বিভিন্ন পরীক্ষায় বা ইংরেজি আর্টিকেলে প্রায়ই কিছু Confusing Word দেখা যায়। যেগুলো দেখতে প্রায় এবং উচ্চারণ প্রায় একই কিন্তু অর্থগত ভাবে এরা আলাদা।
তাই এই সমস্যা সমাধানের একটাই উপায়, তা হচ্ছে এসকল Confusing Word গুলো ভালভাবে আত্মস্থ করে ফেলা।
তাহলে চলুন জেনে নেওয়া যাক এমনি কিছু Confusing Word এবং এদের সঠিক অর্থ।
1. Advice – উপদেশ
2. Advise – উপদেশ দেওয়া
3. Peace – শান্তি
4. Piece – টুকরা
5. Accept – গ্রহন করা
6. Except – ব্যতীত
7. Access – প্রবেশের অধিকার
8. Excess – অতিরিক্ত
9. Career – পেশা
10. Carrier – বাহক / বহনকারী
11. Personal – ব্যক্তিগত
12. Personnel – কর্মিবৃন্দ
13. See – দেখা
14. Sea – সমুদ্র
15. Sweat – ঘাম
16. Sweet – মিষ্টি
17. Ship – সমুদ্রগামী জাহাজ
18. Sheep – ভেড়া
19. Dear – প্রিয়
20. Deer – হরিণ
21. Role – ভূমিকা
22. Roll – নামের তালিকা / ক্রমিক
23. Eligible – যোগ্য / উপযুক্ত
24. Illegible – অস্পষ্ট / দুষ্পাঠ্য
25. Flower – ফুল
26. Flour – ময়দা
27. Meat – মাংস
28. Meet – সাক্ষাত করা
29. Ad – বিজ্ঞাপন
30. Add – যোগ
31. Birth – জন্ম / সূত্রপাত
32. Berth – জাহাজ / ট্রেনে ঘুমানোর আসন
33. Coma – অবচেতন অবস্থা
34. Comma – কমা / বিরাম চিহ্ন
35. Dairy – দুগ্ধ খামার
36. Diary – দিনলিপি / ডায়েরি
37. Live – বাস করা / জীবন্ত
38. Leave – ত্যাগ করা
39. Principle – নীতি
40. Principal – প্রধান
41. Quiet – শান্ত
42. Quite – সম্পূর্ণভাবে
43. Hair – চুল
44. Hare – খরগোশ
45. Seen – দেখা / দৃষ্ট
46. Scene – দৃশ্য / ঘটনাস্থল
47. Test – পরীক্ষা
48. Taste – স্বাদ
49. Wait – অপেক্ষা করা
50. Wet – ভেজা / আর্দ্র
51. Dual – দু রকম কথা বলা
52. Duel – দ্বন্দ্বযুদ্ধ
53. Desert – মরুভূমি
54. Dessert – মিষ্টান্ন
55. Differ – ভিন্ন মত হওয়া
56. Defer – পিছিয়ে দেয়া
57. Deem – মনে করা
58. Dim – অনুজ্জ্বল
59. Fair – পরিষ্কার / সঠিক
60. Fare – গাড়ি ভাড়া
61. Feel – অনুভুতি
62. Fill – পরিপূর্ণ করা
63. Think – চিন্তা করা
64. Thing – জিনিস
65. Very – খুব
66. Vary – পার্থক্য হওয়া
67. Holy – পবিত্র
68. Wholly – সম্পূর্ণ ভাবে
69. Heart – হৃদয়
70. Hurt – আঘাত করা
71. Hue – রং / বর্ণ
72. Hew – কাটা
73. Loose – শিথিল
74. Lose – হারানো
75. Mane – কেশর
76. Main – প্রধান
77. Own – নিজের
78. Won – জয়লাভ করল
79. Rain – বৃষ্টি
80. Rein – লাগাম
81. Room – কক্ষ
82. Roam – ঘুরাফেরা করা
83. Sole – পায়ের তলা / একমাত্র
84. Soul – আত্মা
85. Then – তখন
86. Than – চেয়ে
87. Weather – আবহাওয়া
88. Whether- কি-না
আশা করি এই কয়েকটি Confusing Word শিখে ফেললে Word নিয়ে আর তেমন একটা Confused হতে হবে না। কারণ এখানে বহুল-ব্যবহৃত অনেকগুলো Confusing Word দেখানো হয়েছে।
এমন আরো Confusing Word জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।