অনেক প্রযুক্তিপ্রেমী ইউটিউবার মনে করেন, ব্লুটুথ অন রাখলে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটি, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে চলা ব্লুটুথ, ওয়াই-ফাই, NFC আসলেও দ্রুত ব্যাটারির চার্জ শেষ করে কিনা তা পরীক্ষা করে দেখেছে। চলুন তাহলে এ সম্পর্কে জেনে নেই –
কিভাবে পরীক্ষা করা হয়েছে?
ব্লুটুথ অন করে রাখলে দ্রুত বেটারির চার্জ শেষ হয়ে যায় কিনা, এটা পরীক্ষা করার জন্য 2020 সালের 5 টি মোবাইল ফোন বেছে নেওয়া হয়। এ ৫ টি মোবাইল ফোন হলো-
- Samsung S20+
- Huawei P40 Pro
- JTE Action 11
- Xiaomi Poco F2 Pro and
- Realme X3 Superzum
প্রতিটি মোবাইল ফোনকে দুটি পদ্ধতিতে পরীক্ষা করা হয় এগুলো সম্পর্কে নিচে বলা হলো।
প্রথম পদ্ধতি
প্রথম ধাপ
প্রথম ধাপে একটানা দেড় ঘন্টা নেট ব্রাউজ করা হয়। এরপরে একটানা দেড় ঘন্টা স্লিপ মোডে রাখা হয়। পরে পুনরায় 90 মিনিট নেট ব্রাউজ করা হয়।
দ্বিতীয় ধাপ
দ্বিতীয় ধাপে মোবাইলফোন গুলোকে 16 ঘন্টা স্লিপ মোডে রাখা হয়।
তৃতীয় ধাপ
তৃতীয় ধাপে প্রথম ধাপের পুনরাবৃত্তি ঘটানো হয়। অর্থাৎ আবারো একটানা দেড় ঘন্টা নেট ব্রাউজ করা হয়। পরে একটানা দেড় ঘন্টা স্লিপ মোডে রাখা হয়। এরপর আবারও 90 মিনিট নেট ব্রাউজ করা হয়।
আবার, এই একই নিয়মে ব্লুটুথ অফ রেখে এবং অন রেখে কোন ডিভাইসের সাথে কানেক্ট না করে পরীক্ষা করা হয়।
দ্বিতীয় পদ্ধতি
দ্বিতীয় পদ্ধতিতে ব্লুটুথ অন রেখে একটানা 4 ঘন্টা ভিডিও দেখা হয়। পরে আবার ওয়্যারলেস হেডফোন দিয়ে ডিসপ্লের ব্রাইটনেস 200 নিটসে রেখো ভিডিও দেখা হয়। প্রত্যেকটি ফোনে ওয়াইফাই বাদে মোবাইল ডাটা ও এনএফসি (NFC) অফ রাখা হয়।
ফলাফল
প্রথম পদ্ধতির পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ব্লুটুথ অফ রাখলে ফোনের ব্যাটারি খুব বেশি সাশ্রয় হয় না। 26 ঘন্টার টিপিকাল টেস্ট পরীক্ষায় ব্লুটুথ অন রাখা অবস্থায় মাত্র 1.8% ব্যাটারি সাশ্রয় করতে দেখা গেছে।
পড়ুন – দ্রুত মোবাইল চার্জ করার কার্যকরী উপায় জেনে নিন
আর ব্লুটুথ অন রাখায় 49.4% ও অফ রাখায় 51% ব্যাটারির চার্জ শেষ হয়েছে। পুরো ব্যাটারির চার্জ সাইকেলে দেখা যায় ব্লুটুথ মাত্র 4% অতিরিক্ত চার্জ টানে। আর এ 4 % ব্যাটারি দিয়ে 10 থেকে 15 মিনিটের চার্জই পাওয়া সম্ভব।
বিভিন্ন ফোনে ব্যাটারি ক্ষয়ের যে পার্থক্য লক্ষ্য করা গেছে তা খুবই অল্প। ব্লুটুথ অন থাকা অবস্থায় সবচেয়ে বেশি চার্জ টেনেছে Huawei P40 Pro এবং Xiaomi Poco F2 Pro.
তার ব্লুটুথ অন অফ রেখে 16 ঘন্টা স্লিপ মোডে রেখার পার্থক্য .2%। আর 4 ঘণ্টা ফোন ব্রাউজিং-এ এর পার্থক্য 1%
শেষ কথা
তাই বলা যায় ব্যাটারির চার্জ বাঁচানোর জন্য সবসময় ব্লুটুথ অফ রাখার প্রয়োজন নেই। বিশেষ করে যখন ফোন স্লিপ মোডে রাখা হয় তখন ব্লুটুথ অন থাকলেও ব্যাটারির উপর কোন প্রভাব পড়ে না বললেই চলে।