Homeঅন্যান্যলাইফ স্টাইলমেকআপ করার আগে ত্বক প্রস্তুত করার উপায়

মেকআপ করার আগে ত্বক প্রস্তুত করার উপায়

মেকআপ কেউ শখ করে করেন আবার কেউ প্রয়োজনে। পুরো পৃথিবী জুড়েই মেকআপ বিষয়টা নিত্যপ্রয়োজনীয়। সুন্দর ও স্বাভাবিক মেকআপের প্রধান ভিত্তি হলো সুন্দর ত্বক।তাই করে নেওয়ার আগে ত্বকের ঠিকমতো যত্ন নেওয়া উচিত।

কারণ ত্বক টানটান ও সতেজ থাকলে তার উপর ফাউন্ডেশন, কনসিলার,ব্রোঞ্জারের মত মেকআপ ভালোভাবে ত্বকের সাথে মিশে এবং থাকেও অনেকক্ষণ। তাই মেকআপ করার আগে ত্বকের কিছু যত্ন নেওয়া উচিত । তাহলে আর দেরি না করে চলুন মেকআপ করার আগে ত্বক প্রস্তুত করার উপায় সম্পর্কে জেনে নেই।

মেকআপ করার আগে ত্বক প্রস্তুত করার উপায়

ত্বক পরিষ্কার

মেকআপ করার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে ত্বক পরিষ্কার করে নেওয়া। তা না হলে ত্বকের উপর জমে থাকা ময়লা মেকআপকে ত্বকের উপর থেকে আলাদা করে ফেলে। অর্থাৎ ত্বকের ওপর মেকআপ ভালোভাবে বসে না।

মেকআপ করা অনেকটাই ক্যানভাসে রং করার মত। ক্যানভাসের সামান্য ময়লা থাকলে পুরো ছবি আঁকা টাই বৃথা। এ কারণে মেকআপ করার আগে ঘাম ও ময়লা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।

বরফ ঘষুন

মুখ ধোয়ার সময় মুখের ছিদ্র গুলো প্রসারিত হয়ে যায়। টোনারের কাজ হচ্ছে তা সংকুচিত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। টোনার হিসেবে বরফ ব্যবহার করতে পারেন। পাতলা পরিষ্কার কাপড়ে বরফ নিয়ে পুরো মুখে আলতো করে বুলিয়ে নিন।

বরফ দেওয়ার বাড়তি উপকারও রয়েছে । বরফ মুখের রক্ত সংবহন বাড়িয়ে তোলে একটা বাড়তি আভা এনে দেয়। সাথে সাথে চোখের ক্লান্তভাব কাটিয়ে তোলে।

আরও পড়ুন – ত্বককে কোমল আর তরুণ রাখতে গ্লিসারিনের উপকারিতা!

ময়েশ্চারাইজার

মেকআপ করার আগে পরিস্কার ত্বকে ক্রিম লাগানো আবশ্যক। ত্বক খসখসে থাকলে মেকআপ ঠিকমতো বসে না।তাই মুখে ও গলায় ময়েশ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।এতে ৩ টি উপকার হবে।

  • ত্বক ভেতর থেকে নরম হবে
  • মসৃণ ত্বকের উপর মেকআপ ভালোভাবে বসবে।
  • ক্রিমের কারণে লোমকূপের ভিতরে মেকআপ ঢুকবে না ফলে অনেকক্ষণ মেকআপ থাকবে।

ত্বকে হাত লাগাবেন না

মেকআপ করার পর ত্বকে বারবার হাত লাগাবেন না। কারণ এতে হাতের ময়লা চেহারায় লেগে যায়। ব্রণ হওয়ার আশঙ্কা থাকে।তাছাড়া বারবার হাত দেওয়ার ফলে মেকআপ উঠেও যায়। এ বারবার হাত দেওয়ার বাজে অভ্যাস পাল্টে ফেলুন।

মেকআপ প্রাইমার

ত্বককে মসৃণ ও মেকআপ দেওয়ার প্রস্তুত করে তুলতে মেকআপ প্রাইমার করতে হবে। এটা হলো মেকআপের বেজ। প্রাইমার ফাউন্ডেশনকে অনেকক্ষণ ধরে রাখতে পারে। আপনার মেকআপ যদি দীর্ঘসময় স্থানী না হয় তাহলে বুঝবেন ভালো মানের প্রাইমার কেনার সময় এসে গেছে।

পাউডার

ফাউন্ডেশন ধরে রাখার আরেকটি উপায় হলো পাউডার ব্যবহার করা। যেকোন লিকুইড মেকআপের (ট্রান্সলুসেন্ট, কমপ্যাক্ট, টু ওয়ে কেক) স্থায়ীত্বের জন্য পাউডার লাগানো প্রয়োজন।ফাউন্ডেশন, বিবি ক্রিম বা কনসিলার লাগানোর পরে পাউডার লাগান।

পড়ুন – শীতে ঠোঁট ফাটা রোধে করনীয়

সেটিং স্প্রে

পাশ্চাত্যে সেটিং স্প্রে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এটি ব্যবহার করলে মেকআপ ফেটে যায় না, মলিন হয় না, গলে যায় না এবং বেজ, লিপিস্টিক, চোখের মেকআপ অনেকক্ষণ ধরে রাখতে এটি কাজ করে।

লিপ লাইনার

যাদের ঠোঁটে লিপস্টিক স্থায়ী হয় না তারা লিপলাইনার ব্যবহার করতে পারেন। লিপস্টিক লাগানোর পূর্বে একই রঙের লিপলাইনার পুরো ঠোঁটে লাগিয়ে নিতে পারেন। আর যদি ভিন্ন রং আনতে চান তাহলে অন্য রঙের লিপলাইনার লাগাতে পারেন।

লিপ বাম

ফাটা ঠোঁটে লিপিস্টিক লাগানো যাবেনা। তাই লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে অবশ্যই ময়েশ্চারাইজার করে নিবেন। তাই বলে ঠোঁটে লিপ বাম লাগিয়ে লিপিস্টিক লাগানো যাবে না। লিপবামের তেল ঠোঁটকে পিচ্ছিল করে তোলে যেকারণে লিপস্টিক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে। তাই লিখলাম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে টিস্যু দিয়ে লিপবামের তেল তুলে ফেলুন।

পুরনো ও বেঠিক মেকআপ

তোকে অনেকক্ষণ মেকআপ না থাকার আরেকটি কারণ হলো মেকআপ পুরনো হয়ে যাওয়া। পাশাপাশি খেয়াল রাখবেন মেকআপ কে আপনার ত্বকের জন্য উপযোগী কি না। ত্বকের সাথে মানিয়ে মেকাপের প্রতিটা প্রোডাক্ট ব্যবহার করা বাধ্যতামূলক। এতে ত্বকে মেকআপ দুটিই ভালো থাকবে।

ভালো ব্র্যান্ড

দাম একটু বেশি পড়লেও ভালোমানের মেকআপ ব্যবহার করুন। এটা ত্বকের জন্য অনেকটা উপকারী।


আজ এখানেই থাকলো। আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments