পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা কত প্রকার এবং কি কি?

আজ আমরা পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা কত প্রকার এবং কি কি নিয়ে আলোচনা করব।

পূর্ণ সংখ্যা কাকে বলে?

শূন্য (0)সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়।

অর্থাৎ যে সমস্ত সংখ্যার কোন ভগ্নাংশ থাকে না সেগুলো পূর্ণ সংখ্যা। যেমন 1,-3,0,5 ইত্যাদি।

পূর্ণ সংখ্যার প্রকারভেদ

সংখ্যার উপর ভিত্তি করে পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা যায়।

  1.  ধনাত্মক
  2. শূন্য (0 )
  3. ঋণাত্মক পূর্ণ সংখ্যা
  • ধনাত্মক পূর্ণ সংখ্যা: শূন্য (0) অপেক্ষা বড় সকল স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন 1,2,3,4,5 ….
  • শূন্য (০)
  • ঋণাত্মক পূর্ণ সংখ্যা: প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য একটিমাত্র বিপরীত  ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় । ধনাত্মক পূর্ণ সংখ্যার বিপরীত ঋণাত্মক মান গুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন -1,-2,-3……..

★সকল পূর্ণসংখ্যার সেটকে Z চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়। জার্মান ভাষায় জাহলান (Zahlen) শব্দের অর্থ “সংখ্যা” যা থেকে চিহ্নটি এসেছে। 

13 thoughts on “পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা কত প্রকার এবং কি কি?”

    1. Umme Hafsha Zahan (Ohi)

      Haire jekhanei jai shkhaney free fire and pbg!??taibole Porashunar moddheyo!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *