রাউটার (Router) কি? রাউটারের প্রকারভেদ, সুবিধা ও অসুবিধা

একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস হলো রাউটার। যা লজিক্যাল এবং ফিজিক্যাল এড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডাটা আদান-প্রদানের ব্যবস্থা করে।এটি একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়ার ও সফটওয়ারের সমন্বয়ে তৈরি।

নেটওয়ার্ক তৈরির কাজে এটি ব্যবহার করা হয়। রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডাটা প্যাকেট পৌঁছে দেয়। রাউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন – ইথারনেট,টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে।

আরও পড়ুন – কম দামে জনপ্রিয় সেরা ১০টি রাউটার!

রাউটারের প্রকারভেদ

জনপ্রিয় ও প্রচলিত রাউটারের কয়েকটি প্রকার হলো –

  • Broadband Routers (Wires router)
  • Wireless Router ( Wi-Fi routers)
  • Core Routers
  • Edge Routers
  • Inter provider broder routers

রাউটারের সুবিধা

রাউটার এর কয়েকটি সুবিধা নিম্নে দেওয়া হল –

  • ডাটা ফিল্টারিং সম্ভব হয়।
  • ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাঁধার সম্ভাবনা কমায়।
  • বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন – ইথারনেট,টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে।
  • একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে সম্প্রসারিত করতে পারে।

পড়ুন – ডাটা এন্ট্রি করে আয় করবেন কীভাবে?

রাউটারের অসুবিধা

  • এর দাম বেশি।
  • এটি একই প্রটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না।
  • কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল।
  • এটি ধীর গতিতে ডাটা প্রেরণ করে।

আরও পড়ুন – ইন্টারনেট কি? ইন্টারনেটের সুবিধা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *