Home বাংলা ব্যাকরণ ঔ এবং ঔ (ৌ) কার দিয়ে শব্দ ও বাক্য গঠন কর

ঔ এবং ঔ (ৌ) কার দিয়ে শব্দ ও বাক্য গঠন কর

0
ঔ এবং ঔ (ৌ) কার দিয়ে শব্দ ও বাক্য গঠন কর

বাংলা বর্ণমালার একাদশ নাম্বার স্বরবর্ণ হলো ঔ। যার উচ্চারণ হলো ওউ্। এটি একটি দ্বিস্বর ধ্বনি, যা ও এবং উ এর সমন্বয়ে গঠিত। ব্যাঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে এটি ৌ রূপ ধারণ করে। এর উচ্চারণ স্থান হলো কন্ঠ ও ওষ্ঠ। এর সংক্ষিপ্ত রূপ হলো ঔ কার। চলুন তাহলে ঔ এবং ঔ (ৌ) কার দিয়ে শব্দ ও বাক্য গঠন কর এসব সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

ঔ এবং ঔ (ৌ) কার দিয়ে শব্দ ও বাক্য গঠন কর
ঔ এবং ঔ (ৌ) কার দিয়ে শব্দ ও বাক্য গঠন কর

ঔ দিয়ে শব্দ গঠন কর

ঔকারাদ্যঔগ্র্যঔচিত্যবোধ
ঔৎপাতিকঔদ্ভিজ্জঔজ্জ্বল্য
ঔপকূলিকঔপদেশিকঔদার্য
ঔষরঔষ্ম্যঔষধি
ঔর্ণঔপায়িকঔর
ঔড়বঔখ্যঔক্ষ
ঔচিত্যঔঘঔষর
ঔশীরঔপন্যাসিকঔপম্য
ঔপনিষদঔপনায়নিকঔর্ণনাভ
ঔদঔদনিকঔদাস্য
ঔদ্ধত্যঔদবাহিকঔত্তরপদিক
ঔদাসীন্যঔৎকন্ঠ্যঔজস্য

ঔ কার (ৌ) দিয়ে শব্দ গঠন

লৌহগৌণচৌকি
কৌটামৌনবৌদি
যৌগধৌতধৌড়
সৌরসৌদি-আরববৌদি
বৌমাগৌড়মৌরি
মৌমাছিমৌচাকযৌবন
বৌভাতমৌয়ালগৌরব
যৌতুকশৌখিনমৌলভী
কৌশলকৌতুকতৌহিদ
সৌজন্যকৌশনৌকা
মৌচৌকাপৌর

ঔ এবং ঔ (ৌ) কার দিয়ে শব্দ ও বাক্য গঠন কর

প্রদত্ত শব্দ বাক্য গঠন
ঔজ্জ্বল্যপ্রতিনিয়ত মুখের ঔজ্জ্বল্য বাড়ে কমে।
ঔপাধিকমানুষের অনুভবে ঔপাধিক মানুষ বাঁচে।
ঔদার্যঔদার্য মাধুর্য দেয় বাড়ায় দৃষ্টিসীমা।
ঔষধিঔষধি বৃক্ষ আমাদের অনেক কাজে লাগে।
ঔৎপাতিক ঔৎপাতিক কষ্টগুলো একা একা শুধু আমি অনুভব করি ।
ঔষধরোগ হলে নিয়মিত ঔষধ খেলে ভালো হয়ে যায়।
ঔলুকেঔলুকে রাতভর সীমানার হাতছানি।
ঔরসঔরস এককালীন, বহুমুখী জীবন।
ঔৎকন্ঠ্যঔৎকণ্ঠ্য চারপাশে আচানক খেল।
ঔদাস্যঔদাস্য ভাবুক বানায় মনের সন্তরণ।
নৌকাযোগাযোগের উন্নয়নের ফলে বর্তমানে নৌকার ব্যবহার অনেক কমেছে।
মৌমাছিমৌমাছিরা মধু আহরণ করে।
কৌতুকরহিম স্কুলে কৌতুক বলে প্রথম হয়েছে।
বৌভাবমা মেয়ের বৌভাতে আসে নি।
কৌশলসে কৌশলে কুয়িজ বিজয়ী হয়েছে।
সৌদি-আরবসৌদি আরবে অনেক খেজুড় পাওয়া যায়।
যৌতুকযৌতুক একটি ঘৃণিত কাজ।
মৌয়ালমৌয়ালরা মধু সংগ্রহ করে।
গৌরবমোদের গৌরব মোদের আশা।
ধৌতখাওয়ার আগে অযু করে হাত মুখ ধৌত করতে হয়।
শৌখিনশৌখিন লোকেরা সবসময় সুখী হয়।

এগুলো ছাড়াও ঔ এবং ঔ কার দিয়ে আরও শব্দ রয়েছে। আরও পড়ুন – ঞ দিয়ে শব্দ গঠন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here