ভিডমেট অ্যাপ (VidMate App) ডাউনলোড করব কিভাবে?

ভিডিও ডাউনলোড করার একটি বেস্ট অ্যাপ হচ্ছে ভিডমেট (VidMate). YouTube থেকে ভিডিও ডাউনলোড করার চেয়েও সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে VidMate থেকে ডাউনলোড করা।

কিন্তু অনেকেই অরিজিনাল VidMate অ্যাপ ডাউনলোড করতে পারে না।এজন্য অনেকেই প্রশ্ন করে ভিডমেট(VidMate) ডাউনলোড করব কীভাবে?/আমি ভিডমেট ডাউনলোড করতে চাই কীভাবে সম্ভব?

তাই আজ তাদের জন্যই এ আর্টিকেলটি লিখা। মোবাইলে খুব সহজেই অরিজিনাল VidMate অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন তা জানতে পুরো আর্টিকেলটি পড়ুন। তার আগে প্রথমে জেনে নেই, ভিডমেট আসলে কি।

ভিডমেট কী?

ভিডমেট হ’ল ভিএমও (Vimeo), ডেইলিমোশন (Dailymotion) , ইউটিউব (YouTube), ইনস্টাগ্রাম (Instagram), ফিনজারডি (FunnyorDie), ভাইন (Vine) টাম্বলার (Tumblr), সাউন্ডক্লাউড,(Soundcloud) মেটাক্যাফ (Metacafe) … ইত্যাদি এর মতো জনপ্রিয় অনলাইন সার্ভিস থেকে ভিডিও এবং গান ডাউনলোড করার সেরা সার্ভিসগুলির মধ্যে একটি।

প্রায় সব ধরনের অ্যাপ প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যায় কিন্তু VidMate এর মত YouTube ডাউনলোডার আপনি প্লে-স্টোরে পাবেন না। এর কারণ এটি গুগলের পলিসিকে লঙ্ঘন করে৷

প্লে-স্টোরে অনেক Duplicate VidMate অ্যাপ রয়েছে, আপনারা সেগুলো ভুলেও ডাউনলোড করবেন না।

তাই প্লে-স্টোর ছাড়া মোবাইলে ভিডমেট(VidMate) অ্যাপ ডাউনলোড করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন –

ভিডমেট অ্যাপ (VidMate App) ডাউনলোড করব কিভাবে?

বর্তমানে প্রায় সবার কাছেই স্মার্টফোন রয়েছে।এসব ফোনের ব্রাউজার থেকে কিভাবে অরিজিনাল VidMate App ডাউনলোড করবেন তা নিয়েই আলোচনা করব।

আমাদের দেশে এবং পাশের দেশ ভারতে বর্তমানে শাওমি ফোন বেশি ব্যবহার করা হয়। তাই শাওমি ফোন থেকে ভিডমেট অ্যাপ ডাউনলোড কীভাবে ডাউনলোড করবেন তা নিয়ে প্রথমে কথা বলি। তারপর অন্যান্য ডিভাইস থেকে কীভাবে ডাউনলোড করবেন তা নিয়ে আলোচনা করব।।

যাদের কাছে শাওমি ফোন আছে তাদের ব্রাউজার ওপেন করতে হবে না। কারণ এ ফোনের MI অ্যাপ স্টোরে আপনি ডাইরেক্ট VidMate app পেয়ে যাবেন।শাওমি ফোন থেকে ভিডমেট অ্যাপ ডাউনলোড করা একদম সহজ ব্যাপার।

শাওমি ফোন দিয়ে ভিডমেট (VidMate) অ্যাপ ডাউনলোড করার উপায়

আপনাদের ফোনে যদি শাওমির লেটেস্ট ভার্সন (MIUI -11 বা তার বেশি) আপডেট না থাকে তাহলে আপডেট করে নিন।

ধাপ -১

  • আপনার শাওমি ফোন থেকে Get Apps ওপেন করুন। এটা দিয়ে আপনি ২ মিনিটেই প্লে স্টোরের মত অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

Note:এই অ্যাপটি যদি আপনার ফোনে দেখতে না পান তাহলে এভাবে আপনি VidMate app ডাউনলোড করতে পারবেন না। এজন্য আপনি এই ধাপটি স্কিপ করুন এবং নিচে স্ক্রোল করে ব্রাউজার থেকে ভিডমেট অ্যাপ ডাউনলোড করার টিপস ফলো করুন।

ধাপ -২

  • Get Apps ওপেন হলে, আপনি উপরে একটি সার্চ বার দেখতে পাবেন।সেখানে VidMate লিখে সার্চ করুন ঠিক যেভাবে প্লে স্টোরে যেকোন অ্যাপ খুঁজতে সার্চ করেন।

ধাপ -৩

  • এবার প্রথমে আসা  VidMate App টি ওপেন করুন। নিচের সবুজ রঙের Get (15.9 MB) লিখাতে ট্যাপ করে আপনার শাওমি ফোনে Install করে নিন। ব্যাস আপনার ফোনে অরজিনাল VidMate App টি Install হয়ে যাবে।

এতো তো হলো শাওমি ফোন এবার অন্যান্য কোম্পনির ফোনে কীভাবে ভিটমেট ইনস্টল করবেন তা জানতে নিচের অংশটুকুও পড়ুন।

আরো পড়ুন –

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস (SMS) পাঠানোর জনপ্রিয় ৭ টি সাইট

স্মার্টফোনে অটো অ্যাড বন্ধ করবেন কিভাবে?

যেকোনো ফোনের মাধ্যমে কীভাবে ভিডমেট (VidMate) অ্যাপ ডাউনলোড করবেন ?

যেকোন মোবাইলের মাধ্যমে ব্রাউজার দিয়ে Official Site থেকে VidMate অ্যাপ ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন –

ধাপ -১

  • আপনার স্মার্টফোনের যেকোনো ব্রাউজার ওপেন করুন। (যেমন- Chrom, Google,Uc Mini ইত্যাদি)
  • পরে সেখান থেকে “vidmateapp.com”লিখে সার্চ করুন।
  • অথবা আপনার ফোন থেকে vidmate.com  লিংকে ক্লিক করে এর Official Site টি ওপেন করুন।

ধাপ -২

  • অফিসিয়াল VidMate সাইটি ওপেন হলে, লাল রঙের “Offical Download” লিখা দেখতে পাবেন। আপনি যদি অ্যাপটি ডাউনলোড করতে চান তবে এই “Offical Download” লিখাতে ট্যাপ করে Apps টি ডাউনলোড করুন।
  • ১৫.৯ MB র App টি ডাউনলোড হওয়ার পরে আপনার মোবাইলে ইনস্টল করে নিন।

Note: আপনি যদি প্রথমবারের মতো প্লে স্টোর ছাড়া বাইরে থেকে অ্যাপ ইনস্টল করছেন তাহলে আপনার ফোনের Privacy এর জন্য by default unknown sources off থাকে।

এজন্য অ্যাপটি আপনার ফোনে ইন্সটল হবে না। তাই আপনি যদি অ্যাপটি ইনস্টল করতে চান, তবে আপনার ফোনের Setting এ গিয়ে Unknown Sources Allow করতে হয়।

যেমন – শাওমি ফোনে এ allow করতে হলে

  • প্রথমে আপনার ফোনের Settengs এ যান।
  • সেখান থেকে Additional settings এ প্রবেশ করুন।
  • এরপর Privacy তে ঢুকে Unnknown sources Allow করুন। আপনার স্মার্টফোনে কিভাবে allow করবেন সেটা জানতে গুগল বা YouTube এ দেখে নিন।

ব্যাস হয়ে গেল।

শেষ কথা

আপনি যদি উপরে ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেন তাহলে খুব সহজেই অরজিনাল ভিডমেট অ্যাপস ডাউনলোড করতে পারবেন। আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার পরিবার-পরিজন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।

আর যদি ডাউনলোড করতে কোন সমস্যার সম্মুখীন হন, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।

2 thoughts on “ভিডমেট অ্যাপ (VidMate App) ডাউনলোড করব কিভাবে?”

  1. আপনার পোষ্ট আমি প্রতিদিন পড়ি। খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এরকম পোষ্ট দেওয়ার জন্য। এরকম আরও পোষ্ট চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *