HomeDownloadAndroidশেয়ারইট ডাউনলোড করব কীভাবে? Shareit Download

শেয়ারইট ডাউনলোড করব কীভাবে? Shareit Download

আজ আমরা জানব কিভাবে শেয়ারইট ডাউনলোড করতে হয়।

স্মার্টফোন দিয়ে ডাটা ট্রান্সফার করার অন্যতম একটি মাধ্যম হলো শেয়ারইট এপস। স্মার্টফোনের সাহায্যে আপনি গুগল প্লে স্টোর থেকে শেয়ারইট ডাউনলোড করে খুব সহজেই তথ্য আদান-প্রদান করতে পারবেন।

কিন্তু অনেকেই এ অ্যাপ সম্পর্কে এবং এটি কীভাবে ডাউনলোড করবে সে সম্পর্কে জানে না। তাই আজ আমি শেয়ারইট কি এবং এটি ডাউনলোড করব কীভাবে সে নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন এ সম্পর্কে জেনে নেই।

শেয়ারইট ডাউনলোড

শেয়ারইট (Shareit) কি?

শেয়ারইট হলো ফাইল শেয়ারিং করার অ্যাপ। এর মাধ্যমে ব্লুটুথের চেয়ে কয়েকগুণ দ্রুত গতিতে ফাইল শেয়ার করা যায়। ২০১৫ সালে এটি তৈরি করা হয়। এর গুণগত মান ভালো হওয়ায় এটি খুব সহজেই জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৪৫ টি ভাষা শেয়ারিট সাপোর্ট করে।

পড়ুন – ইউটিউব (YouTube) ডাউনলোড করব কীভাবে?

এই অ্যাপটি বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য চালু করা হয়েছে। যেমন – Android, IOS, Mac OS, Windows 10 ইত্যাদি।

শেয়ারইট (Shareit) এপস ডাউনলোড করব কীভাবে?

শেয়ারইট ডাউনলোড করা এখন একদম সোজা। নিম্নের ধাপগুলি অনুসরণ করে আপনি খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

ধাপ – ০১

প্রথমে Google Play Store থেকে Shareit লিখে সার্চ করুন। তারপর আপনি নিচের ছবির মতো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।

শেয়ারইট

অথবা, নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন।

ধাপ – ০২

ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি Open করুন। তারপর AGREE AND CONTINUE এ ট্যাপ করুন।

শেয়ারইট ডাউনলোড

ধাপ – ০৩

এবার আপনি Allow SHAREIT to make and manage phone calls? লিখা নতুন একটি পেইজ দেখতে পাবেন। সেটি Allow করে দিন।

শেয়ারইট এক্সেস

ধাপ – ০৪

Allow Shareit to access this device’s location? নামে নতুন পেইজ দেখতে পাবেন । সেখান থেকে Allow only while using the app এ ক্লিক করুন।

ধাপ – ০৫

এ ধাপেও নিচের ছবির মতো নতুন একটি পেইজ দেখতে পাবেন। সেটি Allow করে দিন।

ধাপ – ০৬

এ ধাপে আপনি ছবি এড করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। আপনি চায়লে সেগুলো ওম্নই রেখে দিতে পারবেন। এগুলো করা হয়ে গেলে Enter Shareit এ ক্লিক করুন।

ধাপ – ০৭

এবার আপনি শেয়ারইটের হোমপেইজ পেয়ে যাবেন। সেখান থেকে Send ও Received এর মাধ্যমে ইচ্ছেমত ডাটা ট্রান্সফার করতে পারবেন। ব্যাস কাজ শেষ।


আরও পড়ুন – হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব কীভাবে?

ত বন্ধুর আজ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আপনাদের সামনে আরেকটি আর্টিকেল নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন আর আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments