Homeইসলামলাইলাতুল কদর বা শবে কদরের নামজের নিয়ত

লাইলাতুল কদর বা শবে কদরের নামজের নিয়ত

লাইলাতুল কদর বা শবে কদরের রাতে কুরআন নাযিল হয়। তাই এ রাতটি হাজার মাসের রাত থেকে উত্তম।এ রাতটির জন্য মুমিনরা দীর্ঘ এক বছর অপেক্ষা করে। প্রত্যেক বছর রোজার মাসের শেষ দশ রাতের যেকোনো বিজোড় রাতে এটি সংঘটিত হয়।

পড়ুন – লাইলাতুল কদর বা শবে কদরের দোয়া

এ রাতের ইবাদাত বন্দেগী হাজার মাসের রাতের ইবাদাত বন্দেগীর সমান। তাই এ রাতের মর্যাদার দিকে লক্ষ্য করে প্রত্যেক মুসলমান নর-নারীর গুনাহ মাপের জন্য সমস্ত রাত জাগিয়া নফল নামাজ, কুরআন তেলাওয়াত, যিকির ইত্যাদির মাধ্যমে অতিবাহিত করা উচিত। কারণ আল্লাহ তা’আলা এ রাতের উছিলায় প্রত্যেকের গুনাহ মাফ করে দিবেন। চলুন শবে কদরের নামাজের নিয়ত সম্পর্কে জেনে নেই –

আরও পড়ুন – তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ সহ এবং পড়ার নিয়ম

শবে কদর বা লাইলাতুল কদর নামাজের নিয়ত

বাংলা উচ্চারণঃ “নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকআতাই ছালাতিল লাইলাতিল ক্বাদরি সুন্নাতু রাসূলিল্লাহি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”

অর্থ: “আমি কিবলামুখী হয়ে আল্লাহর (সন্তুষ্টির) জন্য শবে কদরের দুই রাকআত নফল নামাজ পড়ার নিয়ত করলাম- আল্লাহু আকবর।”

ত আজ এ পর্যন্ত। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments