আজকে আমরা আলোচনা করব বচন নিয়ে। বচন কাকে বলে? বচন কত প্রকার ও কি কি?
বচন কাকে বলে?
বচন একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে।
পড়ুন – ধাতু কি বা কাকে বলে? ধাতুর প্রকারভেদ / শ্রেণীবিভাগ
বচনের প্রকারভেদ / শ্রেণীবিভাগ
বাংলা ভাষায় বচন ২ প্রকার। যথাঃ-
- একবচন
- বহুবচন
পড়ুন – বাংলা ব্যাকরণ কি বা কাকে বলে?
একবচনঃ- যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যাক্তির একমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন – সে আসলো। ছেলেটি স্কুলে যায় নি। ইত্যাদি।
পড়ুন – উদাহরণসহ “এ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম
কেবলমাত্র বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়। কোন কোন সময় টা, টি,খানা, খানি ইত্যাদি যোগ করে বিশেষ্যের একবচন নির্দেশ করা হয়। যেমন – কলমটা, গরুটা ইত্যাদি।
পড়ুন – পারিভাষিক শব্দ বা পরিভাষা কি? এর প্রয়োজনীয়তা ও নিত্যপ্রয়োজনীয় ২০০ পারিভাষিক শব্দ
বহুবচনঃ- যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যাক্তির একের অধিক বা বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। যেমন – ছেলেরা ফুটবল খেলতেছে। মেয়েরা এখনো আসে নি। ইত্যাদি।
পড়ুন – ব্যাকরণ কি বা কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা
বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলা, গুলি,গুলো, দিগ,দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কূল,বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি,পাল,দাম,নিকর,মালা, আবলি ইত্যাদি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়।
আরও পড়ুন – অবিভাজ্য ধ্বনি কি বা কাকে বলে? অবিভাজ্য ধ্বনির প্রকারভেদ
আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।
It was very helpful