Homeপ্রযুক্তিঅনলাইনে আয়সেরা ১০টি এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম সম্পর্কে জানুন

সেরা ১০টি এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম সম্পর্কে জানুন

আপনি যদি এফিলিয়েট মার্কেটিং এর প্রতি আগ্রহী হয়ে থাকেন তবে আপনাকে বিভিন্ন এফিলিয়েট মার্কেটিংয়ের প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে।

তা না হলে আপনি এফিলিয়েট মার্কেটিং জগতে তেমন একটা সুবিধা করতে পারবেন না। অনেক সময় হতাশা আপনাকে ঘিরে ধরতে পারে।

তাই আমরা এখানে সেরা ১০ টি এফিলিয়েট মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করব, যাতে আপনার সেরা মার্কেটপ্লেসটি বেছে নিতে সুবিধা হয়।

এফিলিয়েট মার্কেটিং কী?

এফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং হলো একটি কমিশন বেসড বিজনেস ফর্মূলা। যেখানে   অন্য ব্যক্তির বা কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসগুলো প্রচার বা  বিক্রি করে প্রতিবার  আপনি একটি নির্দিষ্ট পরিমান কমিশন পাবেন।

যেমন ধরুন ,আপনি Aliexpress এর এফিলিয়েট মার্কেটিং করছেন। আপনি যখন AliExpress এর প্রোডাক্ট সারা বিশ্বব্যাপী প্রোমোট করবেন তখন কেউ যদি সেই প্রোডাক্টটি AliExpress থেকে ক্রয় করে,  তখন AliExpress এই বিক্রির উপর আপনাকে একটি নির্দিষ্ট পরিমান কমিশন দিবে । এটিই এফিলিয়েট মার্কেটিং।

এফিলিয়েট মার্কেটিং এর জন্য এফিলিয়েট প্রোগ্রামের সঙ্গে যুক্ত হওয়া অত্যন্ত জরুরী।

এফিলিয়েট প্রোগ্রাম কি?

টর্চ লাইট

এটি একটি টর্চ লাইট। আমার মতে, এই টর্চলাইটটি অতি দুর্দান্ত। আপনি যদি এটি কিনতে চান, তবে সর্বাধিক আপডেট হওয়া দামের জন্য নীচের লিঙ্কটিতে ক্লিক করুন।

আপনার কিনা শেষ হলে আমি ফ্ল্যাশলাইট প্রযোজকের কাছ থেকে একটি ছোট কমিশন পাব। আমি নিজে এটি তৈরি করিনি, তবে এই ফ্ল্যাশলাইট সম্পর্কে আমার মতামত ভাগ করে আমি নির্মাতাকে সহায়তা করেছি। এজন্য তারা আমাকে অর্থ প্রদান করে।

এগুলিই সংক্ষেপে এফিলিয়েট প্রোগ্রাম। এফিলিয়েট প্রোগ্রামকে অ্যাসোসিয়েট প্রোগ্রামও বলা হয়।

এফিলিয়েট প্রোগ্রাম, অনলাইনে প্রচার করতে পারে এমন অফারসমূহ আপনাকে সরবরাহ করে।এফিলিয়েট প্রোগ্রামগুলি বড় বড় সংস্থাগুলির জন্য অতিরিক্ত বিক্রয় চ্যানেল হিসাবে কাজ করে।

অর্থাৎ, এফিলিয়েট প্রোগ্রামগুলো প্রোডাক্টের ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এতে করে দুজনি লাভবান হয়। 

ধরুণ, আপনি একজন এফিলিয়েট মার্কেটার এবং আপনার একটি ওয়েবসাইট আছে। এই সাইটটিকে আপনি আমাজন এফিলিয়েট প্রোগ্রামের সঙ্গে যুক্ত করেছেন। 

আমাজন আপনার  ওয়েবসাইটের টপিকের সঙ্গে মিল রেখে বিভিন্ন কোম্পানীর প্রোডাক্ট আপনার ওয়েবসাইটেপ্রমোশন করবে। এতে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যতগুলো প্রোডাক্ট বিক্রি হবে আমাজন  তার একটা নির্দিষ্ট অংশ আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।

বিশ্বব্যাপী ছোট বড় ছোট বড় প্রায়  অধিকাংশ কোম্পানীই তাদের প্রোডাক্ট বিক্রির জন্য এফিলিয়েট মার্কেটারদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে ।

আর এ এফিলিয়েট মার্কেটার এবং কোম্পানীদের সঙ্গে সংযুক্ত করার কাজটি আমাজন, ইবে, ক্লিক ব্যাংকের মত বিশ্ব বিখ্যাত এফিলিয়েট প্রোগ্রামগুলো করে দেয়। 

অনলাইনে আয়ের ক্ষেত্রে ব্লগার এবং ওয়েবসাইট মালিকদের জন্য এফিলিয়েট মার্কেটিং একটি ভেজাল মুক্ত পদ্ধতি।

অ্যাফিলিয়েটর এখানে নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে বাধ্য নয়, বরং তারা কোম্পানির প্রোডাক্টের অ্যাডভারটাইজিং করে সেখান থেকে নির্দিষ্ট কিছু অংশ কমিশন পায়। বিনা সঞ্চয়ে এমন লাভজনক ব্যবসা খুব কমই আছে।

এফিলিয়েট মার্কেটিংয়ে যুক্ত হওয়ার জন্য অ্যাফিলিয়েটরকে কোন টাকা খরচ করতে হয় না। বিনা খরচে সম্পূর্ণ ফ্রি সাইন আপ করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আয় করা যায়। অনলাইন জুড়ে এ রকম অসংখ্য  এফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। 

আজ আমি সেরা ১০টি এফিলিয়েট প্রোগ্রাম নিয়ে আলোচনা করব।যেখান থেকে আপনি এক বা একাধিক প্রোগ্রামের সঙ্গে ট্যাগ হয়ে এফিলিয়েট মার্কেটিং থেকে আয় করতে পারবেন।

সেরা এফিলিয়েট প্রোগ্রাম সমূহ

একটি এফিলিয়েট প্রোগ্রাম বা এফিলিয়েট নেটওয়ার্ক আপনার ব্লগ বা ওয়েবসাইটে কোম্পানীর প্রোডাক্ট এবং প্রোডাক্ট বিক্রির ট্র্যাকিং, রিপোর্টিং, পেমেন্ট গ্রহণ এবং প্রদানসহ সব ধরণের কাজ করে থাকে।

একজন পাবলিশার বা এফিলিয়েটর হিসেবে আপনি এখানে সম্পূর্ন মুক্ত, আপনার পেমেন্ট সিকিউরিটি লেভেল শতভাগ। আর পেমেন্টের জন্য রয়েছে ৩টি মডেল বা ৩ ধরনের পদ্ধতি।

  • পে-পার স্কেল
  • পে-পার ক্লিক
  • পে-পার লিড 

১. পে-পার স্কেল 

এফিলিয়েট প্রোগ্রামগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট মডেল হচ্ছে পে-পার স্কেল।  একজন এফিলিয়েট মার্কেটার এই পেমেন্ট মডেলের মাধ্যমে  তার নিজের ওয়েবসাইট থেকে এক্সটারনাল লিংকিং এর মাধ্যমে ক্রেতাদেরকে মূলত ব্যবসায়ীর ওয়েবসাইটে পাঠিয়ে দেয়।

এতে করে  শতকরা ৯৯% ভিজিটর ওই ব্যবসায়ীর ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করে। এই আর ক্রয়ের বিনিময়ে  ব্যবসায়ী এফিলিয়েট মার্কেটারকে কিছু  কমিশন দিয়ে থাকে।

কমিশনের ক্ষেত্রেও আবার ২টা মডেল রয়েছে। 

  • পার্সেন্টেজ 
  • ফিক্সড রেট

পার্সেন্টেজঃ যেখানে পণ্যের দামের উপর ভিত্তি করে এফিলিয়েটর একটা অ্যামাউন্ট পায়। 

ফিক্সড রেটঃ ফিক্সড রেটের মাধ্যমে প্রোডাক্টের রেট কম/বেশি যা-ই হোক না কেন,এখানে এফিলিয়েট মার্কেটারের সাথে অ্যাফিলিয়েটরের একটা নির্দিষ্ট রেটের চুক্তি হয়ে থাকে। অর্থাৎ, প্রতিটি সেলের জন্যই এফিলিয়েটর একই অ্যামাউন্টের পেমেন্ট পাবে।

২. পে-পার-ক্লিক 

এফিলিয়েট প্রোগ্রাম এবং এফিলিয়েট মার্কেটারদের কাছে বেশ জনপ্রিয় এফিলিয়েট ব্যবসায়ীক চুক্তি হচ্ছে পে- পার ক্লিক ।

এখানে আপনি প্রতিটি প্রোডাক্ট সেলের জন্য আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট পাবেন। এই মডেলের মাধ্যমে আপনি ব্যবসায়ীর ওয়েবসাইটে যে ক্রেতাদের পাঠাবেন তারা সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করুক বা না করুক আপনাকে আপনার পেমেন্ট দিতে হবে।

অর্থাৎ ব্যবসায়ী/কোম্পানির সাথে আপনার যে ফিক্সড রেট নির্ধারিত হবে, ব্যবসায়ী/কোম্পানি  আপনাকে সে রেট অনুযায়ী পেমেন্ট দিতে বাধ্য। এখানে বিক্রি হওয়াটা কোন গুরুত্বপূর্ণ বিষয়  নয়। বিক্রি হোক বা না হোক,আপনি আপনার পেমেন্ট পাবেন।

৩. পে-পার-লিড 

পে-পার লিডও এফিলিয়েট মার্কেটারদের কাছে বেশ জনপ্রিয় । আপনার ওয়েবসাইট থেকে যত ভিজিটর বা ক্রেতা ব্যবসায়ীর ওয়েবসাইটে যাবে এবং সাইন-আপ বা রেজিস্ট্রেশন করবে (হোক সে প্রোডাক্ট ক্রয় করুক বা না করুক)  তার উপর ভিত্তি করে আপনি ব্যবসায়ী/কোম্পানির  কাছ থেকে পেমেন্ট পাবেন। এজন্য ব্যবসায়ী /কোম্পানিরা সাধারণত এ ধরণের চুক্তি করতে চায় না।

এফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে, কিভাবে আয় হয় আর কোন মডেলের মাধ্যমে এফিলিয়েট প্রোগ্রামের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন, তার সবই আশা করি  বুঝতে পেরেছেন। সুতরাং, আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে তো আজই নিচের যে কোন এফিলিয়েট নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যান। সেরা ১০ টি অ্যাফিলিয়েট প্রোগ্রাম হলোঃ

  •  Clickbank
  • LinkShare
  • Commission Junction
  • Rakuten
  • ShareaSale
  • Amazon Aassociation
  • eBay
  • Avangate
  • RevenueWire
  • Avantlink

১। Clickbank

Clickbank হ’ল একটি বিশ্বব্যাপী ইন্টারনেট খুচরা বিক্রেতা এবং এফিলিয়েট মার্কেটিংয়ের সেরা মার্কেটপ্লেস। 1998 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এ সংস্থার বিশ্বব্যাপী ৬ মিলিয়নেরও বেশি ক্লায়েন্ট রয়েছে এবং এটি উত্তর আমেরিকার ৮৭ তম বৃহত্তম ইন্টারনেট খুচরা বিক্রেতা হয়ে উঠেছে।

এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এই নেটওয়ার্কটিকে অতুলনীয় বলা চলে। এটি প্রায় ১৭ বছর ধরে শাসন করে চলেছে। এটা ডিজিটাল তথ্য সম্বলিত পণ্যের প্রতি গুরত্বারোপ করে।

২। LinkShare

 Link-share, Rakuten  মার্কেটিং এলএলসির (LLC) একটি সহায়ক সংস্থা। Rakuten এর মালিকানায় Link-share একটি এফিলিয়েট মার্কেটিং সার্ভিস সরবরাহকারী।   

Stephen Messer and Heidi Messer  1996 সালে LinkShare প্রতিষ্ঠা করেন।সান ফ্রান্সিসকো, শিকাগো, টাম্পা, টোকিও এবং লন্ডনের অফিসগুলির সাথে এ সংস্থার সদর দফতর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। ২০০৫ সালে,Rakuten $ 425 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে  LinkShare অর্জন  করেছিলেন। Rakuten LinkShare কে 2014 সালে Rakuten অ্যাফিলিয়েট নেটওয়ার্কে পুনরায় ব্র্যান্ড করা হয়েছিল।

প্রায় ১০ মিলিয়ন অ্যাফিলিয়েট পার্টনারশিপের সমন্বয়ে গঠিত  LinkShare নেটওয়ার্কটি সর্বাধিক পরিচিত নেটওয়ার্ক। ২০১২ সালে শক্তিশালী প্ল্যাটফর্ম, সাপোর্ট কোয়ালিটি এবং আন্তর্জাতিক সক্ষমতার জন্য  প্রথম ২০ টি অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে এটি  ব্লু বুকে প্রথম স্থান অর্জন করে।

LinkShare ২-৫০০ এর বেশি অ্যাফিলিয়েট প্রোগ্রাম অফার করে, যার মধ্য থেকে আপনি আপনার ইচ্ছে  অনুযায়ী  যেকোন একটি নিয়ে কাজ করতে পারেন। অথবা কোম্পানির সার্ভিস এবং সাপোর্ট অপশন ব্যবহার করে নিজস্ব প্রোগ্রাম ম্যানেজমেন্ট করতে পারেন।

৩। Commission Junction

CJ অ্যাফিলিয়েট (Commission Junction) হ’ল পাবলিকিস গ্রুপের মালিকানাধীন একটি অনলাইন বিজ্ঞাপন সংস্থা, এফিলিয়েট মার্কেটিং বিশ্ব মার্কেটিং শিল্পে পরিচালিত, যা বিশ্বব্যাপী পরিচালনা করে। এটি বৃহত্তর এবং জনপ্রিয় একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। সান্টা বার্বারা, ক্যালিফোর্নিয়ায় ২২ বছর আগে অর্থাৎ, ১৯৯৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়।এর সদর দফতর ক্যালিফোর্নিয়ার সান্তা বার্বারায় এবং আটলান্টা, জিএ, শিকাগো, আইএল, নিউ ইয়র্ক, এনওয়াই সান ফ্রান্সিসকো, সিএ ওয়েস্টলেক ভিলেজ, সিএ এবং ওয়েস্টবারো, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, জার্মানি, ফ্রান্স, স্পেন, সুইডেন, ভারত এবং দক্ষিণ আফ্রিকায় এর অফিস রয়েছে।  

এ প্রোগ্রাম/নেটওয়ার্ককে উত্তর আমেরিকার সবচেয়ে বড় এফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক হিসেবে ধরা হয়। ব্যাবসায়ী, নেটওয়ার্ক এবং অ্যাফিলিয়েট এর মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য ২০১২ সালে, সেরা ২০টি অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে এটি দ্বিতীয় স্থান অধিকার করে।

৪। Rakuten

সরাসরি বলতে গেলে Buy.com, Rakuten.com এফিলিয়েট মার্কেটিংয়ে অনেকটা জায়গা ধারণ করে আছে। প্রথম দিকের ৩টি কমার্স কোম্পানির মধ্যে Rakuten একটি।Rakuten টোকিও ভিত্তিক একটি জাপানি ইলেকট্রনিক বাণিজ্য এবং অনলাইন খুচরা বিক্রয় সংস্থা। এটি ২৩ বছর আগে অর্থাৎ, 1997 সালে জাপানি ব্যবসায়ী হিরোশি মিকিতানি (Hiroshi Mikitani) প্রতিষ্ঠা করেছিলেন।সেটগায়া, টোকিও, জাপানে এর হেডকোয়ার্টার অবস্থিত।এর B2M ই-কমার্স প্ল্যাটফর্ম “Rakuten Ichiba”জাপানের বৃহত্তম ই-কমার্স সাইট।

৩৮,৫০০ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৯০,০০০ এর বেশি প্রোডাক্ট নিয়ে Rakuten পরিচালিত। এর কাস্টমার সংখ্যা ১৮ মিলিয়নেরও বেশি।

৫। ShareaSale

আইএল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর রিভার উত্তর পাড়ায় অবস্থিত ShareaSale একটি এফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক।এটি ২০০০ সালে Chicago, Illinois  এ প্রতিষ্ঠিত হয়। Chicago, Illinois এ এর হেড কোয়ার্টার অবস্থিত।

ShareaSale প্রায় ১৭ বছর ধরে এফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্কে রয়েছে। এর 3,900 এরও বেশি ব্যবসায়ী এবং ১ মিলিয়নেরও বেশি অ্যাফিলিয়েটর রয়েছে।

অ্যাফিলিয়েটররা এই পণ্যগুলিতে রেফারেলগুলি প্রমোট করার জন্য এবং পণ্যগুলি অনুসন্ধান করার জন্য ShareaSale ব্যবহার করে  কমিশন উপার্জন করে।

অ্যাফিলিয়েটররা তাদের নিজস্ব ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া, পিপিসি (PPC) প্রচারণা, এসইও(SEO) প্রচারণা, আরএসএস (RSS) এবং ইমেলের পাশাপাশি বিভিন্ন উপায় ব্যবহার করে।

ব্যবসায়ীরা তাদের  অ্যাফিলিয়েট প্রোগ্রাম বাস্তবায়ন, ট্র্যাক এবং ম্যানেজ করতে ShareaSale ব্যবহার করে। 

এর টেকনোলজি গতিও দক্ষতার জন্য বেশ সুনাম কুড়িয়েছে।

৬। Amazon Aassociation

আমেরিকার ইন্টারনেট ভিত্তিক রিটেইলারের মধ্যে Amazon সবচেয়ে বড়। এফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্কে  Amazon.com একটি গুরুপূর্ণ জায়গা দখল করে আছে। এটা আমেরিকার একটি ইলেকট্রনিক কমার্স কোম্পানি। এর হেডকোয়ার্টার ওয়াশিংটনের সিয়েটলে।

Amazon আপনাকে ব্যানার সহ আপনার সাইটে লিঙ্ক পোস্ট করতে এবং পণ্যগুলিতে প্রমোট করতে সহায়তা করে। যদিও সেগুলি প্রতি নেটওয়ার্কে নেই তবে তারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট সরবরাহ করে।

এর একটি এক্সট্রা সুবিধা হ’ল আপনি যখন Amazon অ্যাফিলিয়েট লিঙ্কের সাথে আপনার কোন পণ্যের লিঙ্ক করেন, সেখান থেকে ব্যবহারকারী কোন পণ্য কিনলে তার জন্য আপনি ক্রেডিট পাবেন।আবার, তারা যদি তাদের কার্টে কোনও প্রোডাক্ট যুক্ত করে এবং এটি সেখানে থেকে যায় তবে আপনি 90 দিনের জন্য ক্রেডিট পাবেন

 সাইন-আপ করুন

৭। eBay

eBay  হ’ল আমেরিকান মাল্টিনেশনাল ই-কমার্স কর্পোরেশন যা সান জোসে, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত, যা ওয়েবসাইটের মাধ্যমে ভোক্তা থেকে ভোক্তা এবং ব্যবসায়ের মাধ্যমে গ্রাহক বিক্রয় সহজতর করে। eBay1995 সালে পিয়ের ওমিদিয়ার (Pierre Omidyar) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডট-কম বুদ্বুদের(dot-com bubble) একটি উল্লেখযোগ্য সাফল্যের গল্পে পরিণত হয়েছিল। ২০১২ সালের হিসাবে eBay প্রায় 32 টি দেশে কাজ করে। অফারের দিক থেকে অ্যামাজনের পরে এর জায়গা। এটা প্রায় ২০ বছর ধরে এফিলিয়েট মার্কেটিংয়ের সাথে জড়িত। eBay Partner Network ফার্স্ট ক্লাস টুলস, ট্র্যাকিং, রিপোর্টিং সরবরাহ করে।

৮। Avangate

Avangate ডিজিটাল কমার্স অ্যাফিলিয়েট নেটওযার্কিংয়ের সাথে জড়িত। এর প্রধান লক্ষ্য হলো –

  •  অনলাইন কমার্স
  •  সাবসক্রিপশন বিলিং
  • গ্লোবাল পেমেন্ট সফটওয়ার
  •  SaaS এবং
  •  অনলাইন সার্ভিস কোম্পানি।

 ১৮০ এর বেশি দেশে প্রায় ৪০০০ ডিজিটাল বিজনেস ( Absolute Software, Bitdefender, Brocade, FICO, HP Software,  Kaspersky Lab, Telestream, Spyrix, Clever control ইত্যাদি) নিয়ে এটি পরিচালিত।

৯। RevenueWire

RevenueWire হলো এফিলিয়েট মার্কেটিং  এবং ডিজিটাল পণ্য ব্যবসায়ীদের জন্য একটি বিস্তৃত ই-বিজনেস প্ল্যাটফর্ম।যারা ডিজিটাল পণ্য বিক্রি করে তাদের জন্য  RevenueWire  গ্লোবাল কমার্স প্ল্যাটফর্মের কোম্পানিগুলো ( যেমন : Clickbank)  গঠিত। প্রায় ১২০টি দেশে এটির শক্তিশালী প্ল্যাটফর্ম রয়েছে।

১০। Avantlink

Avantlink একটি এফিলিয়েট মার্কেটিং , মাল্টি-চ্যানেল অ্যানালাইসিস, রেফারেল ট্র্যাকিং এবং ওয়েব খুচরা বিক্রেতা এবং টেকনোলজিদের জন্য প্রযুক্তি প্ল্যাটফর্ম।এটি ক্লায়েন্টদের তাদের ব্যবসায়িক পার্টনারশিপ সংযোগ এবং প্রসারিত করে।

Avantlink  এফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্কে ইন্ডাস্ট্রি লিডিং টেকনোলোজিতে অনেক এগিয়ে আছে। সংখ্যার চেয়ে গুণগত মানের ওপর গুরত্বারোপ করা এর একটি অন্যতম বৈশিষ্ট্য। এখানে নতুন নতুন টুলসের সমারহ সবসময় চলতে থাকে।

এগুলো ছাড়াও অনলাইন জুড়ে আরো অনেক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক রয়েছে। আপনাকে সহজ করে দেওয়ার জন্য  অর্থাৎ, খুঁজে নেয়ার সুবিধার্থে এখানে বাছাইকৃত সেরা ১০টি অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে  আলোচনা করা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগদান করতে পারবেন। 


তাহলে আজ এখানেই থাকল। আশা করি, অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আমার এ আর্টিকেল পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন কিন্তু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments