বর্ণ কাকে বলে?
ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ (Letter) বলে। যেমন – অ,আ,ক,খ,গ ইত্যাদি।
পড়ুন – বচন কি বা কাকে বলে? বচনের প্রকারভেদ / শ্রেণীবিভাগ
বর্ণের প্রকারভেদ/ শ্রেণীবিভাগ
বর্ণ ২ প্রকার। যথাঃ-
- স্বরবর্ণ
- ব্যঞ্জনবর্ণ
পড়ুন – উদাহরণসহ “এ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম
স্বরবর্ণঃ- স্বরধ্বনি দ্যােতক লিখিত সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। যেমন – অ,আ,ই,ঈ… ইত্যাদি। স্বরবর্ণ ১১ টি। এদের মধ্যে হ্রস্বস্বর ৪ টি এবং দীর্ঘস্বর ৭ টি।
পড়ুন – ধাতু কি বা কাকে বলে? ধাতুর প্রকারভেদ / শ্রেণীবিভাগ
ব্যঞ্জনবর্ণঃ- ব্যঞ্জনধ্বনি দ্যােতক লিখিত সাংকেতিক চিহ্নকে, ব্যঞ্জনবর্ণ বলে। যেমন – ক,খ,গ,ঘ,ঙ……ইত্যাদি। বাংলা ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। এর মাঝে প্রকৃত ৩৫ টি এবং অপ্রকৃত ৪ টি।
পড়ুন – ধ্বনি কি বা কাকে বলে? ধ্বনি,স্বরধ্বনি,ও ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ
তাহলে আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।
আরও পড়ুন – অবিভাজ্য ধ্বনি কি বা কাকে বলে? অবিভাজ্য ধ্বনির প্রকারভেদ
আশা করি, বর্ণ কি বা বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি? নিয়ে মোটামুটি ধারণা দিতে পেরেছি। ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলিবেন না। ধন্যবাদ।