ফেসবুকে সিপিএ মার্কেটিং করার এক্সক্লুসিভ টিপস

আসসালামুআলাইকুম । আজ আমরা আলোচনা করব সিপিএ মার্কেটিং নিয়ে। তবে এখানে আমরা সিপিএ মার্কেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব না।

এখানে শুধু কভার করব কিভাবে ফেসবুকে সিপিএ মার্কেটিং করা যায়।

আপনি যদি সিপিএ মার্কেটিং এ নতুন হয়ে থাকেন তাহলে এই পোস্টটি অবশ্যই পড়বেনঃ নতুনদের জন্য সিপিএ মার্কেটিং করে আয় করার টিপস। এর পর আবার এখান থেকেে শুরু করুন।

সিপিএ মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং এর একটি বহুল জনপ্রিয় অংশ হচ্ছে সিপিএ মার্কেটিং। CPA শব্দটির পূর্ণরূপ হচ্ছে Cost Per Action.

এটি এটি এমন একটি এডভারটইজিং মডেল যেখানে কাজের উপর ভিত্তি করে পেমেন্ট দেওয়া হয়। সেটি হতে পারে ইমেইল সাবমিশন, রেজিস্ট্রেশন অথবা কোন কিছু ডাউনলোড।

যত দিন যাচ্ছে ফেসবুকে মার্কেটিং এর চাহিদা ততই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানের অনেক ব্যবসায়ী ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে। তাহলে আপনি কেন বাদ যাবেন?

আপনার সুবিধার জন্য আমরা ফেসবুকে ফ্রি মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। ফেসবুকে সিপিএ মার্কেটিং দুইভাবে করা যায়। একটি হচ্ছে ফ্রী মেথড এবং অপরটি পেইড মেথড।

আজকের আর্টিকেল এর বিষয় হচ্ছে ফেসবুকের কিভাবে সিপিএ অফারগুলো প্রমোট করা যায়। সিপিএ অফার গুলো আপনি বিভিন্নভাবে ফেসবুকে প্রমোট করতে পারেন।নিজের প্রোফাইল থেকে কিংবা গ্রুপে পোস্ট করার মাধ্যমে অথবা পেইজে পোস্ট করার মাধ্যমে। আপনি যদি ভালোভাবে মার্কেটিং চালিয়ে যেতে পারেন তবে আপনি একদম ফ্রিতে মার্কেটিং করে ও অনেক ইনকাম করতে পারবেন।

ফেসবুকে কেন মার্কেটিং করবেন?

আমরা মোটামুটি সকলেই জানি ফেসবুকে প্রায় 2 বিলিয়ন একটিভ মেম্বার রয়েছে।

ফেসবুকে হরেক রকমের মানুষ দেখা যায়। একেকজনের চাহিদা একেক রকম।

ফেসবুকে অসংখ্য গ্রুপ পেজ রয়েছে বিভিন্ন টপিকের উপর। সেখান থেকে আপনি সহজেই আপনার কাস্টমার খুঁজে নিতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগের চেষ্টা করতে পারবেন। ফেসবুকে যদি আপনি নিয়মিত মার্কেটিং করে যান তাহলে আপনার পেজের ইন্সাইটস অপশন থেকে আপনি সহজেই আপনার কাজের অগ্রগতি দেখতে পারবেন। অগ্রগতি ভালো হলে ভবিষ্যতে পেইড মার্কেটিং এর দিকে অগ্রসর হতে পারবেন। তবে ভালো অগ্রগতির ক্ষেত্রে পেইড মার্কেটিং না করলেও চলে।

ফেসবুক পেইজে যদি আপনি রেগুলার কাজ করে যান তাহলে পেজের Insights অপশনে গিয়ে পেজের রিপোর্ট দেখতে পারবেন।

তারপর সেই রিপোর্ট অনুযায়ী আপনি আপনার অফার সিলেক্ট করবেন।

উপরন্তু আপনার ফেসবুক পেজকে এমনভাবে সাজাতে হবে যেন মানুষ আপনার পেজে ভিজিট করার পর লাইক দেয় যাতে ভবিষ্যতে আপনার অফার গুলো সম্পর্কে সহজেই জানতে পারে।

ফেসবুকে সিপিএ মার্কেটিং করার পদ্ধতি (ফ্রি মেথড)

ভিজিটর সংখ্যার দিক থেকে ফেসবুক দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে। তাই ফেসবুক মার্কেটিং এর জনপ্রিয়তা ও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

সিপিএ মার্কেটিং আপনি ফেসবুকে করেন কিংবা যে কোন সোশ্যাল প্ল্যাটফর্মে করেন, সিপিএ মার্কেটিং করার পদ্ধতি প্রায় একইরকম। তাই এখানে ফেসবুকে সিপিএ মার্কেটিং সম্পর্কে আলোচনার মাধ্যমে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর আলোচনায় হয়ে যাবে।

ফেসবুকে সিপিএ মার্কেটিং

ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনার অফার প্রমোট করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো

  1. অফার সিলেকশন: আপনাকে প্রথম সিওর হতে হবে আপনি কোন ধরনের অফার প্রমোট করতে চান।
  2. স্পেসিফিক রিজিওন: আপনি কোন দেশের মানুষের কাছে আপনার অফারগুলো পৌঁছাতে চান সেই রিজিওন টার্গেট করতে হবে
  3. বয়স: আপনি যে অফার সিলেক্ট করবেন তা কোন বয়সের মানুষের জন্য সর্বাধিক উপযোগী সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
  4. জেন্ডার: আপনি যে অফারটি প্রমোট করতে চান সেটি কি ছেলেমেয়ে উভয়ের জন্য প্রযোজ্য নাকি নাকি শুধুু ছেলে বা শুধু মেয়েদের জন্য প্রযোজ্য সেটা নিশ্চিত হতেে হবে।

আপনি যে ধরনের অফার নিয়ে কাজ করেন না কেন, উপরের বিষয়গুলো মাথায় রেখে আপনাকে এগিয়ে যেতে হবে।

কারণ এই বিষয়গুলো মার্কেটিং সেক্টরে ব্যাপক প্রভাব সৃষ্টি করে। ফেসবুকে সিপিএ মার্কেটিং করার জন্য আপনি তিনটি অপশন পাবেন। এগুলো হল:

  • ফেসবুক পেজের মাধ্যমে
  • ফেসবুক গ্রুপের মাধ্যমে
  • প্রোফাইল দিয়ে

আপনার যেটা ভালো লাগে বা যেটাতে আপনার সুবিধা হয় আপনি সেটি নিয়ে কাজ করুন।

চাইলে তিনটা নিয়েও কাজ করতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে।

ফেসবুক পেজে সিপিএ মার্কেটিং করার টিপস

ফেসবুক পেজ দিয়ে সিপিএ মার্কেটিং করতে চাইলে আপনাকে প্রথমে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে।

পেইজে আপনি আপনার অফার রিলেটেড পোস্ট করবেন। একটি পেজে বিভিন্ন বিষয়ের উপর পোস্ট করবেন না।

নির্দিষ্ট টপিকের উপর অবশ্যই পোস্ট করবেন। তা না হলে অনেক ইউজার আপনার পেজকে আনফলো করে রাখতে পারে। সেটা আপনার মার্কেটিং এর জন্য ব্যাপক ক্ষতিকর।

আপনি যদি গেমিং এর উপর পোস্ট করেন, তাহলে বয়স্ক মানুষ এরা কিন্তু সেটা পছন্দ করবে না। তাই আপনাকে বুঝেশুনে আগাতে হবে। এমন মানুষদের পেজে ইনভাইট করবেন যারা আপনার নির্দিষ্ট অফার এর সাথে কোন না কোন ভাবে সংযুক্ত।

আপনি চাইলে কিছু টাকার বিনিময়ে ফেসবুকে আপনার পোস্টটি প্রমোট করতে পারেন। সেখানে আপনি স্পেসিফিক অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন।

যেমন আপনি কোন দেশে আপনার পোস্টটি বুস্ট করতে চান, অডিয়েন্স দের বয়স কত থেকে কত তাও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান পোস্টটি শুধু ছেলেদের টাইমলাইনে দেখাতে পারবেন অথবা চাইলে শুধু মেয়েদের টাইমলাইনে দেখাতে পারবেন।

এই বিষয়গুলো চয়েজ করে দিলে ফেসবুক শুধু ওই সকল লোকের কাছে আপনার পোস্ট পৌঁছে দেবে। তাতে আপনার ব্যবসার পরিমাণ বেড়ে যাবে।

এতে লাভ হলো আপনি পেজগুলোতে গিয়ে সেখান থেকে অডিয়েন্স দের আপনার পেজে ইনভাইট করতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে আপনার পেজ বা পেইজের পোস্ট বুস্ট করতে হবে না। শুধু পোস্ট করার ধাপগুলো ফলো করে শেষ পর্যন্ত গিয়ে থেমে যাবেন।

তারপর সেখানে দেখতে পারবেন আপনার কাঙ্খিত ট্রাফিক কোন কোন পেজে আছে।

এভাবেই আপনি একদম ফ্রিতে ফেসবুকে সিপিএ মার্কেটিং শুরু করতে পারবেন।

ফেসবুক গ্রুপে সিপিএ মার্কেটিং করার টিপস

সিপিএ মার্কেটিং আপনার অফার সিলেক্ট করার পর আপনার কাজ হলো অফারটি প্রমোট করা।

অর্থাৎ যারা এই অফার পেলে সাড়া দেবে তাদের কাছে অফারটি পৌঁছানো। আপনি চাইলে ফেসবুক গ্রুপের মাধ্যমে এটি করতে পারেন।

এর জন্য আপনাকে আগে সিলেক্ট করতে হবে এই অফারটি আপনি কোন দেশে প্রমোট করবেন।

সেটা নিশ্চিত হওয়ার পর আপনাকে ওই দেশের এবং ওই টপিকের উপর আগ্রহী লোকদের আপনার ফেসবুক গ্রুপে ইনভাইট করতে হবে।

প্রথমত আপনার কাছে মনে হতে পারে এটি খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে এর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনার ফ্রেন্ডলিস্টে বেশি বেশি ওই দেশের ফ্রেন্ড অ্যাড করা আপনি যে দেশে মার্কেটিং করতে চান। অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেলে তারপর আপনি একটি গ্রুপ খুলে সেই গ্রুপে তাদের ইনভাইট করুন। ফ্রেন্ড বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন তারা যেন আপনার মার্কেটিং টপিকের উপর আগ্রহী হয়। অর্থাৎ আপনাকে বেছে বেছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে।

আপনি যদি একাধিক অফার নিয়ে কাজ করেন তাহলে আপনাকে একাধিক ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে।

একই গ্রুপে যদি আপনি বিভিন্ন টপিকের উপর অফার দেন তাহলে লোকজন আপনার গ্রুপ থেকে লিভ নিতে পারে। তাই সাবধানতার সাথে আগাতে হবে। কেন না, আপনি যদি প্রযুক্তিবিষয়ক গ্রুপে বিউটি টিপস বা হেলথ বিষয়ক পোস্ট করেন তাহলে লোকজন সেটা পছন্দ করবে না। তাই টপিক কাছাকাছি না হলে কখনোই এ গ্রুপে একাধিক অফারের পোস্ট করা যাবে না।

ফেসবুক অ্যাকাউন্টে সিপিএ মার্কেটিং করার টিপস

উপরের কথাগুলো থেকে এতক্ষণে নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছেন যে ফ্রিতে কাজ করতে গেলে আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে।

আপনার একাধিক একাউন্ট খুলতে হবে। প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা একাউন্ট খুলতে হবে। তা না হলে অচিরেই মানুষের আস্থা হারাবেন।

কারণ একটি নির্দিষ্ট গ্রুপ, পেজ বা প্রোফাইলে যদি আপনি একাধিক ভিন্ন ভিন্ন অফার প্রমোট করেন তাহলে সেটা মানুষ পছন্দ করবে কম।

আর যদি মানিয়ে নিতে ও চান, তবুও অনেক সমস্যা থেকে যায়। কারণ আপনি তো শুধুমাত্র একটি দেশের অফার প্রমোট করতে পারতেছেন না। আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষের কাছে অফার প্রমোট করা লাগতে পারে। তো আপনি যদি একই প্রফাইল পেজ বা গ্রুপ ব্যবহার করে কাজটি করেন তাহলে সেটি আপনার টার্গেট করা মানুষের কাছে একদম কম পৌঁছাবে। ফলে আপনার ব্যবসায় দুর্ভোগ চলে আসতে পারে। তাই কাজ করার আগে ভেবে চিন্তে করতে হবে।

তাই আলাদা আলাদা দেশে আলাদা আলাদা অফার প্রমোট করার জন্য আপনার আলাদা আলাদা ফেসবুক একাউন্ট থাকতে হবে।

ফেসবুক প্রোফাইল দিয়ে মার্কেটিং করার আরেকটি সুবিধা হল আপনি চাইলে মেসেঞ্জার মার্কেটিং করতে পারবেন।

আপনার অফার রিলেটেড ফ্রেন্ড যদি আপনার একাউন্টে বেশি থাকে তাহলে আপনি তাদের মেসেজেও অফার সম্পর্কে জানাতে পারেন।

এতে আপনার প্রমোশন দুর্দান্ত গতিতে আগাবে। একটা কথা মনে রাখবেন পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করতে পারবেন না।

অনলাইন মার্কেটিং করে আপনি যদি বেশি বেশি ট্রাফিক জেনারেট করতে না পারেন তাহলে লাভ নেই।

কারণ অনলাইন মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো বেশি বেশি ট্রাফিক আনা। আপনি যত বেশি ট্রাফিক আনতে পারবেন আপনার লাভ ততই বেশি হবে।

ট্রাফিক পাওয়ার জন্য আপনি ফেসবুকের পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন।

ইন্টারনেটে আরো অনেক সোশ্যাল মিডিয়া যেমন টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ইত্যাদি রয়েছে।

আপনার যে প্লাটফর্মে কাজ করতে ভালো লাগবে সেই প্লাটফর্মে কাজ করতে পারেন। কিংবা চাইলে অল্প অল্প করে সবগুলোতেই কাজ করে যেতে পারেন।


আজ এ পর্যন্তই। সিপিএ মার্কেটিং সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। যত দ্রুত সম্ভব আমরা আপনার রিপ্লাই দেয়ার চেষ্টা করব। এই আর্টিকেলটি আপনার উপকারে এসে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *