মোবাইলের ফন্ট পরিবর্তন করবেন কীভাবে?

অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি একটি ফন্ট সেট করে ডিফল্টরূপে।তবে অ্যান্ড্রয়েডের সমস্ত কিছুর মতো, আপনার ইচ্ছে অনুসারে ফন্টও  পরিবর্তন করতে পারবেন।

বর্তমান যুগ স্মার্ট ফোনের।এখনকার সময়ে কেউ সেলুলার ফোন ব্যবহার করে না।অর্থাৎ, এখন আর কেউ সেলুলার ফোন ব্যবহার করে না বললেই চলে।স্মার্টফোন না থাকলে সবার সাথে তাল মিলিয়ে চলা যায় না।বর্তমানে প্রায় সবার কাছে স্মার্টফোন রয়েছে বিশেষ করে তরুণরা এটি বেশি ব্যবহার করে।    

তাই তরুণদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা যায়।কার চেয়ে কার ফোনটা বেশি স্মার্ট আর বেশি আকর্ষণীয় এটা নিয়ে। গুগল প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে মোবাইলের অনেক কিছু পরিবর্তন করা যায়।যাতে ফোনটা অন্যদের চেয়ে আলাদা দেখায়।সবকিছু চেঞ্জ করলেও এমন অনেকে আছে যারা মোবাইলের ফন্ট পরিবর্তন করতে পারে না।তাই, আজ আমাদের তাদের নিয়েই এ লেখাটি লিখা।যাতে করে তারাও খুব সহজে  মোবাইলের ফন্ট পরিবর্তন করে মোবাইলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। 

অ্যান্ড্রয়েডের জন্য ফন্টগুলি কীভাবে পরিবর্তন করবেন?(How to change fonts for Android?)

দুটি ভিন্ন উপায় রয়েছে যার সাহায্যে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফন্টগুলি পরিবর্তন করতে সক্ষম হবেন।এগুলো  হ’ল:

  • অন্তর্নির্মিত পদ্ধতি (Built-in method):প্রায় প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিছু অন্তর্নির্মিত ফন্ট থাকে। যা থেকে আমরা ইন্টারনেট থেকে কোনও কিছু ডাউনলোড না করে সহজেই আমাদের স্মার্টফোনের ফন্ট পরিবর্তন করতে পারি।
  • থার্ড পার্টি অ্যাপস (Third-party apps): বেশ কয়েকটি থার্ড পার্টি অ্যাপস রয়েছে যা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।যার দ্বারা খুব সহজেই আপনি আপনার ফোনের ফন্ট পরিবর্তন করতে পারবেন।      

আজ আমি আপনাদের এমন কিছু মোবাইলের ফন্ট পরিবর্তনকারী অ্যাপস্ এবং সেগুলোর ব্যাবহার সম্পর্কে আলোচনা করব, যেগুলো আপনি খুব সহজেই ব্যবহার করে আপনার ফোনকে আকর্ষণীয় করে তুলতে পারবেন এবং আপনার ফোন দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন।

মোবাইলের ফন্ট পরিবর্তন করার পদ্ধতি

অন্তর্নির্মিত পদ্ধতি (Built-in method) অর্থাৎ,কোনরকম সফ্টওয়্যার বা লাঞ্চার ছাড়াই ফন্ট পরিবর্তন    

আপনার যদি  Samsung, LG, HTC,MIUI ইত্যাদির মতো ডিভাইস থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার ফোনের ফন্ট পরিবর্তন করতে পারবেন।এসব ফোনে ফন্টের ডিজাইনে স্যুইচ করা বেশ সহজ। এসব ফোনে ফন্ট পরিবর্তনের জন্য বিভিন্ন স্টাইলের অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছে  মতো যে কোনো একটা ফন্ট আপনার ফোনে ব্যবহার করতে পারেন। কিন্তু প্রতিটি ডিভাইসে পদ্ধতিগুলো একই নাও থাকতে পারে।তবে আপনি সাধারণত আপনার ফোনের সেটিংসে “Display” মেনুতে বিকল্পটি খুঁজে পাবেন। এটি কিছু ডিভাইসের থিম (Themes) বিভাগেও লুকিয়ে থাকতে পারে।আপনি আপনার ফোনের থিম স্টোর বা অনলাইন ফন্ট থেকেও অতিরিক্ত ডাউনলোড করে নিতে পারেন।            

