Homeপ্রযুক্তিঅনলাইনে আয়সেরা ৫টি এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার

সেরা ৫টি এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার

এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার কোম্পানিগুলো তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলির সাফল্য ম্যানেজ এবং ট্র্যাক করতে সহায়তা করে।

আজ, আমরা শীর্ষ 5 টি এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তবে প্রথমে, আমরা অ্যাফিলিয়েট সফ্টওয়্যারগুলির সুবিধা , সফ্টওয়্যারটি আপনার পক্ষে সঠিক কিনা এবং কীভাবে তা নির্ধারণ করা যায় এগুলো সম্পর্কে জানাব যা আপনার ব্যবসায়ের প্রয়োজনে সঠিক সফ্টওয়্যার প্রোগ্রাম বাছতে সহায়তা করে।

এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার এটি নিয়ে কথা বলার আগে এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটু বলে নেই।

এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার

আমরা জানি, মার্কেটিং মানেই কোন প্রোডাক্ট বা সেবার প্রচার যা ক্রেতাকে ঐ প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী করে তোলে। ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি ক্ষেত্রে হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। সহজভাবে বলতে গেলে কোন প্রোডাক্টের পরোক্ষ প্রচারণা চালিয়ে সেটি বিক্রির মাধ্যমে নির্ধারিত কিছু অংশ কমিশন পাওয়ায় হচ্ছে এফিলিয়েট মার্কেটিং।

এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার

এফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই কোন না কোন এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। অনলাইন এ অনেক অনেক এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার রয়েছে এবং বেশিরভাগ ব্যবহৃত সফটওয়্যার গুলো সব সময় বেশ দামী হয়ে থাকে। এ কারণে এসব সফটওয়্যারগুলোর মধ্য থেকে নিজের চাহিদা, কাজের ধরণ, সামর্থ্য ও পছন্দ অনুযায়ী একটি বেছে নেওয়া জরুরী। আপনাদের সে সিদ্ধান্ত নেওয়ায় সাহায্য করার জন্যই আজ আমি সেরা ৫ টি এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব।

এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার কী কাজে লাগে?

তাহলে এবার জেনে নিন , এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার কী কাজে লাগে।

ধরুন আপনি এফিলিয়েট মার্কেটিং শুরু করলেন, এর জন্যে প্রচার প্রচারণাও শুরু করলেন, কিন্তু ডিজিটাল যুগে আপনি নিশ্চয়ই কোন ক্রেতাকে হাত ধরে ধরে সাথে নিয়ে গিয়ে প্রোডাক্ট কিনে দিবেন না! কম্পিউটারের সামনে বসে আপনি যে প্রচারণা করেছেন, তাতে আগ্রহী হয়ে ক্রেতা একটি প্রোডাক্ট কিনল, কিন্তু বিক্রেতা সেটি কীভাবে জানবে ?

বিক্রেতাকে জানানোর জন্য আপনাকে একটি সিস্টেমের সাহায্য নিতে হবে। এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার হচ্ছে সেই সিস্টেম যা আপনার প্রচারণা, পেমেন্ট, ক্রেতার তথ্য, সেসব ট্র‍্যাকিং করে সবকিছু ম্যানেজ করবে। একটি ভালো এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার ছাড়া এফিলিয়েট মার্কেটিংয়ে ভালো করা সম্ভব নয়।

এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার এর সুবিধা

  • অ্যাফিলিয়েট মার্কেটিং সফ্টওয়্যার অ্যাফিলিয়েট মার্কেটিং রান করার একটি প্রয়োজনীয় অংশ।
  • কোনও অ্যাফিলিয়েট প্রোগ্রামে অনুমোদিত তৃতীয় পক্ষগুলি আপনার ব্র্যান্ডের সাইটের সাথে লিঙ্কগুলি থাকে বা ব্লগ পোস্ট এবং সামাজিক মিডিয়া পোস্ট সহ তাদের নিজস্ব সামগ্রী চ্যানেলগুলিতে সঞ্চয় করে। এই লিঙ্কগুলি অ্যাফিলিয়েট লিঙ্ক হিসাবে পরিচিত।
  • যখনই কেউ এফিলিয়েট লিংকে ক্লিক করে কোন কিছু ক্রয় করে,তখন পুরস্কার হিসেবে ব্যবসায়ী আপনাকে সেই ক্রয়ের উপর কিছু কমিশন দিবে।
  • এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার আপনাকে এফিলিয়েট নিয়োগ করতে, অন্যান্য এফিলিয়েট লিংকগুলো সহজে সেটআপ করতে এবং কুকিজ এবং পিক্সেল ব্যবহার করে প্রতিটি লিঙ্কের মাধ্যমে উৎপাদিত বিক্রয় ট্র্যাক করতে সক্ষম করে। সঠিক অ্যাফিলিয়েট সফ্টওয়্যার দিয়ে আপনি সহজেই আপনার শীর্ষস্থানীয় এফিলিয়েট পার্টনারশিপগুলো সনাক্ত করতে পারেন এবং তাৎক্ষণিকভাবে আপনার এফিলিয়েটগুলো সকলকে একটি প্ল্যাটফর্মে ক্ষতিপূরণ দিতে পারেন ইত্যাদি।

সেরা পাঁচটি এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার হলোঃ

  • Post Affiliate Pro
  • Everflow
  • AffTrack
  • LinkTrust
  • CAKE

Post Affiliate Pro

শীর্ষস্থানীয় এফিলিয়েট সফটওয়্যার গুলোর মধ্যে Post Affiliate Pro একটি। এটি 170 টিরও বেশি সিএমএসের (CMS) পাশাপাশি সেরা পেমেন্ট গেটওয়েতে লিঙ্ক করতে পারে।

এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছেঃ

  • কাস্টমাইজযোগ্য ইন্টারফেস
  • থিমস
  • বহুভাষিক সমর্থন করে
  • ফোর্সড ম্যাট্রিক্স
  • সরাসরি লিংক ট্রাকিং
  • এফিলিয়েট লিংক স্টাইল
  • ফ্রড প্রোটেকশন
  • ট্রেন্ড রিপোর্ট
  • লিংক ব্যানার হিসেবে ইমেজ
  • টেক্স কিংবা ফ্লাশফাইল ব্যবহার ইত্যাদি

Post Affiliate Pro ব্যবহারের জন্য মাসিক সর্বনিম্ন খরচ মাসে ৯৭ ডলার বা প্রায় সাড়ে আট হাজার টাকা। এছাড়াও রয়েছে ১৪ দিনের ফ্রি ট্রায়াল ভার্সন।

Post Affiliate Pro সোর্স

Everflow

দারুণ সব ফিচার, সাথে ইউজার ইন্টারফেসের মিশ্রনের জন্য প্রায় সবার কাছেই Everflow সেরা এফিলিয়েট ট্র‍্যাকিং প্লাটফর্ম। এর বিশিষ্ট বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে:

  • graph গ্রাফ এবং প্রতিবেদনের আকারে লাইভ ডেটা
  • অত্যন্ত দ্রুত রেসপন্স
  • খুব সহজে মোবাইল এবং ডেক্সটপের ট্রাফিক হ্যান্ডেল করা যায়।
  • কাজের চলমান পরিস্থিতিতে গ্রাফের মাধ্যমে দেখা যায়।
  • অ্যাডভান্সড নোটিফিকেশন সিস্টেম
  • অ্যাডভান্সড মেডিয়া বায়িং টুলস
  • বহুমাত্রিক প্রতিবেদন এবং বিশ্লেষণ সিস্টেম ইত্যাদি।

খরচ ও সুবিধার কথা বিবেচনা করলে যে কোন সফট্ওয়্যারের চেয়ে এটি অনেক এগিয়ে থাকবে। মাসে ২০০ ডলার বা ১৭০০০ টাকা থেকে শুরু।এর ট্রায়াল ভার্সন নেই। তবে আপনি ইচ্ছে করলে ডেমো থেকে দেখে নিতে পারবেন যে এটি কীভাবে কাজ করে।

EverFlow সোর্স

AffTrack

AffTrack হ’ল একমাত্র এন্টারপ্রাইজ সাআস (SAAS) সমাধান যা সীমাহীন ক্লিকগুলি সরবরাহ করে। AffTrack আসলে একটি এফিলিয়েট ট্র‍্যাকিং সিস্টেমের চেয়ে অনেক বেশি কিছু।এটি ২০০৯ সাল থেকে এফিলিয়েট নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। চমৎকার মোবাইল ফ্রেন্ডলি ইন্টারফেস, একে আরও অনেক বেশি সহজ এবং ব্যবহারযোগ্য করে তুলেছে।

AffTrack এর উল্লেখযোগ্য ফিচারের মধ্য রয়েছে

  • পুরোপুরি ফ্রি প্রক্সি ডিটেকশন
  • শতভাগ রিয়েলটাইম অ্যানালাইটিক্স
  • জিও-টার্গেটিং
  • ডিভাইস টার্গেটিং
  • চমৎকার সব সুবিধা সম্বলিত ফাইল ম্যানেজার
  • এফিলিয়েট রেফারেল প্রোগ্রাম ইত্যাদি।

খরচের দিক দিয়ে AffTrack অনেকটা এগিয়ে আছে।এর স্টার্টার প্লানের জন্য প্রতি মাসে প্রায় সাড়ে পঁচিশ হাজার টাকার মতো ব্যয় করতে হবে। তবে এখন একটি অফার চলছে এবং এই অফার থাকা পর্যন্ত আপনি যদি এটি ব্যবহার করতে চান তবে ১ ডলারের বিনিময়ে দুইমাস এটি ব্যবহার করতে পারবেন।

AffTrack সোর্স

LinkTrust

LinkTrust নেটওয়ার্কের পাশাপাশি এফিলিয়েট লীড ট্র‍্যাক, কল, কনভারসেশন সবকিছু ম্যানেজ করবে এফিলিয়েট মার্কেটিং সফট্‌ওয়্যার। সফলভাবে প্রচারণা চালানোর জন্য LinkTrust এর তুলনা নেই ।এর মাধ্যমে কাস্টমাইজেবল ইন্টারফেস ব্যবহার করে সার্ভার পোস্ট, কুকিজ, সিপিএ, সিসি, মোবাইল ট্র্যাফিক, এবং পে-পার-কল ইত্যাদির মাধ্যমে সব ধরণের অফলাইন এবং অনলাইন বিজ্ঞাপন ট্র্যাক করতে পারবেন।

অন্যান্য ফিচারের মধ্য রয়েছে –

  • মোবাইল ট্রাকিং
  • রিয়েল টাইম রিপোর্টিং
  • রিমোট ট্রাফিক ম্যানেজমেন্ট
  • ক্যাম্পেইন ম্যানেজমেন্ট
  • এফিলিয়েট ম্যানেজমেন্ট
  • প্রচারণা পরিচালনা
  • জালিয়াতি সনাক্তকরণ ইত্যাদি।

AffTrack এর মতোই এটিও অনেক ব্যায়বহুল। এটি ব্যবহার করার জন্য প্রতিমাসে ২৯৯ ডলার বা প্রায় ২৫৫০০ টাকার মতো গুনতে হবে।এতে ১৪ দিনের ফ্রি ট্রায়াল এবং ডেমো ভার্সন রয়েছে, একারণে কেনার আগে LinkTrust ব্যবহার করে কাজের সিস্টেম বুঝে নিতে পারবেন।

Link Trust সোর্স

CAKE

অ্যাফিলিয়েট নেটওয়ার্ককে ম্যানেজ করার জন্য কার্যকর এবং ক্লাউড ভিত্তিক সফটওয়্যার হচ্ছে CAKE! কার্যকর এই সফটওয়্যারটিতে আপনি এক ড্যাশবোর্ডের মাধ্যমেই সব ধরণের পারফরমেন্স ম্যানেজ এবং চেক করে দেখতে পারবেন। এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যারগুলোর সাথে তুলনা করে একে সিম্পলের মধ্য গর্জিয়াস বলা যায়।

ফ্রড প্রোটেকশন, সপ্তাহে সবদিন সারাক্ষণ অফিশিয়াল সাপোর্ট, পিক্সেল ম্যানেজমেন্ট, ডিভাইস-লোকেশন-ক্যাম্পেইনকে কেন্দ্র করে টার্গেটিং, রিয়েল টাইম ম্যাট্রিক্স

এর অন্যতম বৈশিষ্ট্য হলোঃ

  • ফ্রড প্রোটেকশন
  • সপ্তাহের সবদিন সারাক্ষণ অফিশিয়াল সাপোর্ট
  • পিক্সেল ম্যানেজমেন্ট
  • ডিভাইস-লোকেশন-ক্যাম্পেইনকে কেন্দ্র করে টার্গেটিং
  • রিয়েল টাইম ম্যাট্রিক্স ইত্যাদি।

কেমন খরচ পড়বে সে ব্যাপারে কোন আগাম কোন তথ্য নেই। CAKE এর ডেমো ভার্সন ব্যবহারের পর তাদের সাথে যোগাযোগ করলে এ ব্যাপারে পুরোপুরি জানতে পারবেন।

CAKE সোর্স

এফিলিয়েট মার্কেটিং একটি প্রয়োজনীয় উপায় যার মাধ্যমে খুব সহজে নিজের ব্যবসার প্রচার ও তুলনামূলকভাবে অল্প পরিশ্রম করে অধিক আয় করা যায়। সফল করে তুলতে হলে ভালো একটি এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার ব্যবহারের বিকল্প নেই।সঠিক ধরণের ট্র্যাকিং সফ্টওয়্যার ব্যবহার করে আপনি আপনার সার্ভিসগুলোকে দক্ষতা এবং নির্ভুলভাবে ম্যানেজ করতে, ট্র্যাক এবং ধাক্কা দিতে পারেন। আপনার সাফল্যের জন্য আপনি সর্বদা সেরা এফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন ।

আরও পড়ুনঃ

সেরা ১০টি এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম সম্পর্কে জানুন

অ্যাফিলিয়েট মার্কেটিং কী? অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করার কয়েকটি উপায়

সিপিএ মার্কেটিং কি? নতুনদের জন্য সিপিএ মার্কেটিং করে আয় করার টিপস


আজ এখানেই শেষ করছি। আমার এ আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর কোন ধরনের অভিযোগ বা জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সর্বদা উত্তর দেওয়ার চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments