ফোন একবারও পানিতে পড়েনি এমন ফোন চালক কমই আছে। পানিতে পড়লেও যথাযথ ব্যবস্থা নিলে অনেক ফোন ঠিক করা যায়। আর যেকারো ফোন যেকোন সময় পানিতে পড়তেই পারে। তাই ফোন পানিতে পড়ে গেলে করণীয় কি তা আগে থেকেই জানা না থাকলে পড়তে হয় মহাবিপদে। তবে আজকাল কিছু ফ্ল্যাগশিপ ফোনে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট থাকলেও ফোনগুলো শতভাগ পানিরোধী নয়। পানিতে পড়ে যাওয়ার ভয় থেকেই যাচ্ছে। তবে এই ভয়টাকে অনেকাংশে দমানো যায়, যখন আপনার জানা থাকবে একটি ফোন পানিতে পড়ে গেলে সাথে সাথে কি কি করতে হয়।
তাহলে চলুন যারা ফোন পানিতে পড়ে গেলে কি কি করতে হয় তা জানি না, ৫ টি ধাপে আমরা জেনে নেয়।
ধাপ-1: ফোনটি OFF করুন
আপনার ফোনটি পানিতে পড়ে গেলে বা পানি ফোনে পড়ে গেলে সাথে সাথে ফোনটি OFF করে ফেলুন। ফোনে যদি চার্জার, ইয়ারফোন বা অন্য কোন কানেকশন সংযোগ থাকে তা সাথে সাথেই বন্ধ করুন বা খুলে ফেলুন।
তাছাড়া পানি পড়ার সাথে সাথে ফোনটি ঝাঁকাঝাঁকি না করে ফোনের ব্যাটারি, সিম এবং মেমোরি সহ যাবতীয় অন্যান্য জিনিস খুলে আলাদা করে ফেলুন। ফোনে পানি পড়লে যদি সাথে সাথে এসকল কানেকশন বা ছোট-ছোট পার্টসগুলো আলাদা না করেন তাহলে ফোন শর্ট সার্কিট হয়ে এসকল জিনিস নষ্ট হয়ে যেতে পারে।
ফোনে পানি পড়লে সাধারনত ফোনের মাদারবোর্ড শর্ট সার্কিট হয়ে যায়। তাই পানি পড়লে যদি কখনো ফোন চার্জে থাকে তা সাথে সাথে খুলে ফেলতে হবে৷ ব্যাটারিও সাথে সাথে খুলে ফোন বন্ধ না করলে ফোনটি যেকোন সময় শর্ট সার্কিটে পরিণত হয়ে যেতে পারে। ফলে আপনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন বা চিরতরে ফোনটি হারাতে পারেন।
তাই পানিতে পড়ার সাথে সাথে সকল কানেকশন বন্ধ করে ফোনটি OFF করে ফেলুন।
ধাপ-2: ফোনটি পরিষ্কার করুন
ফোনটি যদি আবর্জনা যুক্ত পানিতে বা সমুদ্রের পানিতে পড়ে তাহলে প্রথমেই ফোনটি ভাল ভাবে পরিষ্কার করে নিন। তবে সমুদ্রের পানিতে পড়ে গেলে হালকা ভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিন। কারণ সমুদ্রের পানিতে লবণ থাকে যা ফোনের মাদারবোর্ডের ক্ষতি করতে পারে।
তাছাড়া স্যুপ, সস্, তেল কিংবা ক্রিম জাতীয় কেন তরল পদার্থে পড়লে ভাল ভাবে নরম তোয়ালে বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিন। তবে খেয়াল রাখবেন বাইরের স্যুপ বা ক্রিম যেনো ভেতরে না যায়। পরিষ্কার করা শেষ হয়ে গেলে তৃতীয় ধাপের কাজগুলো করুন।
ধাপ-3: ঝাঁকাঝাঁকি করবেন না
ফোন পানিতে ভিজে গেলে সবার আগে আমরা যা করি তা হচ্ছে ফোনটিকে ভালভাগে ঝাঁকানো। কিন্তু এই কাজটি মোটেও ঠিক না। ফোন পানিতে পড়ে গেলে আর কখনো পানি বের করতে ফোন ঝাঁকাঝাঁকি করবেন না। তাহলে পানি বের হওয়ার চেয়ে বরং ফোনের মধ্যকার পানি আরো ভেতরে চলে যাবে। ফলে ফোনের ভেতরের আরো পার্টস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফোন পানিতে পড়ে গেলে ঝাঁকাঝাঁকি করা যাবে না।
ধাপ-4: ফোনটি ভাল ভাবে শুকিয়ে নিন
ফোন পানিতে পড়ে গেলে ঝাঁকাঝাকি না করে ভালভাবে শুকানোর চেষ্টা করতে হবে। কিন্তু ফোন শুকাতে গিয়ে আমরা অনেক সময় হেয়ার ড্রায়ার বা মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি। যা ফোনের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। হেয়ার ড্রায়ার বা ওভেনের অতিরিক্ত গরমে ফোন চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তাই হেয়ার ড্রায়ার এবং ওভেন ব্যবহার করা থেকে বিরত থাকুন।
ফোন শুকানোর জন্য সিলিকা জেল বা তোয়ালে কিংবা টিস্যু পেপার ব্যবহার করতে পারে। সিলিকা জেল ট্যাবলেটের কৌটাতে অনেক সময় পাওয়া যায়। এগুলো নষ্ট না করে রেখে দিলে প্রয়োজনে ব্যবহার করা যায়। সিলিকা জেল অতি দ্রুত পানি শোষণ করে নেয়।
তবে সিলিকা জেল না থাকলে তোয়ালে বা টিস্যু দিয়ে হালকা ভাবে মুছে নিবেন। অবশ্যই খেয়াল রাখবেন ফোনের কোন পার্টসের উপর যেন জোরে চাপ না পড়ে।
তাছাড়া ফোনটি সূর্যের আলোর সাহায্যেও শুকাতে পারেন। তবে সরাসরি সূর্যের আলোতে ফোন শুকাতে না দেওয়ায় উত্তম। ফোনের পার্টসগুলো কোন হার্ডওয়্যার গিক ব্যবহার করে খুলে আলাদা ভাবে শুকাতে দিতে পারেন।
ফোনটি ভালভাবে শুকানো হয়ে গেলে ফোনটি আবার ON করুন। যদি ফোন কোন ভাবেই ON না হয় তাহলে পরবর্তী এবং সর্বশেষ ধাপ হলো সার্ভিস সেন্টারের নিয়ে যাওয়া।
ধাপ-5: সার্ভিস সেন্টারের যান
ফোন প্রাইমারিভাবে শুকানোর পরও ON করা না গেলে সর্বশেষ চিকিৎসা হিসেবে আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে। তাছাড়া মোবাইল রিপেয়ার শপেও যেতে পারেন।
আবার আপনি যদি এতো কিছু করতে না চান তাহলে ফোনটি OFF করে ব্যাটারি খুলে সোজা সার্ভিস সেন্টারেও যেতে পারেন। ভাগ্য খারাপ না হলে সর্বশেষ পর্যায়ে গিয়েও আপনার ফোনটি ঠিক হতে পারে।
আশা করি উপরের টিপসগুলো ফলো করলে যেকোন ধরনের পানিতে পড়া জনিত বিপদ থেকে আপনার ফোনকে সারিয়ে তুলতে পারবেন। আর আপনি যদি এখনো এমন কোন বিপদের সম্মুখীন না হন তাহলে ভবিষ্যতে যে কখনো হবেন না এমন বলা যায় না। তাই আগে থেকেই জানা থাকলে বিপদের সময় বিপদ সামলানো সহজ হয়ে যাবে।
তাছাড়া বন্ধুদের এমন হঠাৎ বিপদের হাত থেকে রক্ষা করতে
টিপসগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ।