স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার লগ আউট করবো কীভাবে?

ফেসবুকের একটি অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে মেসেঞ্জার। ফেসবুক মেসেঞ্জার বর্তমান সময়ের একটি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি অ্যাপস। অনেক সময় দেখা যায় আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা প্রায় সময়ই মেসেঞ্জার লগ আউট দিতে গিয়ে ঝামেলায় পড়ি। এ কারণে অনেক সময় অনেকে অ্যাপস ডিলিট করে দেয়।

মেসেঞ্জার লগ আউট

তাই আজ আমি দেখাব কীভাবে খুব সহজেই সফটওয়্যার ডিলিট না করেই মেসেঞ্জার লগ আউট করবো কিভাবে? তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই –

স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার লগ আউট করার উপায়

স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার লগ আউট করার দুটি পদ্ধতি হলো –

  • মেসেঞ্জার অ্যাপস থেকে লগ আউট করা
  • ওয়েব ব্রাউজারের সাহায্যে মেসেঞ্জার লগ আউট করা

Read More: ফেসবুকে অটো লাইক নেওয়ার ভয়ংকর ৩ টি ক্ষতিকর দিক

তাহলে আর দেরি না করে চলুন এর দুটি পদ্ধতি সম্পর্কে জেনে নেই –

মেসেঞ্জার অ্যাপস থেকে লগ আউট করা

মেসেঞ্জার অ্যাপস থেকে লগ আউট করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন –

  • প্রথমে আপনার ফোনের Settings এ প্রবেশ করুন
  • এরপর একটু নিচের দিকে Scroll করে Apps এ ক্লিক করুন। এরপর পরের ধাপে চলে যান।

বি:দ্র: বিভিন্ন ফোনের সেটিংস এ এটি বিভিন্ন নামে থাকতে পারে। যেমন – App Manager, Application Management ইত্যাদি।

মেসেঞ্জার লগ আউট
  • Apps এ ক্লিক করার পর আপনি কিছু অপশন দেখতে পাবেন সেখান থেকে “Manage Apps” এ ক্লিক করুন।
  • Manage Apps এ ক্লিক করার পর আপনার ফোনের ইনস্টল করা সব অ্যাপস চলে আসবে।
  • সেখান থেকে একটু নিচে Scroll করে Messenger অ্যাপ খুঁজে বের করে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মতো উইন্ডো দেখতে পাবেন।
  • সেখানে নিচের দিকে Clear data অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
  • এরপর আপনি দুটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Clear All data তে ক্লিক করুন
মেসেঞ্জার লগ আউট
  • এরপর Ok তে ক্লিক করুন। ব্যাস হয়ে গেছে।
মেসেঞ্জার লগ আউট

আপনার Messenger লগআউট হয়ে গেছে। এবার আপনি Messenger এ প্রবেশ করলে নিচের ছবিটির মতো পেইজ আসবে।

মেসেঞ্জার লগ ইন

ওয়েব ব্রাউজারের সাহায্যে মেসেঞ্জার লগ আউট করা

ওয়েব ব্রাউজারের সাহায্যে মেসেঞ্জার লগ আউট করতে নিজের পদ্ধতিগুলো অনুসরণ করুন –

  • প্রথমে আপনার ফোন থেকে যেকোনো ব্রাউজারে গিয়ে Facebook account এ প্রবেশ করুন। সেখানে নতুন একটি পেইজ ওপেন হবে।
  • সেখান উপরের দিকে ডানপাশে নিচের ছবির মতো একটি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
  • তারপর সেখান থেকে Settings এ ক্লিক করুন।নতুন পেইজ ওপেন হবে।
  • সেখান থেকে Security and login অপশনে ক্লিক করুন।
  • ক্লিক করার যে পেইজ ওপেন হবে সেখানে আপনার ফেসবুক আইডি কোন কোন ডিভাইসে লগইন করা ছিল তার ডিটেইলস দেখতে পাবেন।
  • এবার আপনার Messenger লগআউট করার জন্য ডানপাশের মার্ক করা থ্রি ডট আইকনে ক্লিক করুন।

সেখানে ক্লিক করার পর নিচের ছবির মতো Log out or Not out? অপশন আসবে। সেখান থেকে Log out এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার স্মার্টফোন থেকে Messenger Accounts লগআউট হয়ে যাবে। ব্যাস কাজ শেষ।


তাহলে আজ এখানেই থাকলো। Messenger Account লগআউট করবেন কীভাবে আশা করি সে সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আরও পড়ুন – ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করবেন কীভাবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *