ভিডিও কনফারেন্সিং কি?
(What is Video Conferencing in Bangla) Video Conferencing এমন এক কনফারেন্সিং ব্যবস্থা, যে ব্যবস্থায় মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অপরকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এ সভায় অংশগ্রহণ করা যায়।
এ পদ্ধতি যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।বর্তমানে এটি ব্যবসা-বাণিজ্য ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ।ভ্রমণ ছাড়া থাকা, খাওয়া,সময় বাঁচিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য একটি অত্যন্ত সহায়ক উপায় এটি। মাইক্রোসফট নেটমিটিং একটি জনপ্রিয় Video Conferencing সফটওয়্যার।
আরও পড়ুন – টেলিকনফারেন্সিং কি? টেলিকনফারেন্সিং এর সুবিধা
ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় উপকরণ
ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো –
- ওয়েবক্যাম (Webcam)
- মাল্টিমিডিয়া কম্পিউটার (Multimedia Computer)
- ভিডিও ক্যাপচার কার্ড (Video capture card)
- মডেম (Modem)
- মাইক্রোফোন (Microphone)
- টেলিফোন সংযোগ (Telephone Connection)
- ইন্টারনেট সংযোগ (Internet Connection)
- প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ (Required Software)
ভিডিও কনফারেন্সিং এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন?
পৃথিবীর যেকোন অবস্থানে থেকেও দুজনের মধ্যে একে অপরের ভিডিও দেখে দেখে তথ্য আদান-প্রদান করা সম্ভবহওয়ায় Video Confer এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর সাহায্যে রোগীরা দূরে অবস্থানরত বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট থেকে স্বাস্থ্য সেবা নিতে পারে। প্রত্যেক অঞ্চলের রোগীরা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে video conferencing ব্যবহার করে অধিদপ্তরের ডাক্তারদের নিকট থেকে টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারে। দূরে অবস্থান করেও কাছে থাকার মত সেবা পাওয়া যায় বলে এর ব্যবহার দিন দিন বাড়ছে।
ভিডিও কনফারেন্সিং এর সুবিধা
- পৃথিবীর যেকোনো স্থান থেকে সভায় অংশগ্রহণ করা যায়।
- যাতায়াতের প্রয়োজন হয়না বলে সময় অপচয় হয় না।
- খরচ কম।
- ভিডিও কনফারেন্সিং রেকর্ড করে রাখা যায়, ফলে যেকোনো সময় আবার দেখা যায়।
- শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- ঘরে বসেই অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবা নেওয়া যায়।
- থাকা, খাওয়ার প্রয়োজন হয়না।
- সময় বাঁচে ইত্যাদি ।
আরো পড়ুনঃ ২০২০ সালের জনপ্রিয় কয়েকটি মোবাইল ফোন
তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানা। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।