বর্তমান সময়ে ফোন কলের চেয়ে মানুষ এসএমএস (SMS) পাঠাতে বেশি পছন্দ করে। এটি তাদের সময় সাশ্রয় করে এবং দ্রুত ডাটা পৌঁছে দেয়। কিন্তু এর জন্য কিছু খরচ হয়। তাই অনেকেই আছে যারা ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস (SMS) পাঠানোর কথা ভাবেন।
এর অনেক কারণ থাকতে পারে। আপনি হয়তোবা আপনার ব্যবসার কাজের জন্য Free Bulk SMS পাঠাতে চাচ্ছেন।তাই কীভাবে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানো যায় তা নিয়ে আলোচনা করব।
বর্তমানে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন Social Media Website গুলো (যেমন- Facebook, Twitter, WhatsApp, Instagram ইত্যাদি) ব্যবহার করে text, voice বা video messages একে অপরের কাছে পাঠাতে পারছি। কিন্তু এগুলো ব্যবহার করে আমরা, সরাসরি ইন্টারনেট থেকে মোবাইলে এসএমএস (SMS) সেন্ড করতে পারি না।
আরও পড়ুনঃ স্মার্টফোনে অটো অ্যাড বন্ধ করবেন কিভাবে?
বর্তমানে ইন্টারনেটে প্রচুর ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে বিশ্বের যেকোনো জায়গায় যেকোনো ফোন নম্বরে Unlimited SMS পাঠানো যায়। তাহলে চলুন, এবার আমরা জনপ্রিয় কিছু “ফ্রী অনলাইন এসএমএস সাইট” গুলোর বিষয়ে জেনে নেই।
বিনামূল্যে টেক্সট মেসেজ পাঠানোর জন্য অনলাইন ওয়েবসাইটের প্রয়োজন কেন?
আপনি ভাবতে পারেন যে আজকের ডিজিটাল বিশ্বে প্রত্যেকের কাছে চ্যাট অ্যাপস এবং ম্যাসেঞ্জারগুলি রয়েছে যেমন- ওয়াটস অ্যাপ, উই চ্যাট, লাইন, হাইক এবং আরও অনেক কিছু তাহলে অনলাইন সাইট কেন ব্যবহার করব? অনলাইনে টেক্সট মেসেজ পাঠানোর সময় আপনাকে একটি পয়সাও দিতে হবে না। আপনাকে কেবলমাত্র আপনার পিসি / ল্যাপটপে লগইন করতে হবে এবং এই বিনামূল্যে অনলাইন টেক্সট প্রেরণকারী ওয়েবসাইটগুলি ব্যবহার শুরু করতে হবে।
একমাত্র ত্রুটি হ’ল যদি আপনার ভাল ইন্টারেন্ট সংযোগ সহ স্মার্টফোন না থাকে তবে পিসি / ল্যাপটপের সামনে বসে থাকতে হবে।এজন্য একটি শক্তিশালী ইন্টারনেট সংযোগ দরকার। মজার ব্যাপার হচ্ছে আপনি এসব ওয়েবসাইট ব্যবহার করে নিজের মোবাইল নাম্বার গোপন করে অন্যদের এসএমএস পাঠাতে পারবেন।
যাদের আপনি এসএমএস পাঠাবেন তারা Unknown Number থেকে এসএমএস গ্রহণ করবে। তারা বুঝতেই পারবে না তাদের আপনি মেসেজ পাঠিয়েছেন। তবে কোনোভাবেই কোন অবৈধ বা আপত্তিকর মেসেজ পাঠাবেন না এতে বিপদের আশঙ্কা থাকে। তাই বিনামূল্যে এসএমএস পাঠানোর জন্য অনলাইন ওয়েবসাইটে প্রয়োজন।
ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস (SMS) পাঠানোর জনপ্রিয় ৭ টি সাইট
ইন্টারনেট থেকে Free SMS পাঠানোর জন্য অনেক অনেক সাইট রয়েছে। সেখান থেকে আমরা সেরা ও জনপ্রিয় 7 টি সাইটের তালিকা তৈরি করেছি। এ সাইট গুলো ব্যবহার করে আপনি যে কারো সাথে বিশ্বের যেকোন প্রান্তে মোবাইলে ফ্রিতে এসএমএস পাঠাতে পারবেন। ওয়েবসাইট গুলো হলো-
তাহলে চলুন, প্রত্যেকটি ফ্রি এসএমএস পাঠানোর সাইট (online free SMS sending website) গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনেই।
চলুন, ফ্রীতে SMS পাঠানোর ওয়েবসাইট (website) গুলোর বিষয়ে জেনেনেই।
যেকোন জায়গায় ফ্রি এসএমএস (SMS) পাঠানোর জনপ্রিয় সাইট
তাহলে এবার চলুন, এ ৭ টি ফ্রি এসএমএস পাঠানোর সাইটগুলো কেমন তা (online free SMS sending website) বিস্তারিতভাবে জেনে নেই।
আগেই বলে রাখা ভালো এসব অনলাইন ফ্রী এসএমএস সাইটগুলোর মধ্যে কিছু ওয়েবসাইট আছে যারা কেবল ভারতে SMS পাঠানোর অনুমতি দিয়ে থাকে।তাই কোন ওয়েবসাইট যদি অন্যান্য দেশে Free SMS পাঠানোর অনুমতি না দেয় তাহলে অন্য ওয়েবসাইট ব্যবহার করুন।
Way2SMS.com
বিনামূল্যে এসএমএস (SMS) পাঠানোর জন্য Way2SMS.com সেরা ওয়েবসাইট গুলোর মধ্যে একটি।এই ওয়েবসাইটে প্রবেশের সাথে সাথে এটি অনলাইনে যে কোন অনলাইন ডিলের একটি ফুল পেইজের বিজ্ঞাপন দেখায়।
এই ওয়েবসাইটটি ব্যক্তিগত এসএমএস, গ্রুপ এসএমএস বা এমনকি ভবিষ্যতের এসএমএস প্রেরণের সুবিধা দিচ্ছে। অর্থাৎ আপনি জন্মদিনের শুভেচ্ছা মেসেজটি কিছুদিন আগে প্রবেশ করতে পারেন এবং তার জন্মদিনের তারিখে সেই মেসেজটি সবার কাছে সরবরাহ করা হবে। এটি পুরষ্কার অর্জন এবং আপনার মোবাইল ফোনের জন্য বিনামূল্যে রিচার্জ করার সুযোগও দিচ্ছে।
আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে আমাদের পাশের দেশ ভারতের যেকোনো মোবাইল নাম্বারে ফ্রিতে এসএমএস (SMS) পাঠাতে চান তবে Way2SMS.com সাইটটি ব্যবহার করতে পারেন।
এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই যেকোন মোবাইলে এসএমএস পাঠানো যায়।আমাদের পাশের দেশ ভারতের সর্বোচ্চ Messaging Platform এটি। প্রায় ১৫,০০০ ইউজার প্রতিদিন এক Platform এ যুক্ত হয়ে Free SMS সার্ভিস নিচ্ছেন।
এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এ সাইট দিয়ে ৯ টি আলাদা আলাদা ভাষাতে SMS লিখে পাঠানো যায়। তাছাড়া SMS Delivery নিয়েও কোন চিন্তা করতে হয় না।
তাই আপনি যদি ভারতবর্ষের যেকোনো মোবাইলে Free Text SMS পাঠাতে চান তবে আজই Way2SMS.com এ একাউন্ট তৈরি করুন।
Freesms.in
Freesms.in একটি জনপ্রিয় ওয়েবসাইট।এ সাইট ব্যবহার করে আপনি পুরো ভারতবর্ষের যেকোনো মোবাইলে ফ্রি SMS পাঠাতে পারবেন। এ সাইটের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো-
- Group SMS সুবিধা রয়েছে। যার মাধ্যমে একসাথে একাধিক মোবাইলে SMS করা যায়।
- Message Schedule Option ব্যবহার করে কোন নির্ধারিত সময়ে নিজে নিজেই Message পাঠানো যায়।
- এই Free Message Portal এ কোন খরচ করতে হয় না এটি সম্পূর্ণ ফ্রি।
- এ Website টির বিশেষ সুবিধা হলো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি অন্যান্য লোকদের এই Free Message Website এ Invite করেন এবং তারা যদি ওয়েবসাইটটিতে তাদের নিজেদের একাউন্ট রেজিস্টার করে তাহলে আপনাকে কিছু টাকা দেওয়া হবে।
Afreesms.com
বাংলাদেশের যেকোনো মোবাইলে ফ্রীতে এসএমএস পাঠানোর জন্য সেরা ও জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Afreesms.com। তবে শুধু বাংলাদেশই নয় এ সাইটের মাধ্যমে আপনি India, Nepal,Butane সহ প্রায় সব দেশেই মোবাইলে মেসেজ পাঠাতে পারবেন।
Afreesms.com ওয়েবসাইটে যেয়ে দেশ সিলেক্ট করতে হবে। অর্থাৎ, আপনি যে দেশের ফোন নাম্বারে Online SMS পাঠাবেন, সেই দেশ সিলেক্ট করতে হবে। দেশ সিলেক্ট করার পর আপনি ৩ টি বক্স দেখতে পাবেন। সেগুলোো হলো-
- Mobile number: যাকে অনলাইন থেকে মেসেজ পাঠাতে চাচ্ছেন তার মোবাইল নম্বর দিতে হবে।
- Text message: আপনি যা পাঠাতে চাচ্ছেন তা মেসেজে লিখুন।
- Verification: verification code লিখুন।
এরপর Send অপশনে ক্লিক করলে সাথে সাথেই আপনার পাঠানো মেসেজ সেই মোবাইল নাম্বারে চলে যাবে।এখানে আপনার কোন একাউন্ট রেজিস্টার করতে হবে না অর্থাৎ একাউন্ট রেজিস্টার করার ঝামেলা নেই।
Fast2sms.com
ভারতের জনপ্রিয় BULK SMS সার্ভিস প্রদানকারী ওয়েবসাইট হচ্ছে Fast2sms.com। এর কর্মক্ষমতার জন্য এটি বিখ্যাত।এ ওয়েবসাইট থেকে একটি উচ্চমানের এসএমএস সার্ভিস আশা করতে পারেন।
এ ওয়েবসাইটটি সম্পূর্ণ ভাবে ফ্রি নয়। তবে fast2sms এর মাধ্যমে আপনি
- BULK SMS
- PROMOTION SMS
- MULTIMEDIA SMS
- CUSTOM MESSAGES পাঠাতে পারবেন।
প্রধানত দুটি ধরণের পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি BULK SMS পাঠাতে পারেন।এগুলো হলো –
- Transactional route
- Promotional route
লেনদেনমূলক এবং প্রচারমূলক রুটের পাশাপাশি, fast2sms দ্রুত ট্রানজেকশনাল রুট নামে একটি নতুন সার্ভিস চালু করেছে।
এদের সার্ভিস ব্যবহার করে দেখার জন্য আপনাকে Rs.৫০/- টাকা দেওয়া হয়।এ ফ্রি সার্ভিস তখনি দেওয়া হয় যখন আপনি একটি একাউন্ট তৈরি করবেন।
তবে আপনি যদি কেবল কিছু Free SMS পাঠাতে চান, তাহলে ফ্রীতে পাওয়া সেই ৫০ টাকা দিয়েই আপনার কাজ হয়ে যাবে।
Freesms8.co.in
Freesms8.co.in একটি সেরা অনলাইন প্লাটফর্ম। এ সাইট ব্যবহার করে আপনি অনলাইনে ফ্রি মেসেজ যেকোনো মোবাইলে পাঠাতে পারবেন। তবে মেসেজটি 160 Characters এর হতে হবে। আপনাদের সুবিধা হচ্ছে এর মাধ্যমে Free quick SMS, free group SMS এবং Schedule SMS এর option দেওয়া হয়।
তবে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করতে কোন খরচের প্রয়োজন হয় না। আপনি সম্পূর্ণ ফ্রি তে একাউন্ট তৈরী করতে পারবেন।
Globfone.com
আপনি যদি বিশ্বের যেকোনো জায়গায় Free SMS এবং ভয়েস কল পাঠাতে চান, তবে Globfone.com সাইট ভিসিট করে দেখতে পারেন।আপনারা Globfone এর App install করে এ অ্যাপ থেকেই ফ্রি Call বা SMS করতে পারবেন। আপনি আপনার কম্পিউটারে বা মোবাইলে এই সাইট খুলতে পারেন। খুলার পর যেভাবে SMS পাঠাবেন –
- আপনি যদি ফ্রি কল করতে চান, তাহলে “Call phone” অপশনে ক্লিক করুন।
- কারো মোবাইল ফোনে এসএমএস (SMS) পাঠাতে চাইলে “SEND TEXT” অপশনে ক্লিক করতে হবে।
- যেই দেশের মোবাইল নাম্বারে এসএমএস পাঠাবেন, সেই দেশ সিলেক্ট করুন।
- দেশ সিলেক্ট করার পর নিচে নিজের মেসেজ (message) লিখে অর্থাৎ যা লিখে পাঠাতে চাচ্ছেন তা লিখার পর “NEXT” বাটনে ক্লিক করুন।ব্যাস হয়ে গেল।
কোনো Registration প্রক্রিয়া ছাড়াই এভাবে আপনি ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে ফ্রি এসএমএস বা কল করতে পারবেন।
Smstextbomber.com
ইন্টারনেটের মাধ্যমে ফ্রীতে অনলাইন SMS পাঠানোর একটি জনপ্রিয় সাইট হলো “smstextbomber.com“. এর একটি বিশেষ সুবিধা হচ্ছে এটি ব্যবহার করে আপনারা একসাথে ১০০ টি মেসেজ একই নাম্বারে পাঠাতে পারবেন।
Free Bulk SMS পাঠানোর জন্য এই ওয়েবসাইট সেরা।এ সাইটটি ব্যবহার করার জন্য আপনাকে কোন একাউন্ট খুলতে হবে না।
ওয়েবসাইটে গিয়ে সরাসরি যাকে Message send করতে চাচ্ছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে এবং ইন্টারনেটের মাধ্যমে SMS পাঠিয়ে দিলেই হয়ে গেল।
ইন্টারনেটে ফ্রি এসএমএস পাঠানোর জন্য আপনি উপরে দেওয়া যেকোনো সাইট ব্যবহার করতে পারবেন। Marketing, Brand Promotion ইত্যাদি ক্ষেত্রে লোকেদের মেসেজ পাঠানোর জন্যও এই সাইট গুলো ব্যবহার করতে পারবেন। তবে কাউকে আপত্তিকর SMS পাঠাবেন না।এমন কাজ করবেন না যাতে আপনাকে বিপদে পড়তে হয়।
তাহলে আজ এখানেই থাকল।আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা সমস্যা থাকলে, কমেন্ট করে জানিয়ে দিবেন।