HomeUncategorizedফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করবেন কীভাবে?

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করবেন কীভাবে?

সামাজিক যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। বর্তমানে বিশ্বের প্রায় সব লোকই এই সামাজিক মাধ্যমটি ব্যবহার করছে। আর এই সামাজিক মাধ্যমের নিরাপত্তার জন্য জটিল পাসওয়ার্ড ব্যবহার করছে মানুষ। স্বাভাবিকভাবেই তাই এ পাসওয়ার্ড মুখস্থ করা বা মনে রাখা খুব কঠিন।

ফেসবুক পাসওয়ার্ড

তাছাড়া বেশিরভাগ লোকেরা ফেসবুক মোবাইল অ্যাপ ব্যবহার করে। তাই পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হয় না। এতে বহুদিন পাসওয়ার্ড ব্যবহার না করায় বা জটিল পাসওয়ার্ডের কারণে অনেকে তাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যায়। এতে একাউন্ট লগইন করা সম্ভব হয় না।

তাই আপনি যদি ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান বা মনে না থাকে তাহলে টেনশন করার কিছুই নেই। আপনি নিজেই 5 মিনিটের মধ্যে আপনার একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

ফোন নম্বর ব্যবহার করে আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব?

হ্যাঁ, ফোন নাম্বার ব্যবহার করে আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব।এটি কাজ করার জন্য আপনাকে অবশ্যই নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রমাণীকরণের বিকল্প হিসাবে ফোন নম্বরটি যুক্ত করতে হবে (লগ আউট করার আগে)।

আপনি যদি নিজের অ্যাকাউন্টে ফোন নম্বর সেট না করে থাকেন তবে বিকল্প হিসেবে ই-মেইল আইডি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনার একাউন্টে রেজিস্ট্রার্ড ই-মেইল আইডি বা মোবাইল নাম্বার এর যেকোনো একটির প্রয়োজন হবে।

তাহলে এবার চলুন আর দেরি না করে জেনে নেই, ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন কিভাবে। ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার পর আপনি পুনরায় নিজের নতুন পাসওয়ার্ড ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে পারবেন এবং বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে পুনরায় যোগাযোগ করতে পারবেন।

Also read

ফেসবুক গ্রুপ বা পেইজ থেকে আনলিমিটেড ইনকাম করুন সহজ ৫ উপায়ে!

ফেসবুকে সিপিএ মার্কেটিং করার এক্সক্লুসিভ টিপস

টুইটার (Twitter) থেকে টাকা ইনকামের A টু Z.

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে চেঞ্জ বা রিসেট করব কিভাবে?

আপনার ফেসবুক একাউন্ট পুনরায় লগইন করতে চাইলে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড কে রিসেট করতে হবে এবং নতুন পাসওয়ার্ড সেট করতে হবে।

লগইন করা ছাড়ায় পাসওয়ার্ড সেট করতে ই-মেইল আইডি বা ফোন নাম্বারের প্রয়োজন যেটা দিয়ে আপনার একাউন্ট রেজিস্টার্ড আছে।

তাহলে চলুন আর দেরি না করে নিচের ধাপগুলো অনুসরণ জেনে নেই পাসওয়ার্ড চেঞ্জ বা রিসেট কীভাবে করব।

ধাপ 1 : ফেসবুক (Facebook) একাউন্টে লগইন করুন

প্রথমে আপনি Facebook login page ঢুকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করুন। তারপর লগইন বাটনে ক্লিক করুন।

নোট : যদি আপনি আগের পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন তাহলে যেকোনো একটি ভুল পাসওয়ার্ড “Password Box” এ দিন।

ধাপ 2 : Recover Your Account বা Forgotten Password এ ক্লিক করুন

আপনি যেহেতু ভুল পাসওয়ার্ড দিয়েছেন তাই, আপনি নতুন পেইজে “You have entered an incorrect password…. ” লিখা দেখতে পাবেন। অর্থাৎ আপনার টাইপ করা পাসওয়ার্ডটি ভুল।

তাই পাসওয়ার্ড চেঞ্জ বা রিসেট করার জন্য Recover Your Account বা Forgotten Password এ ক্লিক করতে হবে।

ধাপ 3 : পাসওয়ার্ড রিসেট অপশন (Password Reset Option) সিলেক্ট করুন

আপনি “Reset Your Password” অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসে Verification Code পেতে চান।

  • আপনি যদি আপনার ফোন নাম্বারে Verification Code পেতে চান তাহলে “Send code via SMS” সিলেক্ট করুন।
  • আর যদি নিজের ই-মেইলে Verification Code পেতে চান তাহলে “Send code via Email” সিলেক্ট করে Continue এ ক্লিক করুন।

আমি ই-মেইল সিলেক্ট করেছি করণ সবার একাউন্টে ফোন নাম্বার রেজিস্ট্রার করা নাও থাকতে পারে কিন্তু ই-মেইল প্রায় সবার আইডিতে দেওয়া থাকে। তবে আপনি আপনার সুবিধামতো অপশন সিলেক্ট করে নিন।

ধাপ 4 : Verification বা security কোড কপি করুন

Continue এ ক্লিক করার পর আপনার ফোন নাম্বার বা ই-মেইল আইডিতে ৮ ডিজিটের ভেরিফিকেশন ফেসবুক দ্বারা পাঠিয়ে দেওয়া হবে। আপনি সেটি কপি করে নিন।

অথবা আপনি যদি ই-মেইল সিলেক্ট করে থাকেন তাহলে আপনার ই-মেইল কোডের সাথে Change Password এর লিঙ্ক দেওয়া হবে আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন।

ধাপ 5 : Verification code টাইপ করুন

এবার সেই কোডটি আপনার মোবাইল বা ই-মেইল থেকে কপি করে “Entry Code” লিখা বক্সে কোডটি টাইপ করে Continue এ ক্লিক করুন।

ধাপ 6 : নিউ পাসওয়ার্ড দিন

সঠিক কোড বসানোর পর নতুন পেইজে আপনি নতুন পাসওয়ার্ড সেট করার অপশন দেখতে পাবেন। এবার “Type a New Password” বক্সে নতুন ফেসবুক পাসওয়ার্ড দিয়ে Continue এ ক্লিক করুন।

ধাপ 7 : আপনার পাসওয়ার্ড চেঞ্জ বা রিসেট হয়ে গেছে

Congratulations!!! আপনার পাসওয়ার্ড চেঞ্জ বা রিসেট করা হয়ে গেছে। এবার ফেসবুক লগইন করতে চাইলে আপনার নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

এবার সোজা Stay logged in অপশন সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল। আপনার Facebook Account ওপেন হয়ে যাবে এবং আপনি পুনরায় আপনার একাউন্ট ব্যবহর করতে পারবেন।

শেষকথা

তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আপনি যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন তাহলে উপরের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

খেয়াল রাখবেন, উপরের ধাপগুলো অনুসরণ করে তখনই পাসওয়ার্ড রিসেট করতে পারবেন যখন আপনার ফোন নাম্বার বা ইমেইল আইডি রেজিস্টার থাকবে। আর যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।

1 COMMENT

  1. ভাই একজন এ আমার পাসওয়ার্ড আর নাম্বার সব চেন্জ করে ফেলছে এখন কিভাবে পাবো????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments