আমাদের চারপাশে যা কিছু আছে (মাটি,পানি,বায়ু,আকাশ,গাছপালা, পশুপাখি, জীবজন্তু, সূর্যের আলো,বন্ধুবান্ধব ইত্যাদি) তা নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশের প্রধান তিনটি উপাদান হলো মাটি,পানি ও বায়ু।
United Nations Environment Programme এ 1976 সালে দেওয়া সঙ্গা অনুসারে, “পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলোর মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমন্ডলির প্রণালীকে বুঝায়, যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলো বেঁচে থাকে,বসবাস করে।”
পড়ুন – জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তনের প্রভাব
মনোবিজ্ঞানী বোরিং, লংফিল্ড ও ওয়েল্ড এর মতে, “জিন ব্যতীত ব্যক্তির উপর যা কিছুর প্রভাব দেখা যায়, তাই হলো পরিবেশ।”
Woodworth & Marquis এর মতে, “জীবন শুরু হওয়ার পর ব্যক্তির ওপর বাইরের যা কিছু সক্রিয় হয় তাই হলো পরিবেশ।”
পরিবেশ কত প্রকার ও কি কি?
উপাদান অনুযায়ী পরিবেশকে ২ ভাগে ভাগ করা যায়। এগুলো হলো –
- প্রাকৃতিক পরিবেশ
- মানুষের তৈরি বা সামাজিক পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
চারপাশের প্রকৃতির সব উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ আল্লাহর তৈরি। যেমন – মানুষ, গাছপালা,মাটি,পানি, বায়ু,পাহাড়,নদী,সূর্যের আলো ইত্যাদি। প্রাকৃতিক পরিবেশের উপাদান ছাড়া মানুষ বাঁচতে পারে না।
পড়ুন – সমাজ কাকে বলে?
মানুষের তৈরি বা সামাজিক পরিবেশ
মানুষের তৈরি পরিবেশকে মানুষের তৈরি বা সামাজিক পরিবেশ বলে। মানুষের তৈরি সকল উপাদান নিয়ে এ পরিবেশ সৃষ্টি হয়। যেমন – কাপড়-চোপড়, ঘর-বাড়ি,রাস্তা-ঘাট, বাস,ট্রেন,নৌকা,চেয়ার , টেবিল, খাট ইত্যাদি।
আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
What kintu but ki