Homeবিজ্ঞানজীববিজ্ঞানমনেরা কি? মনেরার বৈশিষ্ট্য

মনেরা কি? মনেরার বৈশিষ্ট্য

হুইটেকার ১৯৭৪ সালে সমস্ত জীব জগতকে দুটি সুপার কিংডম এবং পাঁচটি রাজ্যে ভাগ করেন।এর মাঝে একটি রাজ্য হচ্ছে মনেরা। এটি সুপার কিংডম ১ এর একটি রাজ্য।সকল প্রোক্যারিওটাদের মনেরা রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়। যেমন – নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদি ।

মনেরার বৈশিষ্ট্য

মনেরার কয়েকটি বৈশিষ্ট্য হলো –

  • এরা এককোষী, কলোনিয়াল।
  • এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই।
  • এদের কোষে প্লাস্টিড, মাইট্রোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই।
  • কোষে রাইবোজোম আছে।
  • এদের কোষ বিভাজন দ্ব বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় ।
  • এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে অনেকে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে।

2 COMMENTS

  1. আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।?❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments