HomeUncategorizedশিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

সামাজিক যোগাযোগের জন্য বর্তমানে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফেসবুক। এর ব্যবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতি সেকেন্ডে ৫ জন করে ফেসবুক একাউন্ট খুলছে। এর মাধ্যমে বিভিন্ন বিষয় পোস্ট করা যায়, শেয়ার করা যায়। তাছাড়া অন্যের পোস্ট বা শেয়ার করা তথ্য দেখা যায়। অনেকে আছে যারা শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস দিতে চায়। এর জন্য ইন্টারনেটে সার্চ করে। তাই আজ আমি শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন এ নিয়ে জেনে নেই –

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

শিক্ষামূলক স্ট্যাটাস পেতে কে না ভালবাসে!!! তাই চলুন কতগুলো শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস জেনে নেই –

“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।”

“তোমাদের মাঝে সেই ব্যক্তি সর্বোত্তম, যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অপর চোখ দিয়ে অন্যের গুণ দেখে।” – হযরত মুহাম্মদ (সাঃ)

“ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। “

“বুদ্ধিমানরা জরুরি কাজে তাদের সময় ব্যয় করে।”

“হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না।”

“তুমি যদি মনে কর তুমি পারবে বা পারবে না, দু ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক।”

“সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।”

“অনেক দিন পূর্বেই বুঝেছি যে শুওরের সাথে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই। শরীর নোংরা হয়ে যাবে আর শুওরটি এটায় পছন্দ করবে।”

“সময় থাকতে যাকে মূল্য দিবে না – সময় ফুরালে তার নাগাল আর চায়লেও পাবে না! কারণ আত্মসম্মান সবারই আছে।” –

এগুলো ছাড়াও আরও অনেক অনেক স্ট্যাটাস রয়েছে।

বিখ্যাত ব্যক্তিদের শিক্ষামূলক উক্তি

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস হিসেবে আপনি বিখ্যাত ব্যক্তিদের শিক্ষামূলক উক্তি ব্যবহার করতেন পারেন। তেমনই বাছাই করা কিছু উক্তি হলো –

“আমি বিশ্বাস করি যে, আপনি যদি মানুষদের সমস্যা দেখান এবং সমাধানটাও দেখান, তবে মানুষ স্থানান্তর হবেই ।”-বিল গেটস।

“মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়,কারণে অকারণে বদলায়।” – মুনির চৌধুরী

“আপনি যদি কোনকিছু ভালোভাবে করতে না পারেন তাহলে অন্তত চেষ্টা করুন।” – বিল গেটস

“একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।” – শেখ সাদী

“ভালোবাসা একটা পাখি যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়। আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চায়।”- হুমায়ুন আহমেদ

“আমরা সর্বদাই আগামী দুবছরে যা ঘটবে সেগুলিকে বেশি গুরুত্ব দিই, আর আগামী দশ বছরে যা ঘটতে চলেছে তাকে অবহেলা করি। কখনোই নিজেকে অবহেলা করবেন না।”-বিল গেটস।

“সফলতা উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে।”-বিল গেটস।

“বড় কিছু পেতে গেলে, আপনাকে অনেক সময় বড় ঝুঁকি নিতে হবে।”-বিল গেটস।

 “সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়” – নেলসন ম্যান্ডেলা

 “চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে” – ড. এপিজে আব্দুল কালাম

“সৎ কর্ম যত ছোটই হোক, তা কখনও বৃথা যায় না”– দার্শনিক ঈশপ

“খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো।” – জর্জ ওয়াশিংটন

এছাড়া আরও অনেক শিক্ষামূলক উক্তি রয়েছে।

আরও পড়ুন – জনপ্রিয় কয়েকটি ইসলামিক ফেসবুক আইডির নাম

ইসলামিক শিক্ষামূলক উক্তি

অনেকে আছে যারা ইসলামিক শিক্ষামূলক উক্তি খুঁজে ফেসবুক স্ট্যাটাস হিসেবে শেয়ার করে। তাই তাদের জন্য কয়েকটি ইসলামিক শিক্ষামূলক স্ট্যাটাস দেওয়া হলো –

“অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা বড় জিহাদ।” – তিরমিযী

“অপচয়কারী শয়তানের ভাই।” – আল হাদিস

 “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে” হযরত আলী (রাঃ)

“আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে।” – সহীহ মুসলিম

“তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো” – বুখারী

“কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা।” – লুকমান (আ:)

“এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।” – ড. বিলাল ফিলিপ্স

“মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন৷ তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন৷ তাদের সাথে ধৈর্যশীল হোন৷ পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালটা দেখুন৷” – শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক

“তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়।” – নবী (সাঃ)

“তোমাদের যত বড় বড় পিএইচডি ডিগ্রি আর সার্টিফিকেট থাকুক না কেন, যদি আল্লাহ্ ও তার রাসুলের(সাঃ) সাথে তোমাদের সম্পর্ক না থাকে তাহলে তোমরা মূর্খ, মূর্খ।” – ভাষাবিদ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

এছাড়া আরও অনেক অনেক ইসলামী শিক্ষামূলক উক্তি রয়েছে।

ত আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments