ইউটিউবে ভিডিও বানিয়ে অনেক টাকা আয় করা যায় এটা আমরা সবাই জানি। তাই বলে এমন নয় যে, এখানে টাকা ইনকাম করা খুব সহজ। তবে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলে সফলতা আসবেই। ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও নির্মাতা আছেন। তাদের সবাই তো আর সমানভাবে সফল নয়। একজনের ইনকাম কোটি টাকা, অন্যদিকে আরেকজনের ইনকাম শূণ্যের কোঠায়। তার কারণ হচ্ছে, সবাই সবকিছুতে ভাল হয় না। কে কোন বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরি করছে, কতটুকু উপভোগ্য ভাবে ভিডিওগুলো তৈরি করতে পারছে তার উপর নির্ভর করে একজন ইউটিউবারের সফলতা। এখন কেউ একজন এমন কিছু টপিক নিয়ে ভিডিও তৈরি করলো যেগুলোর চাহিদা খুবই কম, সেক্ষেত্রে তার সফলতার সম্ভাবনাও কম। তাই, ভিডিও বানানোর আগে অবশ্যই জানতে হবে কোন কোন টপিকগুলোর চাহিদা বেশি। অধিক চাহিদা সম্পন্ন কোন টপিক নিয়ে যদি আপনি ভালভাবে কোন ভিডিও তৈরি করতে পারেন, জনপ্রিয় হতে সময় লাগবে না। তাই ভিডিও তৈরির আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন এবং ইউটিউবে তার চাহিদা কেমন। তাই, আজকে আমরা আলোচনা করবো কিছু ব্রিলিয়েন্ট আইডিয়া নিয়ে ইউটিউবে যেগুলোর চাহিদা অনেক। যারা ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য নতুন আইডিয়া খুঁজছেন, আশা করি তাদের জন্য আজকের ব্লগটি অনেক উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক আজকের টপিক “১০ টি ব্রিলিয়েন্ট ইউটিউব চ্যানেল আইডিয়ায় লাক্ষ টাকা ইনকাম” সম্পর্কে,,,,,,,,,,!!!!
1. গান ও বিনোদন মূলক ভিডিও
বিনোদন এমন একটি জিনিস, যার চাহিদা সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে রয়েছে। গান ও বিনোদন পছন্দ করে না এমন মানুষ কমই আছে। গান ও বিনোদনের চাহিদা কখনো কমবে না। আপনি যত খুশি এই টপিকে ভিডিও বানাতে পারবেন। ইউটিউবে সেলিব্রেটি হওয়া বা টাকা ইনকামের জন্য গান ও বিনোদন মূলক ভিডিও তৈরি করা সবচেয়ে কার্যকর। তাই, আপনি যদি মনে করেন আপনার ভেতর এমন ট্যালেন্ট আছে যার দ্বারা আপনি মানুষকে বিনোদন দিতে পারবেন, তাহলে এই টপিকে নিসন্দেহে কাজ করতে পারেন। তাছাড়া, এই টপিকে ভিডিও বানিয়ে অল্পতেই ভাইরাল হওয়া যায়। আর একবার ভাইরাল হওয়া মানে বুঝতেই পারছেন আপনাকে আর পেছনে ফিরে থাকাতে হবে না। তাই বিনোদন বা গান কে ইউটিউবে ভিডিও বানানোর একটা বেস্ট টপিক হিসেবে আমি মনে করি।
2. সামাজিক ভিডিও
আমাদের সমাজে নিত্য নতুন ঘটনা ঘটছে। তাই আপনি চাইলে আমাদের আশে-পাশে ঘটে যাওয়া অসঙ্গতিপূর্ণ ভিডিও গুলো গোপনে ধারণ করে ভিডিও বানাতে পারেন। এই ধরনের সমস্যার কিভাবে সমাধান করা যায় তার বর্ণনাও দিতে পারেন। তবে অবশ্যই, এমন ভিডিও আপলোড করবেন না যাতে করে সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাছাড়া, পশু-পাখি বা বাচ্চাদের সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে আপলোড করুন। চাইলে, বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস দিয়ে তাদের খেলা করার ভিডিওগুলো ধারণ করে সুন্দর করে ইডিট করে আপলোড করতে পারেন।
3. সাম্প্রতিক ঘটনা
সাম্প্রতিক ভাইরাল হয়েছে এমন ভিডিও গুলো নিয়ে আপনার মতামত সুন্দরভাবে উপস্থাপন করুন। এসকল ভিডিও যত তাড়াতাড়ি বানাতে পারবেন তত বেশি আপনার ভিডিও ভিউ হবে। কৌতুহলী টাইটেল এবং থাম্বনেল ব্যবহার করুন, যাতে প্রথম দেখাতেই মানুষ বুঝতে পারে আপনি এই ভিডিও নিয়ে কি বলতে চাচ্ছেন। তাছাড়া, সাম্প্রতিক মুক্তি পেয়েছে বা মুক্তি পাবে এমন মুভি নিয়ে আপনার মতামত জানিয়ে ভিডিও তৈরি করতে পারেন।
4. ভ্রমণ বিষয়ক ভিডিও
ভ্রমণ বিষয়ক আপনি অনেক টাইপের ভিডিও বানাতে পারেন। আপনি যদি ভ্রমণ পিপাসু হন তাহলে এটি আপনার জন্য একদম পারফেক্ট। আপনি কোথাও ঘুরতে গেছেন, যাওয়ার পথে আশে-পাশের সুন্দর সুন্দর দৃশ্য গুলোর ভিডিও করে আপলোড করতে পারেন। তাছাড়া, আপনি দর্শনীয় কোন জায়গায় গিয়ে সে সম্পর্কে ভিডিও বানাতে পারেন। ঐ জায়গার চারপাশ ভালভাবে ভিডিও করে, এখানে একজন মানুষ ভ্রমণ করতে আসলে কোথায় থাকতে পারবে, কোথায় খাবে, কেমন খরচ পড়বে, সবকিছু একটি ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আবার আপনি কোন রেস্টুরেন্টে গেলেন, সেই রেস্টুরেন্টের সৌন্দর্য, তাদের খাবারের রিভিউ, কোন খাবার কত দাম ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন।
5. সপিং বিষয়ক ভিডিও
দৈনন্দিন আমাদের যেসব জিনিসের প্রয়োজন পড়ে তাদের বাজার মূল্য, কোন কোম্পানির জিনিস কেমন ইত্যাদি নিয়ে ভিডিও বানাতে পারেন। তাছাড়া, ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা, ফ্রিজ, টিভি ইত্যাদি যাবতীয় ইলেকট্রনিক্সের জিনিস সহ কাঠের তৈরি আসবাব-পত্র ইত্যাদি নিয়ে ভিডিও বানাতে পারেন। এই টপিকের উপর কাজ করলে দুই ভাবে ইনকাম করা যায়। আপনি যখন এসকল জিনিসের রিভিউ ভিডিও তৈরি করে সফল হবেন তখন ইউটিউব থেকে এডভারটাইজমেন্টের মাধ্যমে টাকা তো পাবেনই সাথে ছোট-বড় বিভিন্ন কম্পানির বিভিন্ন প্রডাক্টের রিভিউ ভিডিও তখন টাকার বিনিময়ে করার সুযোগও পাবেন। তাই ইউটিউবে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করার জন্য এটি আর একটি বেস্ট টপিক।
6. সাজ-সজ্জা নিয়ে ভিডিও
ঘর-বাড়ি, দোকানপাট সহ মানুষের বিভিন্ন সাজ-সজ্জা নিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন অনেক টাকা। গত কয়েক বছর আগে ব্রাজিলের এক মেয়ে বাসায় কিভাবে নিজে নিজে রাজমিস্ত্রির কাজ করতে হয় তা নিয়ে ভিডিও বানিয়ে পুরোপুরি সেলিব্রিটি বনে গেছেন। তাছাড়া, অন্য একজন মেয়ে ইউটিউবে মেয়েদের সাজ-সজ্জা নিয়ে ভিডিও বানিয়ে বর্তমানে ইনকাম করছেন লাক্ষ লাক্ষ টাকা। এখন, অন্যরা করছে বলে এই নয় যে আপনি করলে বেশি টাকা ইনকাম হবে না। আপনার ভিডিওতে যদি নতুনত্ব থাকে তাহলে আপনিও সফল হতে পারবেন। নতুন নতুন আইডিয়ায় কিভাবে সাজ-সজ্জা করা যায়, কিভাবে একটা নরমাল জিনিস দিয়ে গর্জিয়াস ভাবে সাজ-সজ্জা করা যায় বা সাজ-সজ্জার বিভিন্ন স্বাস্থ্য-সম্মত উপায় ইত্যাদি আইডিয়াগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। নিষ্ঠার সাথে কাজ করলে একদিন অন্য সেলিব্রিটিদেরও ছাড়িয়ে যেতে পারবেন।
7. শিক্ষা বিষয়ক ভিডিও
আপনি যদি পড়া-লেখায় খুব ভাল হন, তাহলে পড়ালেখার বিভিন্ন টপিক নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। লেখা-পড়ার ভিডিও তৈরি করা মানে অডিয়েন্সদের পড়ানো, তাই ভিডিওগুলো সুন্দর ভাবে উপস্থাপন করুন যাতে সকল লেভেলের ছাত্র-ছাত্রী আপনার ভিডিওগুলো দেখে ঐ টপিকটা ভালোভাবে বুঝতে পারে। তাছাড়া, আপনি যদি একটু সহজ উপায়ে বুঝাতে পারেন বা কঠিন কঠিন টপিকগুলো মজাদার ভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি অল্পদিনেই সফলতা পাবেন।
8. রান্না-বান্না বিষয়ক ভিডিও
রান্না-বান্নায় আপনার দক্ষতা থাকলে নতুন নতুন রেসিপির আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। তাছাড়া, বিভিন্ন রেস্টুরেন্টে মজাদার সব খাবার কিভাবে তৈরি করা হয় তার রেসিপি নিয়ে ভিডিও বানাতে পারেন বা সেই রেস্টুরেন্টে গিয়ে সরাসরি শেপদের রান্নার সময় তাদের রেসিপির ভিডিও তৈরি করতে পারেন। তাছাড়া অনেক মজাদার স্ট্রিক-ফুড আছে, সেগুলো কিভাবে তারা তৈরি করে তার ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন।
9. রহস্যময় ভিডিও
পৃথিবী বা মহাবিশ্বের জানা-অজানা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। তার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। ইন্টারনেটে এমন অসংখ্য ওয়েবসাইট আছে, যারা জানা-অজানা বিভিন্ন রহস্যময় তথ্য উপস্থাপন করে। এক্ষেত্রে আপনার ভিডিও যত তথ্য বহুল হবে এবং যত সুন্দর ইডিট করতে পারবেন আপনার ভিডিও তত বেশি ভিউ হবে, আপনার সাবসক্রাইবার তত বেড়ে যাবে।
10. গেইম ও প্রতিক্রিয়া ভিডিও
ইউটিউবে ভিডিও বানানোর আর একটি ট্রেন্ডিং টপিক হলো বাজারে আসা বিভিন্ন নতুন নতুন গেইম নিয়ে ভিডিও বানানো। তার জন্য, প্রথমে আপনি নতুন গেইমটা খেলে তার রেকর্ড করবেন। পরে হালকা ইডিট করে ইউটিউবে আপলোড করে দিবেন। তার জন্য আপনাকে বেশি পরিশ্রমও করতে হবে না। তাছাড়া, আপনি বিভিন্ন ভিডিও দেখে তার প্রতিক্রিয়া জানাতে পারেন। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটির সার্বিক দিক আলোচনা করতে পারেন। আবার আপনি পরিবারের ছোট বাচ্চাদের সাথে বসে কোন মুভি, শর্ট ভিডিও দেখে তাদের প্রতিক্রিয়া নিয়ে ভিডিও বানাতে পারেন। তাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে পারেন।
ইউটিউবে ভিডিও বানানোর মতো হাজার হাজার আইডিয়া আছে, এতকিছু এখানে লিখা সম্ভব না। আমি চেষ্টা করেছি অধিক চাহিদা সম্পন্ন ১০ টি আইডিয়া সম্পর্কে, যেগুলো নিয়ে ভিডিও বানালে খ্যাতি, যশ অর্জনের পাশাপাশি অনেক টাকা ইনকাম করা যায়। উপরের বর্ণিত বিষয়গুলোও ছাড়াও যদি আপনার কোন বিশেষ ট্যালেন্ট থাকে সেগুলো ভিডিও করে আপলোড করতে পারেন। আপনার ট্যালেন্ট দেখিয়ে যদি সাড়া পান তাহলে দুইয়ে লাভ, আপনার যেমন খ্যাতি অর্জন হলো তেমনি টাকা ও ইনকাম হলো। আপনার যে ধরনের ট্যালেন্টই হোক না কেন, তা গোপন রাখবেন না। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে আপনার ট্যালেন্ট থাকলে তা সহজেই আপনি প্রকাশ করতে পারছেন। তাই আপনার ট্যালেন্টকে কাজে লাগান, সফলতা তখন চলে আসবে হাতের মুঠোয়।