Homeএকাডেমিকআইসিটি (ICT)মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (ম্যান / MAN) কি? এর বৈশিষ্ট্য/ সুবিধা

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (ম্যান / MAN) কি? এর বৈশিষ্ট্য/ সুবিধা

ম্যান / MAN এর পূর্ণরূপ হলো – Metropoliton Area Network / মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কোন বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটারসমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে MAN বলা হয়। এ ধরণের নেটওয়ার্ক ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এ নেটওয়ার্কের ডাটা ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড। এ নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম ও আনুষঙ্গিক যন্ত্রপাতির দরকার হয়। সাধারণত কোন শিল্প প্রতিষ্ঠান বা ব্যাংকের শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য এ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়।

মেট্রোপলিটন এরিয়া বলতে একটি শহর বা ছোট অঞ্চল জুড়ে বিস্তৃত এলাকাকে বোঝায়, এরকম একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত অনেকগুলো কম্পিউটারসমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। অর্থাৎ, একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এ ধরণের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার, সুইচ,মাইক্রোওয়েভ এন্টেনা ইত্যাদি।

আরও পড়ুন – পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (প্যান/PAN) কি? এর বৈশিষ্ট্য ও সুবিধা

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের (ম্যান / MAN) বৈশিষ্ট্য/ সুবিধা

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের (ম্যান / MAN) কয়েকটি বৈশিষ্ট্য/ সুবিধা হলো –

  • এর বিস্তৃতি ১০-৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
  • ল্যানের চাইতে দ্রুত গতির।
  • খরচ কম।
  • বেশি পরিমাণ তথ্য আদান-প্রদান করা যায়।
  • এর মালিকানা সাধারণত কোন অর্গানাইজেশনের হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments