প্রাচীন রোমে উদ্ভূত একটি সংখ্যা পদ্ধতি হলো রোমান সংখ্যা। পুরো ইউরোপ জুড়ে মধ্যযুগ পর্যন্ত লিখার জন্য এ পদ্ধতি ব্যবহার করা হতো। এ সংখ্যার ব্যবহার রোমান সাম্রাজ্যের পতনের পরেও অব্যাহত থাকে। ১৪শ শতাব্দীর পর থেকে, রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সহজ ও সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। কিন্তু এই প্রক্রিয়াটি একেবারে শেষ হয়ে যায় নি। বর্তমানেও অনেক ছোটখাটো কাজে এ সংখ্যার ব্যবহার প্রচলিত আছে।
রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন
রোমান সংখ্যাগুলো লাতিন বর্ণমালা থেকে অক্ষরের সমন্বয়ে উপস্থাপন করা হয়। বর্তমান ব্যবহৃত হিসাবে, এ সংখ্যা লিখার ক্ষেত্রে সাতটি চিহ্ন ব্যবহার করা হয়। এর প্রতিটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে। নিম্নে রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন দেওয়া হলো –
- ১ – |
- ৫ – V
- ১০ – X
- ৫০ – L
- ১০০ – C
- ৫০০ – D
- ১০০০ – 1000
রোমান সংখ্যা লেখার নিয়ম
রোমান পদ্ধতি লিখার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা উচিত। এগুলো হলো –
- এ সংখ্যা লিখার ক্ষেত্রে V,L,D কখনও পরপর ব্যবহার করা যায় না।
- এ সংখ্যায় শুধুমাত্র I, X, C, M পরপর ব্যবহার করা যায়।
- এ সংখ্যা লিখার ক্ষেত্রে কোন সংখ্যা ৩ বারের বেশি ব্যবহার করা যায় না।
- কোন সংখ্যা পরপর বসলে সেগুলো সেই সংখ্যাগুলোর যোগফল। যেমন – III = (1 + 1 + 1) = 3
- রোমান পদ্ধতিতে | শুধু V ও XX এর থেকে বিয়োগ হয়।
- এ সংখ্যা লেখার সময় বড় সংখ্যার চিহ্নর বামপাশে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যাটি সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হয়ে থাকে। যেমন – |X = (10-1) = 9.
- এ পদ্ধতিতে কখনও V, L, D কে বিয়োগ করা যায় না।
- রোমান পদ্ধতিতে XX শুধুমাত্র L,C,M থেকে বিয়োগ হবে।
- এ পদ্ধতিতে দুটি বড় সংখ্যার চিহ্নের মাঝে ছোট সংখ্যা চিহ্ন থাকলে শেষের বড়ো সংখ্যা থেক বিয়োগ হয়। যেমন – XIV = 10 + (5 – 1) = 10 + 4 = 14
- এ পদ্ধতিতে বড় সংখ্যার চিহ্নের ডান পাশে ছোট সংখ্যা থাকলে সবসময় যোগ করতে হবে। যেমন – XV = 10 + 5 = 15
১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যা | Roman Numbers
নাম্বার | রোমান সংখ্যা | নাম্বার | রোমান সংখ্যা |
---|---|---|---|
১ | | | ৫১ | L| |
২ | || | ৫২ | L|| |
৩ | ||| | ৫৩ | L||| |
৪ | |V | ৫৪ | L|V |
৫ | V | ৫৫ | LV |
৬ | V| | ৫৬ | LV| |
৭ | V|| | ৫৭ | LV|| |
৮ | V||| | ৫৮ | LV||| |
৯ | X|V | ৫৯ | L|X |
১০ | X | ৬০ | LX |
১১ | XI | ৬১ | LX| |
১২ | X|| | ৬২ | LX|| |
১৩ | X||| | ৬৩ | LX||| |
১৪ | X|V | ৬৪ | LX|V |
১৫ | XV | ৬৫ | LXV |
১৬ | XV| | ৬৬ | LXV| |
১৭ | XV|| | ৬৭ | LXV|| |
১৮ | XV||| | ৬৮ | LXV||| |
১৯ | X|X | ৬৯ | LX|X |
২০ | XX | ৭০ | LXX |
২১ | XX| | ৭১ | LXX| |
২২ | XX|| | ৭২ | LXX|| |
২৩ | XX||| | ৭৩ | LXX||| |
২৪ | XX|V | ৭৪ | LXX|V |
২৫ | XXV | ৭৫ | LXXV |
২৬ | XXV| | ৭৬ | LXXV| |
২৭ | XXV|| | ৭৭ | LXXV|| |
২৮ | XXV||| | ৭৮ | LXXV||| |
২৯ | XX|X | ৭৯ | LXX|X |
৩০ | XXX | ৮০ | LXXX |
৩১ | XXX| | ৮১ | LXXX| |
৩২ | XXX|| | ৮২ | LXXX|| |
৩৩ | XXX||| | ৮৩ | LXXX||| |
৩৪ | XXX|V | ৮৪ | LXXX|V |
৩৫ | XXXV | ৮৫ | LXXXV |
৩৬ | XXXV| | ৮৬ | LXXXV| |
৩৭ | XXXV|| | ৮৭ | LXXXV|| |
৩৮ | XXXV||| | ৮৮ | LXXXV||| |
৩৯ | XXX|X | ৮৯ | LXXX|X |
৪০ | XL | ৯০ | XC |
৪১ | XL| | ৯১ | XC| |
৪২ | XL|| | ৯২ | XC|| |
৪৩ | XL||| | ৯৩ | XC||| |
৪৪ | XL|V | ৯৪ | XC|V |
৪৫ | XLV | ৯৫ | XCV |
৪৬ | XLV| | ৯৬ | XCV| |
৪৭ | XLV|| | ৯৭ | XCV|| |
৪৮ | XLV||| | ৯৮ | XCV||| |
৪৯ | XL|X | ৯৯ | XC|X |
৫০ | L | ১০০ | C |