HomeUncategorizedফেসবুক এপস / ফেসবুক লাইট ডাউনলোড করব কীভাবে?

ফেসবুক এপস / ফেসবুক লাইট ডাউনলোড করব কীভাবে?

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফেসবুক। এটি একটি অনলাইন ওয়েবসাইট। এর মাধ্যমে নতুন নতুন লোকের সাথে বন্ধুত্ব করা যায়। Facebook ফ্রেন্ডরা আপনার প্রফাইলে শেয়ার করা প্রতিটি কন্টেন্ট, ছবি, ভিডিও, স্টেটাস ইত্যাদি দেখতে পাবে এমনক সেখানে লাইক, কমেন্টও করতে পারবে। তাই এ ধরণের সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইটগুলোতে আপনিও ফ্রিতে একাউন্ট তৈরি করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই জানে না ফেসবুক ডাউনলোড করব কীভাবে? তাই আজকের আর্টিকেলটি তাদের জন্য লিখা। তাহলে আর দেরি না করে চলুন এ সম্পর্কে জেনে নেই।

ফেসবুক ডাউনলোড

ফেসবুক অ্যাপ / ফেসবুক লাইট ডাউনলোড করব কীভাবে?

ফেসবুক অ্যাপ / ফেসবুক লাইট ডাউনলোড করা এখন একদম সহজ। এটি ডাউনলোড করতে নিম্নের স্টেপগুলো অনুসরণ করুন।

আরও পড়ুন – মেসেঞ্জার ডাউনলোড করব কীভাবে?

Step 01.

এন্ড্রয়েড ফোনে এই অ্যাপ ডাউনলোড করতে চাইলে প্রথমে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে যেতে হবে। এবার Play Store এর সার্চ অপশনে গিয়ে Facebook Download লিখে সার্চ করুন। সেখানে আপনি নিচের ছবির মত Facebook এবং Facebook Lite দুটিই খুঁজে পাবেন।

ফেসবুক ডাউনলোড

এরপর আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি বাছাই করে Install বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে অ্যাপটি ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাব।

অথবা আপনি চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে আপনার পছন্দের অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে পারেন।

Step 02.

অ্যাপ ইনস্টল হয়ে গেলে অ্যাপটি “Open” করুন।

Step 03.

এই ধাপে আপনার নিজস্ব ফেসবুক একাউন্টের Phone number or email address এর জায়গায় আপনার ফোন নম্বর অথবা ইমেইল দিন এবং Password এর জায়গায় আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে Log in এ ক্লিক করুন।

Step 04.

এবার আপনার একাউন্টের নাম আসবে। তারপর নিচের Ok লিখাতে ক্লিক করুন।

Step 05.

Ok তে ক্লিক করার পর আপনার একাউন্টটি Show করবে। এখন আপনি আপনার ইচ্ছেমত এটি চালাতে পারবেন। ব্যাস হয়ে গেল।


আরও পড়ুন – ইমো / ইমু সফটওয়্যার ডাউনলোড করব কীভাবে?

আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যেকোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments