মোটামোটি আমাদের সবার স্মার্টফোনেই বিভিন্ন ডিকশনারি অ্যাপ আছে। যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না, তাই সকল ইংরেজি শব্দের অর্থ আমাদের জানা সম্ভব হয় না। ফলে ইংরেজি টু বাংলা কিংবা বাংলা টু ইংরেজি একটা ডিকশনারি অ্যাপ আমাদের ফোনে রাখতেই হয়। কিন্তু গুগল প্লে স্টোরে তো অনেক ডিকশনারি অ্যাপ আছে, কোনটা আমাদের ফোন এবং ব্যবহারের জন্য ভাল এটা আমরা অনেকেই জানি না।
যার জন্য অনেক সময় ডিকশনারি ব্যবহার করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই আর যাতে কখনো ডিকশনারি অ্যাপ নিয়ে কোন ঝামেলা পড়তে না হয় সেজন্যই আজকের এই সাজেশন। ডিকশনারি সমস্যা সমাধান করতে আজ আলোচনা করবো স্মার্টফোনের জন্য ভাল এবং সহজ ব্যবহার উপযোগী ৫ টি বাংলা ডিকশনারি অ্যাপ নিয়ে। তাহলে, চলুন শুরু করা যাক,,,,,,,!!!
1. Bangla Dictionary
ইংরেজি শব্দের অর্থ জানার জন্য এটি একটি সেরা অ্যাপ। অ্যাপসটি এখন পর্যন্ত 50 লক্ষেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। তাছাড়া এই অ্যাপটির গুগল প্লে স্টোর রিভিউ রয়েছে 138 হাজার এবং 4.5 রেটওং এ আছে।
আরো পড়ুনঃ আসল ভিডমেট অ্যাপ (VidMate App) ডাউনলোড করব কিভাবে?
কেন এটি ব্যবহার করবেন?
- ইন্টারনেট সংযোগ ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন।
- ইংরেজি টু বাংলা অর্থের পাশাপাশি বাংলা টু ইংরেজি অর্থও জানতে পারবেন।
- একটি শব্দের Definition সহ Antonym এবং Synonym জানার সুযোগ রয়েছে।
- অন্য যেকোন জায়গা থেকে শেয়ারিং ফিচারের ব্যবহার করে এই অ্যাপসের মাধ্যমে যেকোন শব্দের অর্থ বের করতে পারবেন।
- শব্দের উচ্চারণ জানতে পারবেন।
- ভয়েস চার্চ করে শব্দের অর্থ জানতে পারবেন।
- গেইমের মাধ্যমে ইংরেজি দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে।
2. English To Bangla Dictionary
English to Bangla Dictionary অ্যাপটিতে দুই লক্ষেরও অধিক শব্দের অনুবাদকৃত অর্থ রয়েছে। ইংরেজি শব্দের বাংলা অর্থের পাশাপাশি রয়েছে সমার্থক শব্দ এবং উক্ত শব্দ দ্বারা তৈরীকৃত উদাহরণ বাক্য।
কেন এটি ব্যবহার করবেন?
- যেকোন ইংরেজি শব্দের অর্থ জানার পাশা সমার্থ শব্দ এবং উক্ত শব্দ দ্বারা তৈরিকৃত উদাহরণ বাক্য জানতে পারবেন।
- শব্দের উৎপত্তিস্থল জানতে পারবেন।
- শব্দের উচ্চারণ জানতে পারবেন।
- ভয়েস সার্চের সুযোগ রয়েছে।
- পার্টস অফ স্পিচ সহ বিভিন্ন গ্রামারটিক্যাল টপিক রয়েছে।
- এনসাইক্লোপিডিয়া-এর সুযোগ রয়েছে।
- এতে শব্দের অর্থ জানার পাশাপাশি থাকছে গ্রামার টিপস।
- থাকছে ওয়ার্ড অফ দ্যা ডে (Word of the day) এর মতো ফিচার।
3. Google Translate
শব্দের অর্থ জানার জন্য এটি একটি বেস্ট অ্যাপ। সর্বমোট প্রায় ১০৮ টি ভাষায় শব্দের অনুবাদ দেখার সুযোগ রয়েছে তাতে। তার মধ্যে আবার ৫৯ টি ভাষায় অনুবাদ রয়েছে যাদের কে আপনি চাইলেই অফলাইনে ব্যবহার করতে পারেন।
আরো পড়ুনঃ ৭ টি জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার!
কেন এটি ব্যবহার করবেন?
- যেকোন শব্দ বা বাক্য তাৎক্ষণিক ট্রান্সলেশন করা যায়।
- অফলাইনেও ব্যবহার করা যায়।
- ক্যামেরা ব্যবহার করে যেকোন শব্দের অনুবাদ জানা যায়।
- ফটো থেকে যেকোন শব্দের অনুবাদ করা যায়।
- ১০৮ টি ভাষায় অনুবাদ করা যায় বলে বাংলা ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষার ক্ষেত্রেও আপনি এটি ব্যবহার করতে পারবেন।
4. English – Bangla Dictionary
English – Bangla Dictionary অ্যাপটিতে 2.5 লক্ষেরও বেশি শব্দের অর্থ রয়েছে। রয়েছে ইংরেজি শব্দের বাংলা অর্থ, সাথে বাংলা শব্দের ইংরেজি অর্থ। অর্থের পাশাপাশি শব্দের সংজ্ঞা, বিপরীত শব্দ এবং বাক্যে ব্যবহার এর উদাহরণ ও থাকছে অ্যাপটিতে।
কেন এটি ব্যবহার করবেন?
- এটি আপনি সম্পূর্ণ অফলাইনে ব্যবহার করতে পারবেন।
- এতে শব্দের অর্থের পাশাপাশি শব্দের সজ্ঞা, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ রয়েছে।
- যেকোন শব্দের সাথে বাক্যে ব্যবহারের উদাহরণ ও রয়েছে।
- শব্দের উচ্চারণ জানতে পারবেন।
- এতে ওয়ার্ড অফ দ্যা ডে (Word of the day) ফিচারও আছে।
- এতে আরো আছে র্যান্ডম ওয়ার্ড ফ্ল্যাশ কার্ড (Random word flash card) এর সুবিধা।
5. Bangla Dictionary Multifunctional
Bangla Dictionary Multifunctional অ্যাপটি একটি সম্পূর্ণ অফলাইন ডিকশনারি, যা 5 লক্ষেরও অধিকবার ডাউনলোড হয়েছে। গুগল প্লে স্টোরে 5 হাজারের ও বেশি রিভিউ এবং 4.4 রেটিং এ আছে।
কেন এটি ব্যবহার করবেন?
- যেকোন শব্দের অর্থের পাশাপাশি সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ জানতে পারবেন।
- শব্দের সজ্ঞা এবং বাক্যে ব্যবহারের উদাহরণ পাবেন।
- ২৪ লেভেল সমৃদ্ধ কুইজ গেম।
- এতে রয়েছে ইংরেজি গ্রামার শেখার সুযোগ।
- এটিকে আপনি লাইভ ওয়েলপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। ফলে অ্যাপ ওপেন না করেই নতুন নতুন শব্দের অর্থ শিখতে পারবেন।
সর্বশেষ
উপরের ৫ টি অ্যাপের প্রত্যেকেটই ভাল এবং ব্যবহার উপযোগী। আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে যেকোন একটি অ্যাপ ডাউনলোড দিতে পারেন। তবে কখনো যদি কোন শব্দের অর্থ এসকল অ্যাপে খোঁজে না পান (যদিও এমন শব্দ খুব কমই আছে) বা আপনি যদি সব সময় ইন্টারনেট কানেকশনের সাথে যুক্ত থাকেন, তাহলে অ্যাপ ব্যবহার না করেও গুগল থেকে যেকোন শব্দের অর্থ খোঁজে নিতে পারেন। তার জন্য যেকোন ব্রাউজারে গিয়ে (যেমন- Chrome, UCBrowser, Opera mini ইত্যাদি) “En to Bn” অথবা “English to Bangla” লিখে সার্চ করুন বা এখানে ক্লিক করুন। তাহলে আপনি যেকোন শব্দের অর্থ অনায়াসে জানতে পারবেন।
লিখাটি ভাল লাগলে অবশ্যই আপনার যেসকল বন্ধুরা কোন ডিকশনারি অ্যাপটি ভাল, তা জানে না তাদের কাছে শেয়ার করুন।
এমন আরো কোন কোন টপিকের উপর পোস্ট চান কমেন্টে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ।