ব্ল্যাকহেডস মুখের সৌন্দর্য নষ্ট করে।নাকের আশেপাশে, উপরে ও ঠোঁটের নিচে অনেক লোকেরই ব্ল্যাকহেডস বা হোয়াইট হেডস হয়ে থাকে। এ কারণে ত্বক নোংরা, অনুজ্জ্বল ও কালো দেখায় এবং ত্বকও অমসৃণ থাকে। এটি দূর করতে অনেকেই অনেক কিছু করে থাকে কিন্তু সমস্যা সমাধান হয় না। পার্লরে গিয়ে পরিষ্কার করলেও কিছুদিন পর আবার হয়।
তাই ব্ল্যাকহেডস দূর করতে ঘরোয়া কিছু উপায় সম্পর্কে জেনে নিন –
সমাধান – ১
প্রয়োজনীয় উপকরণ
- ১ টি ডিমের সাদা অংশ
- ১/২ চা চামচ লেবুর রস
- ১ চা চামচ মধু
- টুথব্রাশ
- অলিভ অয়েল
কিভাবে তৈরি ও ব্যবহার করবেন?
- প্রথমে আপনার মুখে গরম পানির ভাপ নিন।
- এতপর শুকনা টাওয়েল বা গামছা দিয়ে মুখ মুছে নিন
- পরে ডিমের সাদা অংশ, লেবুর রস ও মধু একটি বাটিতে ভাল করে মিশিয়ে নিন।
- এবার আঙ্গুল দিয়ে পুরো মুখে ম্যাসাজ করে লাগিয়ে নিন।
- শুকানোর জন্য ১৫/২০ মিনিট অপেক্ষা করুন।
- শুকিয়ে গেলে ব্ল্যাকহেডস আছে কেমন জায়গাগুলোতে টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন।
- এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন
- পরে মুছে 1 ফোটা অলিভ অয়েল সম্পূর্ণ মুখে মেখে নিন।
সমাধান – ২
চাউলের গুড়ার সঙ্গে টক দই ও ২/৩ ফোটা মধু মিশিয়ে পেস্ট তৈরি করেও নাকে ও চোয়ালে ব্যবহার করতে পারেন। এতে করে আলতো মালিশে ব্ল্যাকহেডস দূর হয়ে যায়।
সমাধান – ৩
পাকা টমেটো সম্পন্ন মুখে মাখিয়ে নিয়ে যে যে অংশে ব্ল্যাকহেডস রয়েছে সে অংশগুলোতে 15 মিনিট হালকা করে মালিশ করুন। তারপর কুসুম গরম পানিতে ধুয়ে নিন।এতে কিছুটা উপকার পাবেন।
সমাধান – ৪
আঙ্গুলের ডগায় মধু নিয়ে নাকে ও চোয়ালে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু সময় মালিশ করতে পারেন। এরপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে সামান্য উপকার পাবেন।
তাহলে আজ এখানেই শেষ করছি। আপনি যদি উপরের পদ্ধতিগুলোর অনুসরণ করেন তাহলে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করতে পারবেন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
অবশ্যই পড়ুন – চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়