Homeপ্রযুক্তিঅনলাইনে আয়সোস্যাল মিডিয়া থেকে ইনকাম করুন লক্ষ টাকা

সোস্যাল মিডিয়া থেকে ইনকাম করুন লক্ষ টাকা

 

সোসিয়াল মিডিয়ার ব্যবহার দিন-দিন বেড়েই চলেছে। একটু বিনোদনের জন্য বা সবার আগে আপডেট নিউজ পেতে আমরা অনেকে এসকল সোসিয়াল মিডিয়া ব্যবহার করি। আর সোসিয়াল মিডিয়াগুলো আমাদের এতটাই আকৃষ্ট করে রাখে যে, এখানে ৩০ মিনিটের জন্য ঢুকলে কখন যে ঘন্টা-দুই ঘন্টা চলে যায় তার কোন হিসাবই পাওয়া যায় না। বাংলাদেশে জনপ্রিয় সোসিয়াল মিডিয়াগুলো মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি। সোসিয়াল মিডিয়া ব্যবহার করে আমাদের লাভের চেয়ে বরং সময়ই বেশি নষ্ট হয়। তাই, আমাদের উচিত সময় নষ্ট না করে, এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় তার চিন্তা করা।

সোসিয়াল মিডিয়া থেকে আজ-কাল অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। এখনে যারা বিশেষ কোন কাজ পারে তারা যেমন ইনকাম করছেন, তেমনি যাদের বিশেষ কোন কাজে দক্ষতা নাই, তারাও সহজ কিছু কাজের মাধ্যমে অনেক টাকা উপার্জন করছেন। আজ আমি এই ব্লগে আলোচনা করবো, এসকল সোসিয়াল মিডিয়া থেকে কিভাবে বিভিন্ন কাজের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। সোসিয়াল মিডিয়া থেকে ইনকামের জন্য আমরা প্রথমে দেখে নিতে পারি আসলে এখানে কি কি কাজের মাধ্যমে টাকা ইনকাম করা যায় এবং কোথায় এসকল কাজ করতে হয়। তাহলে, চলুন সামনে আগানো যাক,,,,,,,!!!

যেসকল কাজ করে ইনকাম করা যায়

সোসিয়াল মিডিয়া যেহেতু অনেকগুলো আছে, তাই তাদের প্রত্যেক সাইটে কাজও আলাদা আলাদা। ফেসবুকে এক ধরনের কাজের মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায় আবার টুইটারে আরেক ধরনের কাজ। তবে অনেকগুলো সাধারণ ইনকাম টাস্ক আছে যেগুলো আপনি উভয় প্লাটফর্মেই সমানভাবে করতে পারবেন।

সোসিয়াল মিডিয়ায় আপনি দুই ধরনের কাজের মাধ্যমে ইনকাম করতে পারেন।

১. সোসিয়াল মিডিয়া ম্যানেজমেন্ট

২. সোসিয়াল মিডিয়া মার্কেটিং

বাংলাদেশে বহুল ব্যবহৃত তিনটি সোসিয়াল মিডিয়ায় (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম) আপনি এই দুই ধরনের কাজ করেই ইনকাম করতে পারবেন।

ফেসবুক (Facebook)

বাংলাদেশে সোসিয়াল মিডিয়া গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। বাংলাদেশের ৩ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই এখানে আপনি অনেক কাজ করেই আনলিমিটেড ইনকাম করতে পারবেন। ফেসবুকে যে সকল কাজ করে আপনি ইনকাম করতে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-

  • ফেসবুক পেইজ মেনেজ করে ইনকাম

  • গ্রুপ খুলে তাতে মেম্বার এড করে ইনকাম

  • ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম

  • বিজনেস পেইজ খুলে ইনকাম

  • অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

  • ডিজিটাল মার্কেটিং করে ইনকাম

  • স্পন্সরশীপের মাধ্যমে ইনকাম

তাছাড়া, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কোম্পানির বা ব্যক্তির লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট তৈরি করা এবং মেনটেইন করা সহ বিভিন্ন কাজের অর্ডার পাওয়া যায়।

ফেসবুকে ইনকাম করার জন্য আরো জেনে নিতে পারেন-

ফেসবুক গ্রুপ বা পেইজ থেকে ইনকাম করুন সহজ ৫ উপায়ে!

টুইটার (Twitter)

বাংলাদেশে ফেসবুকের পরেই টুইটারে অবস্থান। তবে উন্নত বিশ্বে টুইটারের কদর আরো বেশি। তাই এখানে আপনি দেশি-বিদেশী অনেক কাজ করে ইনকাম করতে পারবেন। সাধারণত টুইটারে যেসকল কাজ করে সহজেই টাকা ইনকাম করা যায়, সেগুলো হলো-

  • টুইটার একাউন্টে ফলোয়ার বাড়িয়ে ইনকাম

  • রিটুইট (retwit) করে ইনকাম

  • একাউন্ট ম্যানেজ করে ইনকাম

  • ভিডিওর ভিউ বাড়িয়ে ইনকাম

  • ব্যাকগ্রাউন্ড ইমেইজ তৈরি করে ইনকাম

  • অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

  • ডিজিটাল মার্কেটিং করে ইনকাম

তাছাড়াও টুইটারে এমন আরো অসংখ্য ছোট-বড় কাজ পাওয়া যায়। টুইটার থেকে ইনকাম করার জন্য দেখে নিতে পারেন টুইটার থেকে টাকা ইনকামের A টু Z.

নতুন টুইটার একাউন্ট খুলার জন্য দেখে নিতে পারেন কিভাবে টুইটার একাউন্ট খুলবেন?

ইনস্টাগ্রাম (Instagram)

যুক্তরাষ্ট্রভিত্তিক ছবি/ভিডিও শেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রাম বিশ্বের বিভিন্ন ধর্ম, বর্ণ এবং বয়সের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহার করা ছাড়াও, যথাযথ পন্থা অবলম্বন করলে স্থিতিশীল আয়ের একটি সম্ভাব্য উৎস হতে পারে ইনস্টাগ্রাম।

যেসকল কাজের মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন সেগুলো হলো-

  • ইনস্টাগ্রাম গ্রুপ ম্যানেজ করে ইনকাম

  • একাউন্ট ম্যানেজ করে ইনকাম

  • বিভিন্ন ব্যবসা প্রচার করে ইনকাম

  • স্পন্সরশীপের মাধ্যমে ইনকাম

  • অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

  • ডিজিটাল মার্কেটিং করে ইনকাম

কোথায় কাজ পাবেন?

উপরের তিনটি সোসিয়াল মিডিয়ার যেকোন একটি অথবা একাধিক মিডিয়া থেকে আপনি ইনকাম করতে পারেন। সেটা নির্ভর করবে আপনি কোন ধরনের কাজ করতে পারেন এবং আপনার উক্ত কাজের গ্রাহকরা কোন সোসিয়াল প্লাটফর্মে সবচেয়ে বেশি৷ তবে আপনি যদি সোসিয়াল মিডিয়া মার্কেটিং করতে চান তাহলে আপনি একসাথে তিনটা প্লাটফর্মই ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গ্রাহক সংখ্যা বেশি থাকবে। এবার আসি মূল কথায়, গ্রাহক সংখ্যা পেলেন ঠিকই কিন্তু কাজগুলো পাবেন কোথায় থেকে। সোসিয়াল মিডিয়ার ম্যানেজমেন্টের কাজ পাওয়ার জন্য আপনি এই ওয়েবসাইটে রেজিস্টার করুন।

তারপর আপনি আপনার পছন্দের কাজটির ডেমো তৈরি করে ওয়েবসাইটে এড করে দিন (সম্পূর্ণ ফ্রিতে)। এখন কোনো বায়ারের যখন আপনার কাজটি পছন্দ হবে তখন তিনি আপনাকে টাকা দিয়ে আপনার সার্ভিসটি কিনে নিবেন। তবে হ্যাঁ, আপনি এসকল কাজ যত আকর্ষনীয় এবং সল্পমূলে করে দিতে পারবেন আপনার বায়ার সংখ্যা তত বেশি হবে। ফলে অল্প দিনেই আপনি হয়ে যাবেন ফেমাস।

আবার, আপনি যদি সোসিয়াল মিডিয়া মার্কেটিং এর কাজ করতে চান তাহলে আপনি নিচের ওয়েবসাইট গুলো থেকে আপনার পছন্দের কাজটি করে পারেন।

এখানে আমি মূলত ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য সেরা ১০ টি সাইট লিংক দিয়ে দিলাম।

১. Freelancer

২. Fiverr

৩. Upwork

৪. Guru

৫. Clickbank

৬. Amazon Association

৭. eBay

৮. Commission Junction

৯. LinkShare

১০. RevenueWire

 

সর্বোপরি সোসিয়াল মিডিয়া মার্কেটিং করার ক্ষেত্রে আপনার ফলোয়ার সংখ্যা যত বেশি থাকবে আপনি তত বেশি মার্কেটিং করতে পারবেন। তাই, আপনি তিনটি সোসিয়াল মিডিয়া একসাথে ব্যবহার করতে পারেন। ফলে আপনি সর্বোচ্চ ফলাফল পাবেন। পেছনের দিকে আর না থাকিয়ে কাজ করে যান, সফলতা আসবেই।


ব্লগটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments