Homeএকাডেমিকবাংলাবাংলা ১২ / বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে)

বাংলা ১২ / বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে)

আমরা বাঙালি। কিন্তু বাঙালি হওয়া স্বত্ত্বেও অনেকে বাংলা মাসের নাম জিগালে বলতে পারি না, বা বাংলা ১২ মাসের নাম জানি না। তাই যারা জানেন না তাদের জন্য আজকের এ আর্টিকেলটি লিখা। এটি পড়ে আপনি খুব সহজেই বাংলা বারো মাসের নামগুলো শিখতে পারবেন। এরপর থেকে কেউ জিগালে আপনি সহজেই উওর দিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন বাংলা বারো (১২) মাসের নাম জেনে নেই।

বাংলা ১২ / বারো মাসের নাম

বাংলা মাসইংরেজি মাসকাল / ঋতু
বৈশাখএপ্রিল – মে গ্রীষ্ম
জ্যৈষ্ঠমে – জুনগ্রীষ্ম
আষাঢ়জুন – জুলাই বর্ষা
শ্রাবণজুলাই – আগস্টবর্ষা
ভাদ্রআগস্ট – সেপ্টেম্বর শরৎ
আশ্বিনসেপ্টেম্বর – অক্টোবর শরৎ
কার্তিকঅক্টোবর – নভেম্বর হেমন্ত
অগ্রহায়ণনভেম্বর – ডিসেম্বর হেমন্ত
পৌষডিসেম্বর – জানুয়ারি শীত
মাঘজানুয়ারি – ফেব্রুয়ারীশীত
ফাল্গুনফেব্রুয়ারি – মার্চবসন্ত
চৈত্রমার্চ – এপ্রিল বসন্ত

আরও পড়ুন – আরবি ১২ মাসের নাম এবং নামকরণের কারণ

বাংলা ১২ / বারো মাসের নাম ইংরেজিতে

  • Boisakh
  • Joishtho
  • Ashar
  • Srabon
  • Vadro
  • Ashwin
  • Kartik
  • Agrahyan
  • Poush
  • Magh
  • Falgun
  • Chaitra

তো আজকের মতো এখানেই থাকলো। আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা বাংলা ১২ / বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে) খুব সহজেই শিখতে পারবেন। আর আর্টিকেলটি পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments