বর্তমান যুগে ফেসবুক ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। ফেসবুকের মাধ্যমে আমরা নানারকম ভিডিও ও দেখি। অনেক সময় মনে হয় এই ভিডিওটা সুন্দর, ফানি, তাই পরবর্তীতে এটা আবার দেখার জন্য ডাউনলোড করে রাখি। কিন্তু আমারা অনেকেই জানি না ফেসবুক ভিডিও ডাউনলোড করব কীভাবে। তাই আজ আমি Facebook Video Download করার সহজ একটি উপায় সম্পর্কে জানাবো।
পড়ুন – ফেসবুক এপস / ফেসবুক লাইট ডাউনলোড করব কীভাবে?
ফেসবুক ভিডিও ডাউনলোড করব কীভাবে?
ফেসবুক ভিডিও ডাউনলোড করতে আপনি নিচের ধাপগুলি অনুসরণ করুন। এ পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করতে আপনাকে কোন ভিডিও ডাউনলোডার অ্যাপ ব্যবহার করতে হবে না। শুধু Chrome Browser ইনস্টল থাকলেই হবে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই –
Step – 01
প্রথমে আপনার ফোনের ফেসবুক অ্যাপটি Open করে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটিতে প্রবেশ করুন।
Step – 02
এবার ভিডিও থাম্বনেইল এর উপরে ডানদিকে 3 ডট দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
Step – 03
এবার ভিডিওটির লিঙ্ক কপি করে নিন।
Step – 04
এ ধাপে আপনার ফোনের Chrome ব্রাউজারটি Open করুন। সেখানে আপনার ফেসবুকটি লগইন করে নিন। পরে আপনার কপি করা ভিডিও লিঙ্কটি সার্চবারে পেস্ট করে সার্চ করুন।
Step – 05
এবার ফেসবুক Web Version এ ভিডিওটি Open হয়ে যাবে। কিন্তু ওয়েভ ভার্সনে ভিডিও ডাউনলোড করার কোন অপশন নেই। এজন্য আপনাকে ফেসবুক বেসিক ভার্সনে যেতে হবে। বেসিক ভার্সনে যেতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন।
Step – 06
উপরের সার্চবারে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেখানে m.facebook.com লিখা আছল। সেখানে m এর পর basic লিখে এড করে সার্চ করুন। (mbasic.facebook.com)
Step – 07
এবার ভিডিওটি বেসিক ফেসবুক ভার্সনে ওপেন হবে। সেখান থেকে প্লে করুন।
Step – 08
ভিডিও ওপেন হলে পাশে 3 ডট অপশন দেখতে পাবেন। এবার সেই 3 ডট অপশনে ক্লিক করুন।
Step – 09
3 ডটে ক্লিক করার পর আপনি ডাউনলোড লিখা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
Step – 10
ডাউনলোডে ক্লিক করার পর অটোমেটিক ভিডিওটি ডাউনলোড হবে। ব্যাস হয়ে গেল। এবার আপনার ফোনে আপনি ডাউনলোড করা ভিডিওটি দেখতে পাবেন।
আরও পড়ুন – ইউটিউব (YouTube) ডাউনলোড করব কীভাবে?
আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।