HomeUncategorizedফরম্যাট ছাড়াই হার্ডডিস্ক পার্টিশন করবেন কীভাবে?

ফরম্যাট ছাড়াই হার্ডডিস্ক পার্টিশন করবেন কীভাবে?

বিভিন্ন সময় বিভিন্ন কারনে আমাদের কম্পিউটারের হার্ডডিস্ক পার্টিশন করা লাগে কিংবা সাইজ কমানো বাড়ানো লাগে। তাই হার্ডডিস্ক পার্টিশন কেন এবং কিভাবে করতে হয় তা জানা খুব জরুরি।

হার্ড পার্টিশন করা প্রয়োজন কেন?

আপনার পিসির একটি গুরুত্বপূর্ণ উপাদান হল হার্ডডিস্ক। এটি একটি স্টোরেজ ডিভাইস যেখানে বিভিন্ন ধরনের তথ্য জমা রাখা হয়। এটি কম্পিউটারে অভ্যন্তরীণভাবে ইনস্টল করা থাকে এবং কম্পিউটারের মাদারবোর্ডের ডিস্ক নিয়ন্ত্রকের সাথে সরাসরি সংযুক্ত থাকে। আপনি পার্টিশন তৈরি করে খুব দক্ষতার সাথে হার্ডডিস্ক ড্রাইভকে ব্যবহার করতে পারবেন। হার্ডডিস্ক ড্রাইভকে একাধিক আলাদা আলাদা পার্টিশনে বিভক্ত করা যায়। প্রতিটি পার্টিশন আলাদাভাবে কাজ করে, যাতে আপনি এর সাথে অন্য অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন বা বিভিন্ন ধরনের ডেটা সেভ করে রাখতে পারেন। আপনার ডেটা, অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেম (Os) একই পার্টিশনে রাখা ঠিক হবে না, কারণ আপনার ডেটা ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। যদি আপনার উইন্ডোজ 10/8/7 ক্র্যাশ হয় তবে সিস্টেম পার্টিশনের পুরো ডেটা ক্ষতিগ্রস্থ হতে পারে। সে ক্ষেত্রে আপনার হার্ডডিস্ক যদি পার্টিশন করা না থাকে আপনার সকল দরকারি ফাইল,অডিও, ভিডিও ইত্যাদি হারিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে। এসব কারণেই হার্ডডিস্ক পার্টিশন করা জরুরি। হার্ডডিস্ক পার্টিশন করার সময়, বিভিন্ন ব্যবহারের জন্য প্রায়ই একাধিক পার্টিশন তৈরি করা হয়।যেমনঃ একটি হার্ড ড্রাইভকে সাধারণত ৪ টি পার্টিশনে ভাগ করা যায়।

  1. সিস্টেমের ফাইলগুলোর জন্য
  2.  সফটওয়্যার গুলো রাখার জন্য
  3. বিভিন্ন ডেটা বা ফাইল কিংবা অডিও ভিডিও রাখার জন্য
  4. ব্যাকআপের জন্য

এই কাজ গুলো আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন এবং হার্ডডিস্ক ফরম্যাট করারও কোন প্রয়োজন হবেনা। আপনি আপনার হার্ডডিস্ক ড্রাইভের সাইজ কমানো (shrink volume), বাড়ানো (extend volume), মুছে ফেলা, পার্টিশন তৈরি এবং পার্টিশনের আকার, লেবেল,অবস্থান ইত্যাদি পরিবর্তন করে ফরম্যাট ছাড়াই হার্ড ড্রাইভ পার্টিশন করতে পারেন। 

এখানে আমরা আপনাকে ফরম্যাট ছাড়াই হার্ড ড্রাইভ পার্টিশন করার কাজে সাহায্য করব। এটি উইন্ডোজ 10/8/7 / xp এর জন্য প্রযোজ্য।

আপনার কম্পিউটার ফরম্যাট না করে হার্ড ড্রাইভ পার্টিশন করার দুটি উপায় রয়েছে। 

  • সফ্টওয়্যার ছাড়া
  • সফটওয়্যার ব্যবহার করে

সফ্টওয়্যার ছাড়া বিভিন্ন উপায়ে ফরম্যাট ছাড়াই হার্ড ড্রাইভ পার্টিশন করা যায়।যেমনঃ

  1. উইন্ডোজ পাওয়ার শেল ব্যবহার করে।
  2. ডিস্ক পার্ট কমান্ড ব্যবহার করে।  
  3. ডিস্ক মেনেজম্যান্ট ব্যবহার করে ইত্যাদ। 

ফরম্যাট ছাড়াই ডিস্ক মেনেজম্যান্ট এর মাধ্যমে  হার্ড ড্রাইভ ডিস্ক কীভাবে পার্টিশন করা যায় সে সম্পর্কে  আমরা নিচে আলোচনা করব।  

সমাধান 1: ডিস্ক মেনেজম্যান্ট এর মাধ্যমে হার্ডডিস্ক পার্টিশন 

ডিস্ক ম্যানেজমেন্ট হল 100% ফ্রি পার্টিশন ম্যানেজমেন্ট টুল যা উইন্ডোজের সমস্ত সংস্করণে পাওয়া যায়। ডিস্ক মেনেজম্যান্ট নতুন পার্টিশন তৈরি করতে ব্যাবহার করা যেতে পারে। ডিস্ক মেনেজম্যান্ট এর মাধ্যমে হার্ড ড্রাইভ পার্টিশন শুরু করার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে যে, বিভিন্ন উইন্ডোজে এর বিভিন্ন রকম ফিচার রয়েছে।

  • উইন্ডোজ 10/8/7, ভিস্তা এবং উইন্ডোজ সার্ভার ২০০৮-এ, ডিস্ক ম্যানেজমেন্ট এর মাধ্যমে হার্ড ড্রাইভে ভলিউম কমানো (shrink volume), ভলিউম বাড়ানো(extend volume), ভলিউম তৈরি (create volume), ভলিউম মুছে ফেলা (delete the volume) এবং ভলিউম ফরম্যাট (format volume) করা যায়।   
  • উইন্ডোজ 2000 / এক্সপি এবং উইন্ডোজ সার্ভার 2003-এ, ডিস্ক ম্যানেজমেন্ট এর মাধ্যমে কেবল পার্টিশন তৈরি করা যায়, মুছে ফেলা যায়, ফরম্যাট করা যায় এবং হার্ড ড্রাইভে ড্রাইভ লেটার পরিবর্তন করা যায়।

 ডিস্ক ম্যানেজমেন্টের সাথে হার্ড ড্রাইভ কীভাবে পার্টিশন করবেন? চলুন ধাপে দেখে নেইঃ

ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করুন

ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করতে This PC/My Computer মাউসের কার্সর নিয়ে মাউসের “Right” বাটনে ক্লিক করুন। এরপর “Manage” এ ক্লিক করুন।

হার্ডডিস্ক পার্টিশন অপারেশন

এবার Computer Management নামে একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে “Disk Management ” ক্লিক করুন।

হার্ডডিস্ক পার্টিশন

হার্ডডিস্ক পার্টিশন করুন

পার্টিশন ছোট করুন (Shrink partition)

আপনি যে পার্টিশনটি সঙ্কুচিত করতে বা কমাতে চান তাতে মাউসের কার্সর নিয়ে মাউসের “Right” বাটনে ক্লিক করে “Shrink Volume” এ ক্লিক করুন।

হার্ডডিস্ক পার্টিশন

তারপর আপনি কত টুকু ভলিউম কমাতে চান তার পরিমাণ লিখুন এবং নিশ্চিত করতে “Shrink” এ ক্লিক করুন।

হার্ডডিস্ক পার্টিশন

ব্যস। ডিস্ক Shrink করা হয়ে গেল। এবার চলুন Shrink করার ফলে যে স্পেস টা পেলাম সেটা দিয়ে নতুন পার্টিশন বানিয়ে নেই।

পার্টিশন তৈরি করুন (Create Partition)

Shrink করার পর সেখানে “unallocated” নামে নতুন একটি স্পেস তৈরি হবে। (নিচের ছবিতে দেখুন)

হার্ডডিস্ক পার্টিশন

যদি আপনি নতুন পার্টিশন তৈরি করতে চান তাহলে, আপনি unallocated space এ “Right” ক্লিক করুন এবং “New Simple Volume” এ ক্লিক করুন।

হার্ডডিস্ক পার্টিশন

এরপর নতুন একটি Wizard আসবে। কাজ চালিয়ে যেতে “Next” এ ক্লিক করুন।

এবার নতুন পার্টিশনের সাইজ দিন। সাইজ সিলেক্ট করার ক্ষেত্রে আপনি ইচ্ছামত সাইজ দিতে পারবেন অথবা Maximum disk space in MB তে যা দেওয়া আছে তাই সিলেক্ট করতে পারেন।

হার্ডডিস্ক পার্টিশন

এরপর Drive letter সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।

 ড্রাইভ সিলেকশন

এরপর নতুন উইন্ডো আসবে। সেখান থেকে “Finish” এ ক্লিক করুন।ফরম্যাটিং এর মাধ্যমে আপনার নতুন ভলিউম তৈরি হয়ে যাবে।

পার্টিশন বাড়ান (Extend Partition) [ফরম্যাট আবশ্যক]

Shrink করার পর সেখানে “unallocated” নামে নতুন একটি স্পেস তৈরি হবে। (নিচের ছবিতে দেখুন)

হার্ডডিস্ক পার্টিশন বৃদ্ধি

কোন একটি পার্টিশন ছোট বা Shrink করার ফলে আপনি একটি “unallocated” space পাবেন। এবার আপনি যে পার্টিশনটি বাড়াতে চান সেটি সিলেক্ট করুন এবং Format করুন। (এই পদ্ধতিতে আপনি যদি আগের তৈরিকৃত কোন পার্টিশনের ভলিউম বাড়াতে চান তাহলে ফরম্যাট করতেই হবে। আর ফরম্যাট করা ছাড়া সাইজ বা ভলিউম বাড়াতে চাইলে সফটওয়্যার ব্যবহার করতে হবে। )

এবার ফরম্যাট করা পার্টিশনের উপর “Right”  ক্লিক করুন এবং “Extend Volume” এ ক্লিক করুন।

কাজ চালিয়ে যেতে “Next” এ ক্লিক করুন। সিলেক্টেড পার্টিশনের ভলিউম বাড়াতে আগের একটি ড্রাইভ সংকুচিত বা Shrink করার ফলে “unallocated” নামে যে বাড়তি ডিস্ক ড্রাইভ তৈরি হয়েছিল সেটি আপনার সিলেক্টেড পার্টিশনের সাথে এড বা যুক্ত করুন। এরপর “Next” এবং “Finish” এ ক্লিক করুন। পার্টিশনে ভলিউওম যুক্ত করা শেষ।

মনে রাখবেনঃ ভলিউম বাড়াতে বা Extend করতে চাইলে আপনাকে অবশ্যই কোন একটি ডিস্ক ড্রাইভ এর ভলিউম কমাতে বা Shrink করতে হবে।

পার্টিশন ডিলিট করুন (Delete Partition)

আপনি যে পার্টিশনটি মুছতে চান তার উপর “Right”ক্লিক করুন, “Delete Volume “এ চাপুন এবং “Yes” ক্লিক করুন।

হার্ডডিস্ক পার্টিশন ডিলিট

এতেই আপনার কাজ শেষ। সফল ভাবে পার্টিশন ডিলিট হয়ে যাবে।

সফটওয়্যার ব্যবহার করে ডিস্ক পার্টিশন

উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট কেবলমাত্র ভলিউম হ্রাস করতে পারে, কিছু অতিরিক্ত “unallocated” space তৈরি করতে পারে। সুতরাং এটি শুধুমাত্র হার্ড ড্রাইভ পার্টিশন করতে ব্যবহৃত হয়। তবে, বাস্তবে এটি সামগ্রিকভাবে উইন্ডোজ হার্ড ডিস্কটিকে পুনরায় পার্টিশন করতে পারে না। সুতরাং, হার্ড ডিস্কটি ঠিক পুনরায় পার্টিশন এর জন্য আমাদের পার্টিশন সফ্টওয়্যার ব্যবহার করতে হবে।

ওয়েবে বিনামূল্যে বিভিন্ন পার্টিশন সফ্টওয়্যার পাবেন। আপনি এগুলি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্যগুলির মধ্যে কয়েকটি হলোঃ

  1. EASEUS PARTITION MASTER
  2. AOMEI PARTITION ASSISTANT
  3. MINITOOL PARTION WIZARD
  4. TENORSHARE PARTITION MANAGER
  5. MACRORIT PARTITION EXPERT

নিচে, আমি EASEUS PARTITION MASTER সম্পর্কে ব্যাখ্যা করেছি। আপনই চাইলে অন্যগুলোও ট্রাই করে দেখতে পারেন।

সমাধান 2: ফরম্যাট না করে হার্ড ড্রাইভ পার্টিশন

ইজাস পার্টিশন মাস্টার হলো অন্যতম জনপ্রিয় সফ্টওয়্যার। ফরম্যাট ছাড়াই ডিস্কে পার্টিশনের জন্য একটি তৃতীয় পক্ষের ফ্রি টুল ইজাস পার্টিশন মাস্টার ব্যবহার করতে পারেন। একজন সাধারণ উইন্ডোজ ব্যবহারকারী কোন অসুবিধা ছাড়াই এই সফ্টওয়্যারটি ব্যবহার করতে পারেন।এর অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে:

  • ফরম্যাট ছাড়াই পার্টিশন পরিবর্তন
  • পার্টিশন রূপান্তর
  • এটি মুছে ফেলা বা হারিয়ে যাওয়া পার্টিশন পুনরুদ্ধার করতে পারে। 
  • পার্টিশনগুলোকে এক করা
  • গতিশীল ডিস্কের আকার পরিবর্তন করা
  • উন্নত পার্টিশন তৈরি করা 
  • পার্টিশনগুলো মার্জ করা

ইজাস পার্টিশন মাস্টার পুনরায় বুট না করে এনটিএফএস (NTFS) পার্টিশনকে প্রসারিত বা আকার পরিবর্তন করতে পারে।

ডাউনলোড করুনঃ EASEUS PARTITION MASTER

এবার ইজাস পার্টিশন মাস্টারের সাহায্যে ফরম্যাট ছাড়াই কীভাবে হার্ড ড্রাইভকে পার্টিশন করবেন তা দেখুন:

ধাপ 1. Unallocated space তৈরি করুন

  • অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইজেস পার্টিশন মাস্টার ডাউনলোড এবং ইনস্টল করুন। 
  • এটি আপনার কম্পিউটারে চালু করুন। 
  • Unallocated space তৈরি করতে যে কোন একটি পার্টিশনের উপর “Right click” করে “Resize/Move”নির্বাচন করুন এবং পার্টিশনের শেষে টেনে (Drag) আনুন। 
হার্ডডিস্ক পার্টিশন বন্টন বিহীন

ধাপ 2. একটি পার্টিশন তৈরি করুন

Unallocated space তৈরি হয়ে গেলে, আপনি একটি পার্টিশন তৈরি করতে পারেন। এবার মূল উইন্ডো থেকে, Unallocated space এর উপর “Right Click” করুন এবং “Create” নির্বাচন করুন। নতুন পার্টিশনটির জন্য পার্টিশনের আকার, পার্টিশন লেবেল, ড্রাইভ লেটার, ফাইল সিস্টেম ইত্যাদি সেট করে Ok তে ক্লিক করুন।

 পার্টিশন তৈরি

পদক্ষেপ 3. অপারেশন চালানো।

সবশেষে বামপাশে উপরের কোণায় থাকা “Execute Operation” বোতামটিতে “Click” করুন। এরপর “Apply” এ ক্লিক করে আপনার পরিবর্তন গুলো সেভ করুন।

 পার্টিশন অপারেশন

তাহলে আজ এ পর্যন্তই থাকল।ফরম্যাট ছাড়াই কীভাবে হার্ড ড্রাইভ ডিস্ক পার্টিশন করবেন আশা করি সে বিষয়ে কিছুটা ধারণা দিতে পেরেছি। এরপর আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমরা উওর দেওয়ার চেষ্টা করব। পোস্টটি ভালো লাগলে ফেসবুকে শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments