Homeএকাডেমিকআইসিটি (ICT)সিম কার্ড (SIM Card)

সিম কার্ড (SIM Card)

জিএসএম (GSM- এর পূর্ণরূপ হলো Global System for Mobile Communities) মোবাইল ফোনগুলোর জন্য একটি ক্ষুদ্র মাইক্রোচিপের প্রয়োজন হয়, যাকে সিম কার্ড বলে।

আরও পড়ুন – ব্লুটুথ কি? ব্লুটুথ এর ব্যবহার, বৈশিষ্ট্য / সুবিধা ও অসুবিধা

সিম (SIM) এর পূর্ণরূপ হলো – সাবসক্রাইবার আইডেন্টিটি মডিউল (Subscriber Identity Module)। এটি আকারে ছোট ডাকটিকেটের মতো। সাধারণত মোবাইল ফোনের ব্যাটারির নিচে এটি স্থাপন করতে হয়।

পড়ুন – ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারির ব্যবহার

প্রতিটি মোবাইল ফোনের সেবাদাতা প্রতিষ্ঠান তার নিজস্ব ব্র্যান্ডের সিম কার্ড সরবরাহ করে। এদের একটি আরেকটি থেকে ভিন্ন হয়ে থাকে। এর অভ্যন্তরে সুরক্ষিত উপায়ে Service – Subscriber key (IMSI) সংরক্ষিত থাকে। যা উক্ত মোবাইল ফোনের ব্যবহারকারীকে শনাক্ত করতে পারে। একই সিম কার্ড ভিন্ন ভিন্ন হ্যান্ড সেটে লাগিয়ে ব্যবহার করা যায়।


আজ এ পর্যন্তই। ভাল লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments