HomeUncategorizedপরিবার পরিকল্পনা কি বা কাকে বলে?

পরিবার পরিকল্পনা কি বা কাকে বলে?

জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। সুখী সুন্দর সমৃদ্ধশালী পারিবারিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে পরিবার পরিকল্পনার মাধ্যমে পরিবারের সন্তান সংখ্যা সংগঠিত রেখে নির্ধারণ করা সম্ভব হয়। চলুন তাহলে পরিবার পরিকল্পনা কি সে সম্পর্কে জেনে নেই।

পরিবার পরিকল্পনা কি বা কাকে বলে?

সাধারণত পরিবার পরিকল্পনা বলতে জন্মনিয়ন্ত্রণ বোঝানো হয়। তবে পরিবার পরিকল্পনার সংজ্ঞা অনেক ব্যাপক । বর্তমান ও ভবিষ্যৎকে সামনে রেখে যেকোন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো বা উদ্দেশ্য সাধনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিকল্পনা বলে।

পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে স্বামী-স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে পরিবার পরিকল্পনা বলে ।

পড়ুন – উন্নয়নশীল দেশ কি বা কাকে বলে? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য

কোন কিছু পরিকল্পনার লক্ষ্য হলো সুন্দর ভবিষ্যৎ গঠন করা। সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের মঙ্গল উন্নতি সাধন করাই হল পরিবার পরিকল্পনার লক্ষ্য। স্বামী স্ত্রী মিলে আলোচনা করে পরিকল্পিতভাবে পরিবার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করায় হল পরিবার পরিকল্পনা।

এর মাধ্যমে একজন দম্পতির মোট কয়টি সন্তান নেবেন এবং কতদিন বিরতি নেবেন ইত্যাদি সম্পর্কে সিদ্ধান্ত নেন এবং পরিকল্পনা করে থাকেন এবং জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে তা বাস্তবায়ন করেন।

অধ্যক্ষ জহিরুল ইসলাম সিকদারর মতে পরিবার পরিকল্পনা হলো পরিবারের সাথে সঙ্গতি রেখে খাদ্য শিক্ষা স্বাস্থ্য ও বাসস্থানের পরিবেশ ও সুস্থ জীবন যাত্রার মান নির্ধারণের নিশ্চয়তা বিধান কর ব্যবস্থা।

প্রফেসর আবুল কাশেমের মতে, “পরিবারের সদস্য সংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে সবরকম ভরণপোষণ ও স্বাভাবিক জীবনযাত্রার মান বজায় থাকাই পরিবার পরিকল্পনা।”

আরও পড়ুন – কৃষি কি বা কাকে বলে?

তাই বলা যায়, পরিবার পরিকল্পনা বলতে এমন একটি ব্যবস্থাকে বুঝায় যার মাধ্যমে পরিবারের সদস্য সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে একটি সুখী সমৃদ্ধশালী পরিবার গঠন সম্ভব হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

Recent comments