আপনি জেনে খুশি হবেন যে, ফ্রিল্যান্সিং জগতে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। বরং অন্যান্য অনেক দেশের চেয়ে এগিয়ে। তাছাড়া আমাদের দেশের রয়েছে নিজস্ব ফ্রিল্যান্সিং সাইটও! জনপ্রিয় বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হল বি ল্যান্সার!
ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টদের প্রফেশনালি সংযুক্ত হওয়ার জন্য Belancer.com বাংলাদেশী অনলাইন মার্কেটপ্লেস। এসইও, ওয়েবসাইট ডেভলপমেন্ট, লেখা, গ্রাফিক্স ডিজাইনের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট এবং অনলাইন মার্কেটিং ইত্যাদির মতো সার্ভিস কেনা বেচার জন্য এটি একটি অনলাইন মিলনের জায়গা।
বাংলাদেশ বিশ্বজুড়ে ফ্রিল্যান্সিং জব মার্কেটে দশের একটি অবস্থানে রয়েছে। তদুপরি, অনেক ফ্রিল্যান্সাররা অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে না। অতএব, বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বিল্যান্সার ফ্রিল্যান্সারদের ডেভেলপমেন্টের জন্য এবং বেকার স্নাতক ও স্নাতকোত্তরদের কাজ করতে সহায়তা করার জন্য এসেছে।
অনেকেই অনলাইনে কাজ করার জন্যে দেশি ফ্রিল্যান্সিং সাইট খুঁজে থাকেন। এ-রকমই একটি সাইট বিল্যান্সার।
যারা বাংলায় কাজ করতে আগ্রহী , তাদের জন্য একটি বড় সুযোগ হল বিল্যান্সার। এটি একটি বাংলাদেশি মার্কেটপ্লেস তাই এখানে যেসব ফ্রিল্যান্সাররা কাজ করে সবাই বাংলাদেশি। আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান তবে এটি হতে পারে আপনার জন্য বেস্ট অপারচুনিটি।
আউটসোর্সিং এর জন্য আন্তর্জাতিক পর্যায়ে অনেক ওয়েবসাইট রয়েছে যার সবই ইংরেজিতে। ইন্টার্নেশনাল মার্কেটের ল্যাংগুয়েজ ইংরেজি। আমাদের দেশের গ্রাজুয়েট করা শিক্ষার্থীরা ইংরেজিতে তেমন পাকা নয়। তাই দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র কমিউনিকেশন স্কিল না থাকায় কাজ পান না। এসব সমস্যার সমাধানের জন্যে দরকার দেশি মার্কেটপ্লেস। তেমনি একটি দেশি মার্কেটপ্লেস হচ্ছে বিল্যান্সার। এটি প্রতিষ্ঠিার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশে এক্সপার্টদের কাজ পাইয়ে দেওয়া। বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হিসেবে এটি আমাদের জন্য অনেক উপকারী হবে বলে আশা করি।
বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বিল্যান্সারের ইতিহাস
আমাদের দেশে অনেক অনেক মেধাবী ফ্রিল্যান্সার রয়েছেন। যারা আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডট কমে আউটর্সোসিং করে প্রতি মাসে হাজার হাজার মার্কিন ডলার আয় করছে। কিন্তু স্থানীয়ভাবে আউটর্সোসিং কাজ করার জন্য নিজ দেশে নিজস্ব কোনো অনলাইন মার্কেটপ্লেস নেই। এই চিন্তা মাথায় নিয়ে তরুণ উদ্যোক্তা মো. শফিউল আলম দেশের ফ্র্যিলান্সারদের জন্য ‘আমার ডেস্ক’ নামে একটি দেশি অনলাইন মার্কেটপ্লেস শুরু করে। সময়ের সাথে সাথে ‘আমার ডেস্ক’-এর নাম পরিবর্তন করে বিল্যান্সার ডট কম (www.belancer.com) রাখা হয়।
২০১৫ সালের ০১ মে বিল্যান্সার অনলাইন মার্কেটপ্লেস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দিন দিন সাইটটির পরিসর অনেক বড় হচ্ছে। এ দেশীয় সাইটে দিন দিন নতুন ফ্রিল্যান্সার ও কাজের সংখ্যা বাড়ছে। এ সাইটে বর্তমানে ৩২,২৮২ জন ফ্রিল্যান্সার কাজ করছেন।এখানে ৭,৭৪৬টি জব পোস্ট করা আছে। যেগুলোর আর্থিক মূল্য প্রায় এক কোটি ২৭ লাখ ১২,৫৯৩ টাকা।বর্তমানে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন প্রায় ৪২,৩৭ জন কর্মী।
প্রতিষ্ঠাতা শফিউল আলম ময়মনসিংহে জন্ম গ্রহণ করেন। তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি (SSC) এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে পাস করেন এইচএসসি (HSC) পাস করেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগে স্নাতক শেষ করে কর্ম জীবন শুরু করেন।
বিল্যান্সারে যা যা পাবেন
বিল্যান্সারে কাজ করার জন্য অসংখ্য ক্যাটাগরি রয়েছে । আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন ক্যাটাগরিতে কাজ করতে পারেন নিচে কিছু ক্যাটাগরির কথা উল্লেখ করা হলোঃ
- একাউন্টিং লিগ্যাল এন্ড কনসাল্ট্যান্সি সাপোর্ট
- ডিজাইন
- প্রিন্টিং
- মাল্টিমিডিয়া
- এডমিন এন্ড কাস্টমার সাপোর্ট
- ই-কমার্স
- ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার
- সেলস এন্ড মার্কেটিং
- এসইও
- ডাটা এন্ট্রি
- রাইটিং
- ট্রান্সলেশন
- সফটওয়্যার ডেভলপমেন্ট
- ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি।
বিল্যান্সারে ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনাকে যে কোন একটি বিষয়ে দক্ষ থাকলেই হবে।
দেশি মার্কেটপ্লেস বলে অবহেলা করার কিছু নেই। আমাদের প্রতিবেশি দেশ ভারত তাদের নিজস্ব মার্কেটপ্লেস দাঁড় করিয়ে ফেলেছে। আমরাও যদি আমাদেরটা প্রতিষ্ঠিত করি, তবে লাভ আমাদেরই হবে।
বিল্যান্সারের সুবিধাসমূহঃ
- বিল্যান্সার এর প্রধান সুবিধা হচ্ছে এটি একটি বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট।
- এখানকার বেশিরভাগ ইমপ্লোয়াররা বাংলাদেশি।
- কাজের মাধ্যমে ইমপ্লোয়ারকে খুশি করতে পারলে স্থায়ীভাবে কাজ করার চান্স থাকে।
- টাকা তোলার জন্য বিল্যান্সারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এসএসএল (SSL) ওয়্যারল্যাস লিমিটেড যারা অনলাইনে অর্থ লেনদেন সেবা প্রদানের জন্য নির্ভরযোগ্য।
- মজার ব্যাপার হলো বিল্যান্সারে রয়েছে বিকাশ পেমেন্ট অর্থাৎ, আপনি আপনার টাকা বিকাশে পেমেন্টেও নিতে পারবেন।
- এছাড়াও বিল্যান্সারের মাধ্যমে আয়কৃত টাকা আপনি ব্যাংক ট্র্যান্সফার, অথবা সরাসরি বিল্যান্সার অফিসে গিয়েও সংগ্রহ করতে পারেন।
- ইন্টারন্যাশনাল মার্কেটে টাকা উত্তোলন নিয়ে যে ঝামেলায় পড়তে হয় বিল্যান্সারে তা নেই ইত্যাদি।
বিল্যান্সার বাংলাদেশি মার্কেটপ্লেস হলেও তারা এখন ইন্টারন্যাশনাল প্রজেক্ট আনার চেষ্টা করছে।এখানে দক্ষতা দেখাতে পারলেই বিল্যান্সার হয়ে উঠতে পারে আপনার জন্য আন্তর্জাতিক মার্কেটে পদার্পনের মাধ্যম।
কাজ না শিখেই এখানে কাজ পেয়ে যাবেন ভাবলে সেটা হবে অনেক বড় ভুল। এভাবে একটা দুইটা কাজ পেতে পারেন। আপনার ফিউচার প্ল্যান থাকলে উচিৎ হবে কাজ শিখে তারপর মার্কেটে নামা।
বিল্যান্সার কিভাবে ব্যবহার করবেন?
প্রথমে www.belancer.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলেই আপনার নিজের অ্যাকাউন্ট হয়ে যাবে।একাউন্ট হয়েে গেলেই কাজ পোস্ট করা বা কাজের জন্য এপ্লাই করা যাবে একই অ্যাকাউন্ট দিয়ে। কাজে এপ্লাই করার জন্য বিল্যান্সারে ঢুকে প্রথমে ‘ব্রাউজ ওয়ার্ক’-এ ক্লিক করতে হবে।এখানে ক্লিক করার পর ওয়েবসাইটটিতে সব কাজের তালিকা দেখাবে। বামপাশে সাইডবারে পাবেন বাজেট। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বাজেটে ক্লিক করে সে বাজেটের কাাজ দেখতে পাবেন। নির্দিষ্ট কাজের জন্য দক্ষ ফ্রিল্যান্সার পাওয়া যাবে ‘ফাইন্ড ফ্রিল্যান্সার’ অংশে। আপনি যদি নতুন কাজ পোস্ট করতে চান তবে লগ-ইন করে আপনাকে পোস্ট প্রোজেক্ট-এ ক্লিক করতে হবে।এছাাড়াও ফ্রিল্যান্সারের প্রোফাইলে পূর্বের করা কাজের তালিকা, পূর্বের নিয়োগদাতার দেওয়া পর্যালোচনা এবং পোর্টফোলিও দেখতে পাবেন, যা দেখে ফ্রিল্যান্সার সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ‘সাপোর্ট’ অংশে কোন সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করা যায়। এছাড়াও লাইভ চ্যাটে সরাসরি যোগাযোগ করা যাবে, অভিযোগ জানিয়ে রাখার (টিকিট) সুযোগও আছে।
মোটকথা বিল্যান্সার হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন প্রকার দেশি প্রজেক্ট পাওয়া যায়। এখানে শুধু ফিক্সড প্রাইসের জব আছে। আপনি চাইলেই বিল্যান্সারে রেজিস্ট্রেশন করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করে প্রচুর ইনকাম করতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করে আয় করতে চান তবে নিচের আর্টিকেলটি অবশ্যই পড়বেন-
বেশি বেশি আয় করা যায় এমন সেরা ৫ টি ফ্রিল্যান্সিং কাজ
তো আজ এই পর্যন্তই। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এ আর্টিকেলটি সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।
ধন্যবাদ
কিভাবে করলে টাকা পাওয়া যাবে