Messenger এর মতোই বর্তমানে বহুল পরিচিত ও জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার, টুইটার, ইন্সটাগ্রাম,টেলিগ্রাম ইত্যাদির মত গণযোগাযোগের মাধ্যম হিসেবে এটিও মানুষের মনে জায়গা করে নিয়েছে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজনের সাথে চ্যাট, ইমেজ পাঠানো,অডিও, ভিডিও কল ইত্যাদি করা যায়। কিন্তু অনেকেই জানে না এটি কীভাবে ডাউনলোড করবে। তাই WhatsApp ডাউনলোড করতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন।
পড়ুন – ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করব কীভাবে?
হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব কীভাবে?
স্মার্টফোন দ্বারা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা একদম সহজ। নিম্নের ধাপগুলি অনুসরণ করলে আপনি খুব সহজেই WhatsApp ডাউনলোড করতে পারবেন।
ধাপ – ০১
প্রথমে গুগল প্লে স্টোর থেকে WhatsApp লিখে সার্চ করুন। এরপর প্রথম দিকে আসা WhatsApp Messenger এ ক্লিক করুন।
অথবা নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন।
ধাপ – ০২.
এবার WhatsApp সফটওয়্যারটি ওপেন হলে ডাউনলোড করে ইনস্টল করুন।
ধাপ – ০৩
ইনস্টল হয়ে গেলে Open এ ক্লিক করে প্রবেশ করুন। এবার আপনি WhatsApp terms and service এর পেইজ ওপেন হবে। সেখান থেকে “Agree and continue” এ ক্লিক করুন।
পড়ুন – ফেসবুক এপস / ফেসবুক লাইট ডাউনলোড করব কীভাবে?
ধাপ – ০৫.
এবার Agree তে ক্লিক করার পর Country সিলেক্ট করুন। পরে Phone number দিয়ে Next বাটনে ক্লিক করুন।
ধাপ – ০৬.
এ ধাপে নতুন পেইজ ওপেন হবে। এখানে Phone Number Verify করতে হবে। বেরিফাই করার জন্য আপনার ফোনে ৬ ডিজিটের একটি কোড আসবে। সেটি কোড বক্সে দিয়ে Verify করুন।
ধাপ – ০৭
তারপর আবার নতুন পেইজ Open হবে। সেখানে আপনার Name দিতে হবে। ব্যাস আপনার WhatsApp Messenger একাউন্ট Create হয়ে গেছে। এবার আপনি ইচ্ছেমত এটি ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন – হোয়াটসঅ্যাপ (WhatsApp) কি? সবার আগে ব্যবহার করুন হোয়াটসঅ্যাপের আপকামিং ফিচার!
ত এ পর্যন্তই থাকলো। আমার এ আর্টিকেলটি পড়ে ভালো লাগলে শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।