আপনি যদি Samsung, LG, HTC ব্যবহার করেন, তাহলে ফন্ট পরিবর্তনের জন্য নিচের উপায়গুলো ব্যবহার করতে পারেন। অন্য ফোন ব্যবহার করলেও নিচের উপায়গুলো দেখে নিতে পারেন যে,ফন্ট পরিবর্তনের এ সুবিধাগুলো আপনার ফোনে আছে কি নেই।উপায়গুলো হল: 

  • সেটিংস্ Open করুন।  
  • সেটিংস্ মেনুটি খোলার পর আপনার ফোনের সেটিংস্ মেনুতে নিচে স্ক্রোল করুন এবং “Display” তে আলতো চাপুন।”Display”  মেনু আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
  • “Display” থেকে “Font Size and Style” মেনুতে গিয়ে “Font Style” এ চাপুন।
  • অনেকগুলো ফন্ট দেখতে পাবেন।যেগুলো ভিন্ন স্টাইলের, কোনটার সাথে কোনটার মিল নেই।সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ফন্ট সিলেক্ট করে তার উপর আলতো করে চাপুন।
  • সেটিংস্ থেকে বের হয়ে পড়ুন।

ব্যাস হয়ে গেল।আপনার ফোনের সব ফন্ট পরিবর্তিত হয়ে ফোনে এক নতুন সৌন্দর্যের মাত্রা যোগ হয়েছে।                                   

(Third-party apps)থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে

আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনও ফন্ট সেটিংস না থাকলে কী হবে? না থাকলেও চিন্তা বা হতাশ হওয়ার  কিছু নেই।আপনার ফোনে যদি ফন্ট সেটিংস না থাকে তবে আপনি থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে পারেন। বর্তমানে ফন্ট পরিবর্তন করার জন্য দারুণ দারুণ অ্যাপস রয়েছে।যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ফোনের ফন্ট পরিবর্তন করতে পারবেন। নিচে কিছু অ্যাপসের নাম দেওয়া হল:

  • Go Launcher
  • iFont
  • Nova
  • Action Launcher
  •  Lawnchair
  • Apex Launcher ইত্যাদি। 

যারা মোবাইলের উপাদানগুলোর নকশা পছন্দ করেন তারা উল্লিখিত অ্যাপগুলির মধ্যে যেকোন একটিতে  যেতে পারেন।নিচে আমি কিছু ফন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

অবশ্যই পড়ুন –

স্মার্টফোন কেনার আগে যে ৯ টি জিনিস অবশ্যই দেখবেন

এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়াবেন কীভাবে?        

Go Launcher Font

উপরের পদ্ধতি ব্যবহার করে যদি আপনার ফোনে ওই সুবিধাটা না তবে সেসব ফোনের জন্য আছে থার্ড পার্টি অ্যাপস।যেগুলো দিয়ে আপনি সহজেই ফোনের ফন্ট পরিবর্তন করতে পারবেন। সেরা একটি অ্যাপ হলো GO Launcher. এই অ্যাপটিতে অনেক ধরনের ফন্ট রয়েছে। আপনকে অ্যাপটি ইন্সটল করে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচে অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।সেখান থেকে ক্লিক করে প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড

চলুন দেখে নেয়া যাক Go Launcher Font অ্যাপটি কিভাবে ব্যাবহার করবেন-

  1. আপনার ফোনের “TTF” ফন্ট ফাইলগুলো কপি করুন।
  2. ডাউনলোড করা ফাইলটিতে ট্যাপ করে ইনস্টল করুন। আপনার ফোনের স্ক্রিনে অ্যাপটির একটি আইকন তৈরি হবে।
  3. আইকনটিতে ট্যাপ করে Go Launcher Font অ্যাপটি Open করুন।
  4. এবার টুলস্ এ অ্যাপটি খুঁজে বের করুন এবং এটি Open করুন।
  5. ‘Preferences icon’ এর উপর  আলতো করে চাপুন।  
  6. নিচের দিকে স্ক্রোল করুন এবং “Personalization” এর উপর ট্যাপ করে সিলেক্ট করুন।
  7. “Font” এ আলতো চাপুন।
  8. “Select Font”এ আলতো চাপুন।অনেকগুলো ফন্ট দেখতে পাবেন।কোনটি আপনার কাছে স্মার্ট বা ভাল লাগছে অর্থাৎ যে ফন্টটি আপনার স্মার্টফোনে দেখতে ভালো লাগবে আপনি ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করে নিন।

ব্যাস হয়ে গেল।পরিবর্তনগুলো অবিলম্বে প্রযোজ্য হবে।রিবুট করার দরকার নেই।এই অ্যাপসে বিভিন্ন স্টাইলের ফন্ট আছে।যেগুলো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারবেন।এটি আপনার ফোনের আইকনও পরিবর্তন করে দিবে।আপনার ইচ্ছে অনুযায়ী সেগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন।      

পড়তে পারেন –  একটি ফোনে দুটি IMEI নম্বর থাকে কেন? এটি কিভাবে ব্লক করা যায়?    

iFont

iFont ফন্ট পরিবর্তন করার জন্য ব্যবহার করা যেতে পারে।ফন্ট পরিবর্তন করার জন্য এই অ্যাপটি দারুন কার্যকর ভূমিকা রাখে । শুধুমাত্র ফোনের ফন্ট পরিবর্তনের জন্যই এ অ্যাপটি ব্যবহার হয়। প্রথম দিকে iFont এর কিছু সীমাবদ্ধ ছিল,কেবল Samsung ডিভাইসগুলির সাথে  কাজ করত এবং এটি তৈরিই করা হয়েছিলো শুধুমাত্র Samsung এর জন্য।

তবে বর্তমানে ডেভলপাররা এটাকে আপডেট করেছে । এটা দিয়ে এখন অনেক ফোনের ফন্টই পরিবর্তন করা যায়। যেমন, Xiaomi, Meizu and Huawei এর সাথে  HTC, Sony and Motorola তেও এই অ্যাপটি কাজ করে।

রুটবিহীন ডিভাইসগুলোতেউপলব্ধ ফন্টগুলির জন্য ব্রাউজ করতে iFont এর অনলাইন ট্যাব ব্যবহার করুন।লিস্ট থেকে একটি ফন্ট ব্যবহার করতে নিম্নলিখিত উপায়গুলো ব্যবহার করুন:

  • “Unknown Sources”থেকে অ্যাপসগুলির ইনস্টলেশন সক্ষম করুন।এটি সাধারণত Settings > Security তে পাওয়া যায়।
  • iFont চালু করুন।অনলাইন ট্যাবে যান।
  • আপনি যে ফন্টের নামটি ইনস্টল করতে চান তাতে আলতো চাপুন।
  • ডাউনলোড বোতামটিতে আলতো করে চাপুন।
  • Set  এ ট্যাপ করুন।অথবা Settings > Display > Font Style এ যান।আপনার ইনস্টল করা নতুন ফন্ট লিস্টে থাকা দরকার।   
  • নতুন ফন্টটিকে সিস্টেম ফন্ট হিসেবে ব্যবহার করতে আলতো চাপুন।
  • হরফ সাথে সাথে প্রয়োগ করা হয়।পুনরায় রিবুট করার কোন দরকার নেই।

ব্যাস হয়ে গেছে। iFont একটি ফ্রি অ্যাপ।এটিতে কোন এড দেখায় না।খুব সহজেই আপনি এটি ব্যবহার করে আপনার ফোনের ফন্ট পরিবর্তন করতে পারবেন।                       

ডাউনলোড

এছাড়াও ফন্ট পরিবর্তনের জন্য  Goggle Play store এ আপনি অসংখ্য অ্যাপ পাবেন ।সব অ্যাপস ই আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না। কিছু কিছু কিনে নিতে হয় আবার অনেক অ্যাপ ব্যাবহার করার জন্য ফোনের Root ভেঙে সেই অ্যাপ ইন্সটল করতে হবে নাহলে ইনস্টল হবে না। কিন্তু ফোনের রুট ভাঙলে তা ফোনের জন্য ক্ষতিকর করে আমরা সেই অ্যাপস এর কথা এখানে আলোচনা করি নি। 


আজ এখানেই শেষ করছি। আমাদের এই ছোট পোস্ট টি  আপনাদের অনেক উপকারে আসবে। কীভাবে মোবাইলের ফন্ট পরিবর্তন করবেন আশা করি সে বিষয়ে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি।পোস্টি পড়ে  যদি আপনার ভালো লাগে আর উপকারে আসে, তবে অবশ্যই আপনার ফেইসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।আর কোন কিছু জানার বা অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।

1 thought on “মোবাইলের ফন্ট পরিবর্তন করবেন কীভাবে?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *