HomeUncategorizedরেডমি ফোনের দাম | ২০২১ সালের সেরা ফোন

রেডমি ফোনের দাম | ২০২১ সালের সেরা ফোন

আমাদের দেশের বাজারে শাওমি ও রেডমি ব্র‍্যান্ডের ফোনগুলো জনপ্রিয়তায় সবার উপরে রয়েছে বলা যেতে পারে। শাওমি ও রেডমি ফোনের অসাধারণ স্পেসিফিকেশন এর সাথে সাশ্রয়ী দাম এর মাধ্যমে দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের মন জয় করে দিয়েছে শাওমি। সাথে স্ট্যান্ডার্ড ক্যামেরা কোয়ালিটি তো আছেই। আপনার পছন্দের তালিকায় যদি শাওমি হয়ে থাকে তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্যই সাজানো হয়েছে। আজকে আমরা আলোচনা করবো রেডমি ফোনের দাম নিয়ে।

রেডমি ফোনের দাম

সিরিয়ালি ফোন গুলো দামের মানের উর্ধ্বক্রমে সাজানো হয়েছে। আলোচ্য সকল ফোনের দাম শাওমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন অফার কিংবা মূল্যছাড় কারণে ফোনের দাম কম বা বেশিও হতে পারে।

তো চলুন দেখে নেই রেডমি ফোনের দাম এবং স্পেসিফিকেশন গুলো।

আরও পড়ুনঃ ২০২০ সালের জনপ্রিয় কয়েকটি মোবাইল ফোন

আরেকটা কথা, আপনার যদি দেশের অন্যান্য জনপ্রিয় ব্রান্ডের ফোনগুলোর প্রতি আগ্রহ থেকে থাকে তাহলে এই ফোনগুলোও দেখতে পারেন।

ভিভো ফোনের দাম | ২০২১ সালের সেরা ভিভো ফোন

রিয়েলমি ফোনের দাম – ২০২১ সালের সেরা রিয়েলমি ফোন

শাওমি রেডমি ৯এ বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi 9A Price in Bangladesh

বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে শাওমির সবচেয়ে কম দামি ফোন, শাওমি রেডমি ৯এ। সাধারণ ব্যবহারের জন্য রেডমি ৯এ একটি আদর্শ ফোন। এটির বিশাল ব্যাটারি আর ব্যবহারযোগ্য ক্যামেরা সাধারণ ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে সক্ষম। সুতরাং আবারো বলা হচ্ছে যে ফোনটি সাধারণ ব্যবহারকারীদের জন্য।

শাওমি রেডমি ৯এ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  •  দাম: ৯,৯৯৯টাকা

শাওমি রেডমি ৯ বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi 9 Price in Bangladesh

১৫হাজার টাকা বাজেটের মধ্যে শাওমির রেডমি ৯ ফোনটি বাংলাদেশে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটাপ ও কম দামে ফুল এইচডি প্লাস ডিসপ্লে,সাথে গেমিং প্রসেসর  ফোনটিকে একটি অনবদ্য প্রোডাক্টে পরিণত করেছে। সাধারণ ব্যবহারকারী থেকে শুর করে গেমিং পাগল তরুণ সমাজ পর্যন্ত, সবার চাহিদা মেটাতেই সক্ষম ১৫হাজার টাকা দামের ফোন, শাওমি রেডমি ৯।কিন্তু অনেক ক্ষেত্রেই ফোন টি বাজারে চাহিদা মত পাওয়া যাচ্ছে না।

শাওমি রেডমি ৯ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল মেইন শ্যুটার+ ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড + ৫মেগাপিক্সেল ম্যাক্রো + ২মেগাপিক্সেল ডেপথ
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩জিবি/৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
  •  দামঃ
    • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৩,৯৯৯টাকা
    • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৪,৯৯৯টাকা
    • আরও জানুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো ১০টি স্মার্টফোন

শাওমি রেডমি ৯ ডুয়াল ক্যামেরা বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi 9 Dual Camera Price in Bangladesh

Xiaomi Redmi 9 Dual Camera

শাওমি রেডমি ৯ ডুয়াল ফোনটিতে ডুয়াল ক্যামেরার পাশাপাশি চিপসেটেও রেডমি ৯ থেকে আলাদা। মিডিয়াটেক এর হেলিও জি৩৫ যুক্ত ফোনটি মুলত সাধারণ ব্যবহারকারীদের জন্যই। যারা গেমিং বা ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তারা বাজেট কিছুটা বাড়িয়ে অন্য কোনো ফোন দেখাই উত্তম।

শাওমি রেডমি ৯ ডুয়াল ক্যামেরা এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • শাওমি রেডমি ৯ ডুয়াল ক্যামেরা ফোনের দামঃ
  • ৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১২,৯৯৯টাকা
  • ৪জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৪,৪৯৯টাকা

শাওমি রেডমি ৯ পাওয়ার বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi 9 Power Price in Bangladesh

Redmi 9 Power

বড় ব্যাটারি যাদের প্রথম চাহিদা, তাদের কথা মাথায় রেখেই তৈরি শাওমি রেডমি ৯ পাওয়ার ফোনটি। এই ফোনটিতে রয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, যা এই ফোনটিকে অনেকের পছন্দের তালিকায় জায়গা করে দিবে। ১৬হাজার টাকা যদি কারো বাজেট হয়, তাহলে রেডমি ৯ পাওয়ার ফোনটি নিলে পারফরম্যান্স নিয়ে হতাশ হওয়ার কোনো সম্ভাবনাই নেই।

শাওমি রেডমি ৯ পাওয়ার এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ল্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি/৬৪জিবি
  • স্টোরেজঃ ৬৫জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
  • শাওমি রেডমি ৯ পাওয়ার এর দামঃ
  • ৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৫,৯৯৯টাকা
  • ৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৮,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ৮ ২০২১ বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 8 2021 Price in Bangladesh

redmi note 8 2021

শাওমি রেডমি নোট ৮ সিরিজ মুক্তি পেয়েছে বেশ কিছু বছর হলো। তবে এই সিরিজের ফোনগুলোর অত্যাধিক জনপ্রিয়তাকে মাথায় রেখে ২০২১সালে এসে রেডমি নোট ৮ ২০২১ সংস্করণ বাজারে আনে শাওমি। আগের সংস্করণের সাথে বর্তমান সংস্করণে এসেছে নতুন প্রসেসর। ফোনটির অসাধারণ ডিজাইন আর কোয়াড ক্যামেরা সেটাপ, ১৮হাজার টাকার ফোন হিসেবে ফোনটিকে অনন্য মাত্রা প্রদান করেছে,যা আপনার ও পছন্দের তালিকায় থাকতে পারে।

শাওমি রেডমি নোট ৮ ২০২১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প
  • শাওমি রেডমি নোট ৮ ২০২১ এর দামঃ১৭,৯৯৯টাকা

শাওমি রেডমি ১০ বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi 10 Price in Bangladesh

শাওমি রেডমি ১০

রেডমি ৯ এর সাফল্যের ধারাবিকতায় দেশের বাজারে রেডমি ১০ ফোনটি আনে শাওমি। ফোনটির প্রধান আকর্ষণ হলো এর ৫০মেগাপিক্সেল ক্যামেরা ও ৯০হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে সাথে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি তো থাকছেই। ফোনটিতে অসাধারণ ডিজাইন নজর কাড়বে যেকোনো ধরনের স্মার্টফোন ব্যবহারকারীর। তবে রেডমি ১০ ফোনটির দাম স্পেসিফিকেশনের তুলনায় একটু বেশি বলা যেতে পারে।

শাওমি রেডমি ১০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮
  • মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি/৬জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • শাওমি রেডমি ১০ এর দামঃ
  • ৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৮,৯৯৯টাকা
  • ৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২০,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ৯ বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 9 Price in Bangladesh

Xiaomi Redmi Note 9

রেডমি নোট ৮ এর দামের চেয়ে মাত্র ১হাজার টাকা বাজেট বাড়ালে পাবেন রেড়মি নোট ৯ ফোনটি। প্রসেসর একই থাকলেও রেডমি নোট ৯ এর ক্ষেত্রে  পরিবর্তন লক্ষণীয় এর ডিজাইনে। আছে অপেক্ষাকৃত বড় ডিসপ্লে ও ব্যাটারি। এছাড়াও প্রয়োজন অনুযায়ী অধিক র‍্যাম ও স্টোরেজ তো রয়েছেই।

শাওমি রেডমি নোট ৯ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি/৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
  • শাওমি রেডমি নোট ৯ এর দামঃ
    • ৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৮,৯৯৯টাকা
    • ৪জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৯,৯৯৯টাকা
    • ৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২১,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ৯ প্রো বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 9 Pro Price in Bangladesh

Xiaomi Redmi Note 9 Pro

রেডমি নোট ৯ এর প্রিমিয়াম ভার্সন হলো রেডমি নোট ৯ প্রো। শক্তিশালী চিপসেট এর পাশাপাশি ফোনটিতে রয়েছে স্পেশাল 

 কোয়াড ক্যামেরা সেটাপ। ৬জিবি র‍্যাম এর ফোনটির ডিজাইন এবং প্রসেসর মিলে ৩০ হাজার বাজেটের মধ্যে সেরা ফোন হতে পারে।

শাওমি রেডমি নোট ৯ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি  
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
  • শাওমি রেডমি নোট ৯ প্রো এর দামঃ
    • ৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৫,৯৯৯টাকা
    • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৭,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 10 Price in Bangladesh

Redmi Note 10

রেডমি নোট সিরিজের লেটেস্ট ফোন হলো রেডমি নোট ১০ । এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট এর ফোন, রেডমি নোট ১০ এর নজরকাড়া ডিজাইনের জন্য যে কারো মন ছুঁতে বাধ্য। স্ন্যাপড্রাগন প্রসেসর ও কোয়াড ক্যামেরা সেটাপের ফোনটি ২০হাজার টাকা বাজেটের মধ্যে অসাধারণ একটি পছন্দ।

রেডমি ফোনের দাম

শাওমি রেডমি নোট ১০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি/৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ
    • ৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৯,৯৯৯টাকা
    • ৪জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২০,৯৯৯টাকা
    • ৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২২,৯৯৯টাকা

শাওমি রেডমি ১০ প্রো বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 10 Pro Price in Bangladesh

redmi note 10 pro

রেডমি নোট ১০ সিরিজের আরেকটি ফোন হলো রেডমি নোট ১০ প্রো।৩০ হাজার বাজেটের মধ্যে শক্তিশালী প্রসেসর, অসাধারণ ডিজাইন ও ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ, ইত্যাদি ফিচার তো থাকছেই।

শাওমি রেডমি ১০ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি 
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
  • শাওমি রেডমি ১০ প্রো এর দামঃ
    • ৬জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৫,৯৯৯টাকা
    • ৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৬,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ১০এস বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 10S Price in Bangladesh

Xiaomi Redmi Note 10S 

প্রসেসর হিসেবে মিডিয়ায়াটেক ব্যবহারে যাদের আপত্তি নেই, তাদের নোট ১০সিরিজের একমাত্র মিডিয়াটেক যুক্ত ফোন, রেডমি নোট ১০এস পছন্দ হলেও হতে পারে। ফোনটিতে থাকা হেলিও জি৯৫ কিন্তু অনেক শক্তিশালী। সাথে রেডমি নোট ১০ সিরিজের সুপার অ্যামোলেড ডিসপ্লে ও কোয়াড ক্যামেরা সেটাপ তো থাকছেই।

শাওমি রেডমি নোট ১০এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৫
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি/৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • শাওমি রেডমি নোট ১০এস এর দামঃ
    • ৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২২,৯৯৯টাকা
    • ৬জিবি র‍্যাম+ ১২৮জিবি স্টোরেজঃ ২৪,৯৯৯টাকা

শাওমি রেডমি ১০ প্রো ম্যাক্স বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 10 Pro Max Price in Bangladesh

Xiaomi Redmi Note 10 Pro Max

৩০হাজার টাকার মধ্যে ১০৮মেগাপিক্সেল ফোন শুনতে অবাস্তব মনে হলেও শাওমির রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ফোনটি সবচেয়ে কম দামে ১০৮মেগাপিক্সেল ক্যামেরা অফার করছে। ফোনটিতে নোট ১০ প্রো এর মত একই প্রসেসর থাকলেও ক্যামেরা প্রেমিদের  পছন্দের তালিকায় এই ফোনটি এগিয়েই থাকবে সেটা অবশ্যই।

শাওমি রেডমি ১০ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি 
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
  • মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
  • শাওমি রেডমি ১০ প্রো ম্যাক্স এর দামঃ
    • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৮,৯৯৯টাকা
    • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৩০,৯৯৯টাকা

শাওমি মি ১১ লাইট বাংলাদেশ প্রাইস – Xiaomi Mi 11 Lite Price in Bangladesh

 Xiaomi Mi 11 Lite

শাওমি এর মি বা এমআই (Mi) সিরিজের ফোনগুলোর দাম রেডমি সিরিজের ফোনগুলোর চেয়ে বেশি। যার ফলে এই সিরিজের সকল ফোন বাংলাদেশের বাজারে অফিসিয়ালি বিক্রি করেনা শাওমি। তবে পাওয়া যাবে মি ১১ লাইট ফোনটি।

মি ১১ লাইটের আইকনিক ডিজাইন যে কারো নজর কাড়তে বাধ্য। ফোনটির মাত্র ১৫৭গ্রাম ওজনের কথা না বললেই নয়। ফোনটির প্রিমিয়াম ডিজাইন নিঃসন্দেহে ৩০হাজার টাকা বাজেটের যেকোনো ফোনের চেয়ে অধিক আকর্ষণীয়। শক্তিশালী প্রসেসর  এর পাশাপাশি সৌন্দর্যকে যারা গুরুত্ব দেন, তাদের জন্য মি ১১ লাইট একটি পারফেক্ট ফোন।

শাওমি মি ১১ লাইট এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪২৫০মিলিএম্প
  • শাওমি মি ১১ লাইট এর দামঃ
    • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৯,৯৯৯টাকা
    • ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৩১,৯৯৯টাকা

শাওমি মি ১১এক্স বাংলাদেশ প্রাইস – Xiaomi Mi 11X Price in Bangladesh

Xiaomi Mi 11X 

৪০হাজার টাকা যদি হয় আপনার বাজেট আর ৫জি যদি মনে চায় তাহলে  মি ১১এক্স ফোনটি আপনার পছন্দ হতে পারে। ফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের বদৌলতে যুক্ত হয়েছে ৫জি সুবিধা। গেমিং হোক বা ফটোগ্রাফি, দামের তুলনায়  এই ফোনটির অসাধারণ  পারফরম্যান্স কাউকেই হতাশ করবেনা।

শাওমি মি ১১এক্স এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪৫২০মিলিএম্প
  • শাওমি মি ১১এক্স এর দামঃ
    • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৩৯,৯৯৯টাকা
    • ৮জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজঃ ৪২,৯৯৯টাকা

আজকের মত এই পর্যন্ত। রেডমি ফোনের দাম লেখা আমাদের কন্টেন্ট টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।ধন্যবাদ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments