পুরুষ একটি পারিভাষিক শব্দ। এর অর্থ হলো ক্রিয়ার আশ্রয়। ব্যাকরণে এর সাথে স্ত্রী – পুরুষ লিঙ্গবেধে কোন সম্পর্ক নেই। ব্যাকরণের মতে, বিশ্বের সব ব্যক্তি বা বস্তু কোন না কোন ভাবে পুরুষ। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, ব্যাকরণে তাকে পুরুষ বলে। সাধারণত বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামগুলো দ্বারায় বিভিন্ন পুরুুষ বোঝায়। যেমন- আমি, তুমি, সে ইত্যাদি।
পড়ুন – ব্যাকরণ কি বা কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা
পুরুষ কাকে বলে?
যে সর্বনাম বা বিশেষ্য পদের দ্বারা বক্তা, শ্রোতা বা অন্য কোন উদ্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা হয়, তাকে পুরুষ বলে।
আবার বলা যায়, ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনামকেই ব্যাকরণে পক্ষ বা পুরুষ বলে। অর্থাৎ, সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে ব্যাকরণে পুরুষ বলে। যেমন – আমি, আমরা, তুমি, তোমরা, আমার, সে, তারা, তিনি,তুই, আপনি, ইনি, উনি ইত্যাদি।
পুরুষ কত প্রকার ও কি কি?
বাংলা ব্যাকরণে পুরুষ প্রধানত ৩ প্রকার। এগুলো হলো –
- প্রথম / উত্তম পুরুষ
- দ্বিতীয় / মধ্যম পুরুষ
- তৃতীয় / নাম পুরুষ
উত্তম পুরুষ বা প্রথম পুরুষ কাকে বলে?
প্রথম / উত্তম পুরুষঃ ব্যক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে অর্থাৎ, যে পদ দ্বারা উত্তম পুরুষ অর্থাৎ বক্তা নিজের সম্পর্কে কিছু বলতে আমি, আমরা, আমাকে, আমাদের, আমার ইত্যাদি শব্দ ব্যবহার করে, তাকে প্রথম / উত্তম পুরুষ বলে।
অর্থাৎ, স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। যেমন – আমি, আমরা, আমাদের, আমার।
মধ্যম পুরুষ বা দ্বিতীয় পুরুষ কাকে বলে?
দ্বিতীয় / মধ্যম পুরুষঃ বাক্যের বক্তা কর্তাকে সম্বোধন করতে যেসব সম্বোধনবাচক শব্দ ব্যবহার করে তাকে, দ্বিতীয় / মধ্যম পুরুষ বলে।
কাউকে কিছু বলবার সময় বক্তা সেই শ্রোতার পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে তাকে মধ্যম পুরুষ বলে। এক কথায় বলা যায়, প্রত্যক্ষপরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে মধ্যম পুরুষ বলা হয়।
যেমন – তুমি, তোমরা, তোমাকে, তোমার, তোমাদের, আপনি, আপনারা, তুই, তোকে ইত্যাদি।
মধ্যম পুরুষ কত প্রকার ও কি কি?
মধ্যম পুরুষকে আবার ৩ ভাগে ভাগ করা হয়। এগুলো হলো –
- সাধারণ মধ্যম পুরুষ (যেমন- তুমি, তোমরা, তোমাদের, তোমাকে ইত্যাদি)
- সম্মানসূচক মধ্যম পুরুষ (যেমন- আপনি, আপনারা, আপনাকে, আপনাদের)
- অবজ্ঞাসূচক মধ্যম পুরুষ (যেমন- তুই, তোরা, তোকে)
আরও পড়ুন – উদাহরণসহ “এ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম
নাম পুরুষ বা তৃতীয় পুরুষ কাকে বলে?
তৃতীয় / নাম পুরুষঃ আমি বাচক ও তুমি বাচক পদ ব্যতীত অন্য সব বিশেষ্য পদ ও সর্বনাম পদকে তৃতীয় / নাম পুরুষ বলে। অর্থাৎ, অনুপস্থিত পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীই নাম পুরুষ
যেমন – সে, তারা, তার, তিনি, তাহারা ইত্যাদি।
নাম পুরুষ কত প্রকার ও কি কি?
নাম পুরুষকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এগুলো হলো –
- সাধারণ নাম পুরুষ (যেমন- সে, তারা, তাহারা)
- সম্মানসূচক নাম পুরুষ (যেমন – তিনি, তারা, তাহারা)
পুরুষ | একবচন | বহুবচন |
---|---|---|
উত্তম পুরুষ | আমি (মুই) | আমরা (মোরা) |
মধ্যম পুরুষ | তুমি, তুই, আপনি | তোমরা, তোরা |
নাম পুরুষ | সে, তিনি, ইনি, উনি | তারা, ওরা, এরা |
পুরুষের বিভিন্ন প্রকৃতি
- পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয়, কিন্তু বচনভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না।
- সাধারণ ভবিষ্যত কালে নাম পুরুষ ও মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ অভিন্ন।
- সাধারণ, সম্ভ্রমাত্মক ও তুচ্ছার্থক ভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয়ে থাকে কিন্তু উত্তম পুরুষে হয় না।
- করেছে, করেছো, করেছেন – বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ মর্যাদা ভেদের কারণে ব্যবহৃত হয়।
বাক্যে বিভিন্ন পুরুষের প্রয়োগ
উত্তম পুরুষ : আমরা ঘুরতে যাচ্ছি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। আমরা তরুণ, আমরা নবীন, আমরা ছাত্র দল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি।
মধ্যম পুরুষ : তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়। তোমরা ভেবেছ, আমরা বালক অথবা বালিকা কেহ।
নাম পুরুষ : সে যদি তোকে ক্ষমা না করে তাহলে দুঃখ করিস না। সব কাজের মাঝে সে নিজেকে হারিয়ে ফেলেছে। ওরা কি করে?
বিভিন্ন চাকরি ও ভর্তি পরীক্ষায় আসা বিগত সালের গুরুত্বপূর্ণ পুরুষ
১. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?
- ২ প্রকার
- ৩ প্রকার
- ৪ প্রকার
- ৫ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
২. বাংলা ব্যাকরণে পুরুষ কাকে বলে?
- বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
- বিশেষ্য ও অব্যয়ের বিভিন্ন প্রকৃতিকে
- সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
- বিশেষ্যের বিভিন্ন প্রকৃতিকে
উত্তরঃ বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
৩. শুদ্ধ বাক্য কোনটি?
- তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
- আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
- তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাব
- শফিক তুমি ও আমি সিনেমা দেখতে যাব
উত্তরঃ তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
৪. কোনটি উত্তম পুরুষের উদাহরণ?
- আমি
- তুমি
- সে
- যিনি
উত্তরঃ আমি
৫. প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে –
- উত্তম পুরুষ
- মধ্যম পুরুষ
- নাম পুরুষ
- ক ও খ
উত্তরঃ মধ্যম পুরুষ
৬. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
- ওরা কি করে?
- আপনি আসবেন
- আমরা যাচ্ছি
- তোরা খাসনে
উত্তরঃ ওরা কি করে?
৭. করেছে, করেছো, করেছেন – বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ কেন ব্যবহৃত হয়?
- লিঙ্গভেদের কারণে
- মর্যাদা ভেদের কারণে
- সমাসের কারণে
- কারক বিভক্তির কারণে
উত্তরঃ মর্যাদা ভেদের কারণে
৮. কোনটি মধ্যম পুরুষের উদাহরণ?
- আমি
- সে
- তিনি
- তোমরা
উত্তরঃ তোমরা