Homeইসলামহজ্জ কি বা কাকে বলে? হজ্জের ফরজ ও ওয়াজিব কয়টি ও কি...

হজ্জ কি বা কাকে বলে? হজ্জের ফরজ ও ওয়াজিব কয়টি ও কি কি?

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ্জ। এটি এমন ইবাদত যেখানে আর্থিক ও শারীরিক উভয়েই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি বিশ্ব মুসলমানদের মহামিলনের মাধ্যম। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের হজ্জ পালন করা অপরিহার্য কর্তব্য।

হজ্জ কি বা কাকে বলে?

হজ্জ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো – ইচ্ছে করা, ঘোরাফেরা করা, সংকল্প করা, পর্যবেক্ষণ করা ইত্যাদি।

আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাবা শরিফ এবং নির্দিষ্ট স্থান সমূহে তাওয়াফ ও জিয়ারত করাকে হজ্জ বলে।

পড়ুন – যাকাত কি বা কাকে বলে? যাকাতের শর্তসমূহ ও যাকাত বন্টনের খাত

ইসলামী শরিয়তের পরিভাষায়, “ইসলামের মহান একটি রুকন আদায় করার নিমিত্তে সম্মান প্রদর্শনের জন্য পবিত্র কাবাঘর প্রদক্ষিণ করার সংকল্প করা।”

আল্লামা আবুল হাসান বলেছেন, “হজ্জ হচ্ছে কাবাঘরের সম্মানার্থে নির্দিষ্ট কার্যাবলি সহ এর জিয়ারতের সংকল্প করা।”

হজ্জের ফরজ

হজ্জের ফরজ ৩ টি। এগুলো হলো –

  • ইহরাম বাঁধা
  • ওকুফে আরাফা অর্থাৎ, ৯ জিলহজ্জের দ্বিপ্রহরের পর হতে অর্থাৎ, সূর্য ঢলার পর হতে ১০ জিলহজ্ব সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যেকোনো সময় আরাফার ময়দানে উপস্থিত থাকা।
  • তাওয়াফে যিয়ারত করা। অর্থাৎ, ১০,১১ ও ১২ জিলহজ্জ তারিখের মাঝে কাবা শরীফ তাওয়াফ করা।

পড়ুন – রোজা / রোযা বলতে কি বুঝ?রোজা ভঙ্গের কারণ, প্রকার, শর্ত ও উপকারিতা

হজ্জের ওয়াজিব

হজ্জের ওয়াজিব ৬ টি। যথাঃ-

  • মীনায় অবস্থান করা
  • মুজদালিফায় রাত্রি যাপন করা
  • মিনায় শয়তানের উপর পাথর মারা ও মাথা মুন্ডন করা
  • কুরবানী করা
  • সায়ী বা দৌঁড়ানো
  • বিদায় তাওয়াফ করা

ত আজ এ পর্যন্তই। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments