Homeঅন্যান্যলাইফ স্টাইলসফেদা | সফেদার উপকারিতা

সফেদা | সফেদার উপকারিতা

সফেদা একটা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর ফল। এটি একটি পরিচিত ফল। কিন্ত অনেকেই এর পুষ্টিগুণ সম্পর্কে জানে না। এর ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, এন্টি-অক্সিডেন্ট, ট্যানিল ইত্যাদি আছে, যা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও সফেদার রয়েছে অনেক স্বাস্থ্য ও সৌন্দর্য উপকারিতা। চলো তাহলে আমরা সফেদার উপকারিতা সম্পর্কে জেনে নেই –

সফেদার স্বাস্থ্য উপকারিতা

সফেদায় থাকা ফাইবার, পলিফেনলিক যৌগ, ভিটামিন সি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। চলুন তাহলে অনেক গুণ সম্পন্ন সফেদার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেই।

আরও পড়ুন – শসা | শসার উপকারিতা

সফেদায় আছে ফাইবার, পলিফেনলিক যৌগ ও ভিটামিন সি যা আমদের দেহকে নীরোগ রাখতে সহায়তা করে। আসুন দেখে নেয়া যাক অনেক গুণ সম্পন্ন সফেদার কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেই –

  • সফেদাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস রয়েছে যা হাড় মজবুত করে।
  • এটি কনজেশন এবং কাশি দূর করতে সাহায্য করে।
  • সফেদাতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহজনিত সমস্যা সমাধান করে অর্থাৎ, এসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
  • সফেদাতে ভিটামিন এ রয়েছে, যা চোখের সমস্যা দূর করে। তাছাড়া রাতকানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।
  • ওজন কমাতে সাহায্য করে।
  • এতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকায়, আমাদের শক্তি প্রদান করে।
  • সফেদা গাছের পাতারও ঔষধি গুণ রয়েছে। এর পাতা ছেঁচে ক্ষত স্থানে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায়।
  • ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে।
  • এর মানসিক চাপ দূর করার ক্ষমতা রয়েছে। যারা অনিদ্রা উদ্বেগ এবং বিষণ্ণতা রোগে ভুগছেন তাদেরকে ডাক্তাররা সফেদা খেতে বলেন। এতে অনিদ্র,উদ্বেগ এবং বিষন্নতা থেকে মুক্তি পাওয়া যায় ইত্যাদি।

রূপচর্চায় সফেদা

সফেদাতে অনেক ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা আমাদের সুস্থ ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। চলুন তাহলে জেনে নেই সফেদার কিছু সৌন্দর্য উপকারিতা।

  • সফেদাতে ভিটামিন এ’ ও সি’ রয়েছে যা ত্বক সুন্দর ও উজ্জ্বল করতে সাহায্য করে। এতে আরো ভিটামিন রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বককে কোমল করে।
  • চামড়ায় ছত্রাকের আক্রমণ রোধে সাহায্য করে। এছাড়াও ত্বকে ভাইরাসজনিত ফুসকুড়ি উঠা রোধেও সাহায্য করে।
  • এ ফলের বীজের ঔষধি গুণাগুণও অনেক বেশি। চামড়ায় যেকোন ধরনের ইনফেকশন দূর করতে সফেদার তেল কার্যকর ইত্যাদি।

তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আশা করি, সফেদার উপকারিতা সম্পর্কে অল্প কিছু হলেও ধারণা দিতে পেরেছে। আর আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments