Homeবাংলাবাংলা ব্যাকরণশব্দ দিয়ে বাক্য গঠন কর

শব্দ দিয়ে বাক্য গঠন কর

যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। কতগুলো পদ মিললেই বাক্য হয় না। বাক্য হতে হলে বাক্যের বিভিন্ন পদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। মূলত বাক্য হলো আকাঙ্খা, আসত্তি ও যোগ্যতা সম্পন্ন পদসমষ্টি যা বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। আর এটিই হচ্ছে বাক্য গঠন। বাক্য গঠনটি একটি বাক্যের মধ্যে শব্দ, বাক্যাংশ, এবং উপাদানের বিন্যাস।

পড়ুন – বাক্য কি বা কাকে বলে? গঠন ও অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ

শব্দ দিয়ে বাক্য গঠন

নিম্নে কয়েকটি শব্দ দিয়ে বাক্য গঠন করা হলো –

প্রদত্ত শব্দ বাক্য গঠন
দক্ষইফাদ একজন দক্ষ ইনঞ্জিনিয়ার।
শব্দশব্দ দূষণের ফলে পরিবেশের অনেক ক্ষতি হয়।
কর্তব্য বাবা – মায়ের প্রতি আমাদের কর্তব্য পালন করা উচিত।
প্রচুরইফাদ অনলাইনে কাজ করে প্রচুর ইনকাম করছে।
সম্পদসুস্বাস্থ্য জীবনের অমূল্য সম্পদ।
স্বাস্থ্যস্বাস্থ্যই সকল সুখের মূল।
সুন্দরবনসুন্দরবনে পশু-পাখি এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
ছাত্রছাত্রীলেখাপড়া করা ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য।
নিষিদ্ধযেখানে সেখানে গাড়ি পার্কিং করা নিষিদ্ধ।
স্বভাবতার স্বভাব খুবই বাজে।
স্থান পাহাড়ি এলাকায় অনেক নির্জন স্থান রয়েছে।
জ্ঞানীমূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো।
নির্বিঘ্নযাত্রীরা নির্বিঘ্নে দেশ ছাড়ল।
কষ্টকষ্ট করলে কেষ্ট মেলে।
আনন্দপাখিরা আকাশে ওড়ে আনন্দ পায়।

আরও পড়ুন – বাক্য রূপান্তর বা বাক্য পরিবর্তন কি? কি কি উপায়ে বাক্য পরিবর্তন হয়

তাহলে আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments