Homeপ্রযুক্তিপ্রযুক্তি বিষয়ক তথ্যসঠিক নিয়মে মোবাইল চার্জ দেওয়ার ৭ টি টিপস (মোবাইলের ব্যাটারি ভালো রাখার...

সঠিক নিয়মে মোবাইল চার্জ দেওয়ার ৭ টি টিপস (মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়)

বর্তমানে প্রায় ৮০% লোক স্মার্টফোন ব্যবহার করে। এরমধ্যে ৭০% ব্যবহারকারীদের মোবাইলের ব্যাটারি এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। এ কারণে মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য আপনাকে প্রথমেই মোবাইল চার্জ দেওয়ার নিয়ম গুলো জেনে নিতে হবে। মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য আপনার মোবাইল কিভাবে চার্জ করছেন সে বিষয়টির প্রতি নজর দিতে হবে। কারণ বেঠিকভাবে ব্যাটারি চার্জ করলে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।


স্মার্টফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম না জেনেই বেঠিকভাবে স্মার্টফোন চার্জ দেওয়ার ফলে, হঠাৎ করে মোবাইলের চার্জ কমে যায়, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, নিজে নিজে চার্জ শেষ হয়ে যায় এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আরও ব্যাপক সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার ফোনের ব্যাটারি বেশিদিন ভালো রাখার জন্য সঠিকভাবে মোবাইল চার্জ দেওয়ার নিয়ম জেনে রাখা উচিত। চলুন তাহলে এ সম্পর্কে জেনে নেই-

সঠিকভাবে মোবাইল চার্জ দেওয়ার নিয়ম

নতুন অবস্থায় আমরা স্মার্টফোনের অনেক যত্ন নেই। কিছুদিন পুরনো হলেই আমরা আর এ কাজ করি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কারণ সময় যেতে যেতে অনেক কম সময়ের মধ্যে আমাদের মোবাইলের ব্যাটারির অবস্থা দ্রুত খারাপ হতে থাকে।

তাই আপনি যদি আপনার ফোনের ব্যাটারির ক্ষমতা চিরকাল ধরে রাখতে চান তাহলে কিভাবে সঠিকভাবে মোবাইল চার্জ করতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ জেনে নিন। আপনার মোবাইলের ব্যাটারি ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে সঠিকভাবে মোবাইল চার্জ দেওয়া।

সঠিক নিয়মে মোবাইল চার্জ দেওয়ার ৭ টি টিপস

সঠিক নিয়মে মোবাইল চার্জ দেওয়ার ৭ টি টিপস হল-

মোবাইল ফোন কখন চার্জ দিবেন?

স্মার্টফোন চার্জ দেওয়ার সঠিক সময় হচ্ছে যখন ব্যাটারীতে ৫০% এর কম পরিমাণে চার্জ থাকে। মোবাইলে ৫০% – ৯০% এরমধ্যে চার্জের পরিমাণ রাখা অনেক ভালো। এটা অনেক চার্জ এর পরিমান যখনই ৫০% থেকে কমে যাবে তখনই মোবাইল চার্জ দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন ৯০% – ৯৫% এর বেশি চার্জ দিবেন না। তাই ৯০% চার্জ হয়ে যাওয়ার পর চার্জার খুলে রাখবেন। এভাবে নিয়ম করে চার্জ দিলে মোবাইল এর ব্যাটারির স্বাস্থ্য অনেক ভালো থাকবে।

চার্জের পরিমাণ ২০% থেকে কমতে দিবেন না

মোবাইলে বিভিন্ন ধরনের খেলা,ইউটিউবে ভিডিও দেখা,বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করা এবং অন্যান্য অনেক কাজ করতে করতে মোবাইল চার্জ দেওয়ার কথা মনে থাকে না তাইতো? তবে হঠাৎ করে যখন Low Bettery Signal দেখনো হয়, তার মানে হচ্ছে আপনার ফোনে ২০% চার্জ রয়েছে। তবে আমরা এতটাই এসব করতে ব্যস্থ থাকি যে ২০% থেকেও চার্জ অনেক কমে যায়।

আর এভাবেই ৫৫% লোকেরা তাদের মোবাইলের ব্যাটারির ক্ষমতা দিনের পর দিন নষ্ট করত থাকেন। যখন মোবাইলের ব্যাটারি চার্জ ২০% কম থাকে তখন সে অনেক ক্ষেত্রে উইক হয়ে থাকে। তাই দিনের পর দিন ২০% থেকে কম চার্জ কম থাকা অবস্থায় ভারী ভারী গেমস, অ্যাপস মোবাইলে ব্যবহার করেন, তখন নিঃসন্দেহে ব্যাটারি দুর্বল হয়ে যায়।

তাই বেশি সময়ের জন্য মোবাইলের ব্যাটারি ভালো রাখার প্রথম উপায় হচ্ছে, আপনার ফোনের চার্জ এর পরিমাণ কখনো ২০% এর কম হতে দিবেন না। তাছাড়া ২০% থেকে কম চার্জ থাকলে মোবাইল ব্যবহার করবেন না।

আপনি কি ১০০% চার্জ করবেন?

না, আপনার ফোন কখনোই ১০০% পর্যন্ত চার্জ করবেন না। বিভিন্ন মোবাইল এক্সপার্টরা বলেছেন য, যেকোন স্মার্টফোনে১০০% চার্জ না দিয়ে, ৯০-৯৫% চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে।তবে মাসে একবার ০-১০০% ফুল চার্জ দিলে অনেক ক্ষেত্রে ব্যাটারির জন্য ভালো বলে প্রমাণিত হয়েছে।

এ প্রক্রিয়ার মাধ্যমে Battery Recalibrate হবে, এতে Android OS আবার আপনার ফোনের সঠিক Battery level দেখাতে সক্ষম হবে।তাই মাসে কমপক্ষে ১-২ বার ০-১০০% চার্জ দিবেন।

চার্জের সময় ফোন ব্যবহার করবেন না

মোবাইল ফোন চার্জ দিয়ে কখনই ব্যবহার করবেন না। অনেকেই মোবাইল চার্জ দিয়ে গেইম খেলে, ভিডিও দেখে বা অন্যান্য কাজ করে।এতে করে মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন নিউজে আপনারা এ ধরনের মোবাইল বিস্ফোরণের খবর দেখতে পাবেন।

চার্জে থাকা অবস্থায় যখন মোবাইল ব্যবহার করা হয় ,তখন মোবাইলের ডিসপ্লে, প্রসেসর এবং অন্যান্য অংশ তে ব্যাটারির থেকেই পাওয়ার ব্যবহার হতে থাকে। এতে মোবাইলের ব্যাটারি অধিক পরিমাণে গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে আপনার মোবাইলের ব্যাটারি অনেক কম সময়ের মধ্যে খারাপ হয়ে যাওয়ার সুযোগ থাকে।

আরো পড়ুন- ব্লুটুথ চালু রাখলে কতটুকু ব্যাটারির ক্ষয় হয়?

তাই চার্জে বসিয়ে মোবাইলফোন কখনো ব্যবহার করবেন না। এতে আপনার ব্যাটারি ভালো থাকবে।

Battery Optimization Apps ব্যবহার করুন

আপনার ফোনের সব সময় কিছু না কিছু অ্যাপ কাজ করতেই থাকে। অনেক Background Functions রয়েছে যেগুলোর কোন প্রয়োজন নেই, এগুলো মোবাইলের চার্জ ব্যবহার করতে থাকে। একারণে ভালো Android Mobile Battery Optimization Apps ব্যবহার করতে পারেন। ব্যাটারি গরম হয়ে গেলে ঠান্ডা করতেও এই অ্যাপ সাহায্য করে।

এতে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া থেকে মুক্তি পাবেন এবং ব্যাটারি ভালো থাকবে। মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য এ ধরনের অ্যাপস ব্যবহার করা অনেক লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে।

সারারাত মোবাইল চার্জে লাগিয়ে রাখবেন না

সারারাত মোবাইল চার্জে লাগিয়ে রাখা ব্যাটারির জন্য অনেক খারাপ। কারণ আপনিই ভেবে দেখুন, আপনার খিদে পেলে আপনি কতটুকু খান, আপনাকে যদি এর চেয়ে বেশি খাওয়ানো হয় তাহলে কি হবে, মোবাইলের ব্যাটারিও ঠিক এরকম।

ব্যাটারীতে যতটুকু চার্জ এর প্রয়োজন হয়, এর থেকে বেশি পরিমাণ চার্জে লাগিয়ে রাখলে স্বাভাবিকভাবে ব্যাটারিতে তার খারাপ প্রভাব পড়বে এবং চার্জের সাথে সংশ্লিষ্ট অনেক সমস্যা দেখা দিবে। তাই যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই চার্জ করার চেষ্টা করবেন। সারা রাতের জন্য মোবাইল চার্জে লাগিয়ে রাখবেন না।

আপনি কি মোবাইলের জন্য পাওয়ার ব্যাংক বা অন্যান্য চার্জার ব্যবহার করবেন?

না, এ কাজটি কখনোই করবেন না। এতে করে মোবাইলের ব্যাটারির আয়ু কমে যাবে। আপনার চার্জারটি যদি নষ্ট হয়ে যায় বা খুঁজে না পান তাহলে অন্য একটি ভালো মানের চার্জার ব্যবহার করুন।

লো-কোয়ালিটির চার্জার ব্যবহার করবেন না। এতে ব্যাটারির ক্ষতি হয়। কমদামি ও সস্তা চার্জার ব্যবহার করার ফলে অনেক মোবাইলের ব্যাটারিতে আগুন পর্যন্ত লেগে যায়। তাই যতটা সম্ভব আপনার ফোনের সাথে দেওয়া চার্জার ব্যবহার করবেন। পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না।

চার্জার নষ্ট হয়ে গেলে মোবাইল কোম্পানি সার্ভিস সেন্টারে গিয়ে অরিজিনাল চার্জার কেনার চেষ্টা করবেন। মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য এটি মেনে চলা সবার জন্য জরুরী।

শেষ কথা

তাহলে বন্ধুরা আজ এখানেই থাকলো। আপনি যদি উপরের নিয়ম মেনে মোবাইল চার্জ দেন তাহলে অনেক বেশি সময়ের জন্য ব্যাটারি ভালো থাকবে। তাই মোবাইল চার্জে দেওয়ার নিয়মগুলো প্রয়োগ করুন এবং আপনার স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখুন। আর আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

1 COMMENT

  1. আপনার সাইটের ডিজাইন এবং কন্টেন্টগুলো খুবই কার্যকরি। আমি অনেক উপকৃত হয়েছি।আপনার সাইট ও কন্টেন্ট থেকে আশা করি অন্যরা উপকৃত হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments