড়া দিয়েছেন।”
নতুন কাপড় পরার দোআ
নতুন কাপড় পরিধান সম্পর্কে একটি হাদিস হলো –
আবু উমামা (রাঃ)-এর বর্ণনা থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব (রাঃ) নতুন কাপড় পরিধান করার সময় এই দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস নং – ৩৫৬০)
দোয়াটির আরবি হলো-
لْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي
আরবি উচ্চারণ : “আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।”
বাংলা অর্থ : “সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।”
নতুন জামা-কাপড় পরিধানের অন্য আরেকটি দোয়া
নতুন জামা-কাপড় পরিধানের আরও কয়েকটি দোয়া আছে। তারমাঝে অন্য আরেকটি এখানে উল্লেখ করা হলো। এগুলোর মাঝে যেটা আপনার কাছে সহজ মনে হয়, সেটা পড়তে পারবেন। তেমনি আরেকটি হাদিস নিচে দেওয়া হলো –
আবু সাঈদ (রাঃ) বলেন, রাসুল (সাঃ) নতুন কাপড় পরার সময় প্রথমে সেটির নাম নিতেন। যেমন : পাগড়ি, জামা অথবা চাদর। এরপর দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস নং : ১৭৬৭; আবু দাউদ, হাদিস নং: ৪০২১; নাসায়ি, হাদিস নং : ৩০৯)
দোয়াটির আরবি হলো–
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ
আরবি উচ্চারণ : “আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ লাহু ওয়া আউজুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু।”
বাংলা অর্থ : “হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। এটা আপনি আমাকে পরিয়েছেন, আপনি আপনার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার কল্যাণ চাইছি। আর এর মধ্যে নিহিত ক্ষতি এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।”
অপরকে নতুন কাপড় পড়তে দেখলে তার জন্য দোআ
اِلْبَسْ جَدِيْدًا وَعِشْ حَمِيْدًا وَمُتْ شَهِيدًا
আরবি উচ্চারণ – “ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান।”
অনুবাদ- “নতুন কাপড় পরিধান কর, প্রশংসিতরূপে দিনাতিপাত কর এবং শহীদ হয়ে মারা যাও।”
আরেকটি দোয়া হলো –
تُبْلِي وَيُخْلِفُ اللّٰهُ تَعَالٰى
আরবি উচ্চারণ – “তুবলী ওয়া ইয়ুখলিফুল্লা-হু তা‘আলা।”
বাংলা অনুবাদ – “তুমি পুরাতন করে ফেলবে, আর মহান আল্লাহ এর স্থলাভিষিক্ত করবেন।”
কাপড় খুলে রাখার সময়ের দো’আ
بِسْمِ اللّٰهِ
উচ্চারণঃ “বিসমিল্লাহ “
অনুবাদ – “আল্লাহ্র নামে” (খুলে রাখলাম)
আরেকটি হাদিসে বলা হয়েছে –
আনাস ইবনে মালিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “যখন তোমাদের কেউ কাপড় খুলবে বা অনাবৃত হবে তখন মানুষের গুপ্তাঙ্গ ও জিনদের দৃষ্টির মাঝে পর্দা ‘বিসমিল্লাহ’ বলা।”